অনলাইনে ১০০ টাকায় টেস্টের টিকিট অস্বস্তি নিয়েই তামিমের অনুশীলন
১১ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম

পিঠের পুরনো ব্যথা আবার ফিরে আসায় মাঝের দুদিন অনুশীলন করেননি তামিম ইকবাল, বিশ্রাম কাটিয়ে গতকাল থেকে টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলনে তাকে দেখা গেলেও অস্বস্তি আড়াল করতে পারলেন না। ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই কোমরে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যাচ্ছিল দেশসেরা এই ওপেনারকে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে এদিন সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরম করার পর ফিল্ডিং অনুশীলন সেরে ক্রিকেটাররা একে একে প্রবেশ করেন ইনডোরে, যেখানে চলে নিবিড় প্রস্তুতি। সকালে মাঠে নেমেই ওয়ার্মআপে তামিমকে দেখা যায় কোমরে হাত দিয়ে ব্যথা কাতরাতে। পরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে যান তিনি। পেসার ও স্পিনারদের বল খেলেছেন। তবে এক-দুই বল পর পরই কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের ওপেনার।
তামিমের চোটের ধরণ নিয়ে কদিন আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ব্যথাটা তামিমের পুরনো, এটা ম্যানেজ করেই খেলে যাচ্ছেন তিনি। ব্যথার মাত্রা বুঝে ঠিক করা হবে তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন কিনা। যদি ব্যথা সহনীয় পর্যায়ে থাকে তাহলে তার খেলতে কোন বাধা নেই। হালকা চোট সমস্যায় দুদিন বিশ্রামে ছিলেন টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও। তারও পিঠে ব্যথা ছিল, সেই সঙ্গে জ্বরেও ভুগছিলেন লিটন। তবে জ্বর ও ব্যথা দুটোই আর নেই। স্ক্যান রিপোর্টেও কোন সমস্যা পাওয়া যায়নি। লিটন স্বচ্ছন্দেই সেরেছেন প্রস্তুতি। দুই নেটে তাকে সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেছে।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট শুরু হবে ১৪ জুন। তার আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এদিন অনুশীলনে বাকি সবাইকেই দেখা গেছে ফুরফুরে। যার যার মতই নির্দিষ্ট টাস্ক অনুযায়ী কাজ করেছেন তারা।
তাসকিন আহমেদ চোট থেকে ফিরলেও বোলিং করতে কোন সমস্যা হয়নি। তবে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাসকিন না খেললে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ইবাদত হোসেন। দলের অনুশীলন পুরোটাই মাতিয়ে রেখেছিলেন তিনি। সতীর্থ জাকির হাসানের বিপক্ষে জোরালো আবেদন করলেন আম্পায়ারের ভূমিকায় থাকা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। ডোনাল্ড নাকচ করে দিতে রিভিউর ইশারা করেন। ব্যাটারদের গতিতে বারবারই পরীক্ষা নিচ্ছিলেন তিনি। মূল ম্যাচেও ইবাদতকে সেরা অবস্থায় পেতে চাইবে বাংলাদেশ দল।
এদিকে, এই টেস্টকে সামনে রেখে গতকালই টিকিট প্রাপ্তি নিশ্চিত করেছে বিসিবি। আয়ারল্যান্ডের পর এবার আফগানিস্তান সিরিজের টিকিটও টিকটও পাওয়া যাবে অনলাইনে। বিসিবির ওয়েবসাইটে মিরপুর টেস্টের টিকেট মিলবে আজ দুপুর ২টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টের টিকেটের মূল্য থেকে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে একমাত্র টেস্টের খেলা। এই টাকা দিয়ে কেনা যাবে পূর্ব গ্যালারি টিকেট। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে টিকেট। এর বাইরে ম্যাচের দিনও বুথ থেকে কেনা যাবে টিকেট। অনলাইনে টিকেট করার পদ্ধতি আগের মতোই। জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকেট করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট করা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেট করা যাবে। বিসিবির এখনও টিকেট স্ক্যানার নেই বলে অনলাইন টিকেটের ক্ষেত্রেও পরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে সশরীরে টিকেট সংগ্রহ করতে হবে।
মিরপুর টেস্ট শুরু বুধবার। ঈদের পর হবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের সিরিজের টিকেটের দাম জানানো হবে পরে।
ক্যাফমন : পিঠের পুরনো ব্যাথা আবারও জেগে উঠেছে তামিমের (ইনসেটে)। তাতেই অস্বস্তি নিয়েই ব্যাটিং করতে দেখা গেছে দেশসেরা ওপেনারকে। গতকাল মিরপুরে -ইনকিলাব
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেলেন মোহাম্মদ সুফিউর রহমান

বেরসিক চোর !

মুক্তিযুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগকারী এখন মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ

নসরুল হামিদের ৪ অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

রাবি প্রেসক্লাবে মাহিন-মিশন নেতৃত্বে নতুন যুগের সূচনা

বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির

ফ্যাসিবাদ পতনের পরও বদলায়নি পুলিশ একাডেমির চিত্র: নিয়োগে আওয়ামীপন্থী আধিপত্য, ক্ষুব্ধ অন্য শিক্ষকরা

বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ: আমেরিকায় রয়া চৌধুরীর অনন্য সম্মাননা

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন নাসার প্রবীণতম মহাকাশচারী ডন পেটিট

ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি ছাত্রদলের আহ্বান

টঙ্গীতে অনলাইনে ক্যাসিনো খেলার জেরে এক তরুণের আত্মহত্যা

দুমকীতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

হুতিদের সমর্থনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীনা স্যাটেলাইট কোম্পানি

দুই সেশনেই ৭ উইকেট নেই বাংলাদেশের

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক

পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ড. ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যানের চিঠি

শরীয়তপুরে নড়িয়ায় বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সাংবাদিক জে জাহেদের পিতার মৃত্যুতে কর্ণফুলী প্রেস ক্লাবের শোক

ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে বন্দুকধারীদের হামলা, নিহত ১২