ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

অনলাইনে ১০০ টাকায় টেস্টের টিকিট অস্বস্তি নিয়েই তামিমের অনুশীলন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

১১ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম

পিঠের পুরনো ব্যথা আবার ফিরে আসায় মাঝের দুদিন অনুশীলন করেননি তামিম ইকবাল, বিশ্রাম কাটিয়ে গতকাল থেকে টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলনে তাকে দেখা গেলেও অস্বস্তি আড়াল করতে পারলেন না। ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই কোমরে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যাচ্ছিল দেশসেরা এই ওপেনারকে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে এদিন সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরম করার পর ফিল্ডিং অনুশীলন সেরে ক্রিকেটাররা একে একে প্রবেশ করেন ইনডোরে, যেখানে চলে নিবিড় প্রস্তুতি। সকালে মাঠে নেমেই ওয়ার্মআপে তামিমকে দেখা যায় কোমরে হাত দিয়ে ব্যথা কাতরাতে। পরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে যান তিনি। পেসার ও স্পিনারদের বল খেলেছেন। তবে এক-দুই বল পর পরই কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের ওপেনার।
তামিমের চোটের ধরণ নিয়ে কদিন আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ব্যথাটা তামিমের পুরনো, এটা ম্যানেজ করেই খেলে যাচ্ছেন তিনি। ব্যথার মাত্রা বুঝে ঠিক করা হবে তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন কিনা। যদি ব্যথা সহনীয় পর্যায়ে থাকে তাহলে তার খেলতে কোন বাধা নেই। হালকা চোট সমস্যায় দুদিন বিশ্রামে ছিলেন টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও। তারও পিঠে ব্যথা ছিল, সেই সঙ্গে জ্বরেও ভুগছিলেন লিটন। তবে জ্বর ও ব্যথা দুটোই আর নেই। স্ক্যান রিপোর্টেও কোন সমস্যা পাওয়া যায়নি। লিটন স্বচ্ছন্দেই সেরেছেন প্রস্তুতি। দুই নেটে তাকে সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেছে।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট শুরু হবে ১৪ জুন। তার আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এদিন অনুশীলনে বাকি সবাইকেই দেখা গেছে ফুরফুরে। যার যার মতই নির্দিষ্ট টাস্ক অনুযায়ী কাজ করেছেন তারা।
তাসকিন আহমেদ চোট থেকে ফিরলেও বোলিং করতে কোন সমস্যা হয়নি। তবে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাসকিন না খেললে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ইবাদত হোসেন। দলের অনুশীলন পুরোটাই মাতিয়ে রেখেছিলেন তিনি। সতীর্থ জাকির হাসানের বিপক্ষে জোরালো আবেদন করলেন আম্পায়ারের ভূমিকায় থাকা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। ডোনাল্ড নাকচ করে দিতে রিভিউর ইশারা করেন। ব্যাটারদের গতিতে বারবারই পরীক্ষা নিচ্ছিলেন তিনি। মূল ম্যাচেও ইবাদতকে সেরা অবস্থায় পেতে চাইবে বাংলাদেশ দল।
এদিকে, এই টেস্টকে সামনে রেখে গতকালই টিকিট প্রাপ্তি নিশ্চিত করেছে বিসিবি। আয়ারল্যান্ডের পর এবার আফগানিস্তান সিরিজের টিকিটও টিকটও পাওয়া যাবে অনলাইনে। বিসিবির ওয়েবসাইটে মিরপুর টেস্টের টিকেট মিলবে আজ দুপুর ২টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টের টিকেটের মূল্য থেকে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে একমাত্র টেস্টের খেলা। এই টাকা দিয়ে কেনা যাবে পূর্ব গ্যালারি টিকেট। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে টিকেট। এর বাইরে ম্যাচের দিনও বুথ থেকে কেনা যাবে টিকেট। অনলাইনে টিকেট করার পদ্ধতি আগের মতোই। জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকেট করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট করা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেট করা যাবে। বিসিবির এখনও টিকেট স্ক্যানার নেই বলে অনলাইন টিকেটের ক্ষেত্রেও পরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে সশরীরে টিকেট সংগ্রহ করতে হবে।
মিরপুর টেস্ট শুরু বুধবার। ঈদের পর হবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের সিরিজের টিকেটের দাম জানানো হবে পরে।

ক্যাফমন : পিঠের পুরনো ব্যাথা আবারও জেগে উঠেছে তামিমের (ইনসেটে)। তাতেই অস্বস্তি নিয়েই ব্যাটিং করতে দেখা গেছে দেশসেরা ওপেনারকে। গতকাল মিরপুরে -ইনকিলাব


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে