এমবাপেকেও হারাতে যাচ্ছে পিএসজি!
১৩ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম
মাত্র দুই মৌসুম আগেও ফরাসি জায়ান্ট পিএসজির ফরোয়ার্ড লাইন ছিল সর্বেসর্বা। ক্লাবটির নামের পাশে চ্যাম্পিয়ন্স লিগের তকমা না জুটলেও দুই মৌসুম একই সাথে খেলেছেন ৭ বারের ব্যালন ডি-অর জয়ী লিওনেল মেসি, ব্রাজিলায়ান মহাতারকা নেইমার জুনিয়র ও ফুটবলে ‘আগামীর রাজা’ তকমা পাওয়া কিলিয়ান এমবাপে। তবে সদ্য সমাপ্ত মৌসুম শেষেই একে-একে রঙ হারাচ্ছে প্যারিসের ক্লাবটি। মেসি ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন। মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে যে, নেইমারও আর থাকছেন না ব্লুজদের ডেরায়। তবে ক্লাবটির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসছে এমবাপেও সেই পথ বেঁছে নেওয়ায়! পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। যার ফলে তাকে চড়া দামে বিক্রির কথা ভাবছে ক্লাব, এমনটাই জানিয়েছে ফ্রান্সের গণমাধ্যম গুলো। তাছাড়া দল-বদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোও নিশ্চিত করেছেন ব্যাপারটি।
এমবাপে ২০১৭ সালে পিএসজির সঙ্গে চুক্তি করেছিলেন। মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে প্যারিসের এই ক্লাবে আসেন তিনি। সেই পিএসজিতে এমবাপের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৪ সালের জুনে। তাকে বাড়তি এক বছরের চুক্তি করানোর জন্য চাপ দিচ্ছিল পিএসজি। তবে তাতে রাজি হননি ফরাসি এই ফরোয়ার্ড। এমবাপে সংবাদ সংস্থা এফপির এক এজেন্টকে জানিয়েছেন, ‘আমি চুক্তি বাড়ানোর ব্যাপারে কোন আলোচনাতেই যায়নি পিএসজির সঙ্গে। বোর্ড এই ব্যাপারটা ২০২২ সালের ১৫ জুলাই থেকেই জানে যে, আমি ২০২৪ সালের পর কোনভাবেই চুক্তি বাড়াতে আগ্রহী না।’
এদিকে পিএসজির অবস্থানও পরিষ্কার, এমবাপেকে নতুন চুক্তি সই করতে হবে, নাহলে তাকে বিক্রি করে দেবে। যেহেতু ফরাসি তারকা চুক্তি সই করেননি, তাই দ্বিতীয় কথাই ভাবছে ক্লাবটি। পিএসজি কিছুতেই চাইছে না, ২০২৪ সালের গ্রীষ্মে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান এমবাপে। তাই দাম থাকতে থাকতেই তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি।
এমবাপে ফ্রান্স ও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। তার সামর্থ্য এরইমধ্যে প্রমাণিত। তাই এমন বড় তারকাকে ছাড়তে চাইছে না পিএসজি। তবে এমবাপে ঠিক করেই নিয়েছেন তিনি আর এই দলের হয়ে খেলবেন না। ক্লাব ছাড়ার পেছনে কিছু কারণও উঠে এসেছে। এমবাপে চাইছেন প্রিমিয়ার লিগ, লা লিগার মতো জনপ্রিয় লিগে খেলতে। কারণ এইসব টুর্নামেন্ট অনেক বেশি প্রচার পায়। এমবাপের চাওয়া মেসি, রোনালদোর মতো তারও জনপ্রিয়তা বাড়–ক।
অন্যদিকে এমবাপে ছোট বেলা থেকে স্বপ্ন দেখতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখানোর। পেশাগত দুনিয়ায় অনেক স্বপ্নই পূরণ হয় না এটা তিনিও জানেন। তবে এই ২৪ বছর বয়সী স্ট্রাইকারেরতার চেয়ে বড় আরেকটি লালিত স্বপ্ন হচ্ছে আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর মত একাধিক বার ব্যালন ডি-অর জয় করার। এমবাপে বুঝে গিয়েছেন যে পিএসজিতে থেকে গেলে তাঁর দ্বিতীয় স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিগত ৬ মৌসুমে এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে বারবারই ব্যর্থ হয়েছেন। পিএসজির হয়ে তিনি পাঁচবার ফরাসি লিগ ছাড়া আর কিছুই জিততে পারেননি। ইউসিএল ও ব্যালন ডি-ওর জয়ের স্বপ্ন বিভোর হয়ে তিনি প্যারিস ছাড়তে চাইছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে শেষ কয়েক মৌসুম ধরেই রিয়াল এমবাপেকে নিতে চেয়েছিল। তবে তখন সেটা সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি বদলেছে। কোনো ক্লাব উচ্চমূল্য হাঁকালে এমবাপেকে বিক্রি করে দেবে পিএসজি। এদিকে রিয়ালের সাথে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক শেষ করে ক্লাব ছেড়েছেন আরেক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাই সবদিক থেকেই এখন এই দল বদল এমবাপের অনুকূলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা