বাফুফের ঘাটতি ৪ কোটি টাকা!
১৭ জুন ২০২৩, ১১:৫০ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ০৭:৪৬ পিএম
চলতি বছরের বাকি পাঁচ মাসে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে লাল-সবুজ ফুটবলের। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়োজন প্রায় ৭ কোটি টাকা। ফিফা এবং এএফসি’র মাধ্যমে বাফুফে পাবে প্রায় ৩ কোটি। এই হিসেবে বাফুফের ঘাটতি থাকছে ৪ কোটি টাকা। এই চার কোটি টাকা ঘাটতি পূরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। গতকাল বাফুফের জরুরি সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, এই বছরের বাকি সময়ের আন্তর্জাতিক খেলাগুলোর জন্য আমাদের অফিস একটি বাজেট করেছে। যার অঙ্ক প্রায় সাত কোটি টাকার মতো। এর মধ্যে ফিফা এবং এএফসি থেকে পাওয়া যাবে ৩ কোটি। বাকি অর্থের সংস্থানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। আমাদের সভায় এই সিদ্ধান্তই হয়েছে।
জাতীয় সংসদে এখন বাজেট অধিবেশন চলছে। এবারের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ গত বছর সংশোধিত বাজেটের চেয়ে অনেক কম। ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি’র বাজেট একেবারে খাত ভিত্তিক। বাফুফে নির্বাহী কমিটির অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত। বাজেট প্রক্রিয়া সম্পর্কেও তারা অবগত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে বাফুফের চাহিদা পূরণ করা অনেক কষ্টসাধ্য জেনেও অনুরোধ করতে হচ্ছে বলে জানান জাকির। তার কথায়, ‘ক্রীড়া মন্ত্রণালয় আমাদের অভিভাবক সংস্থা। আমাদের অভাব বা প্রয়োজনটা তাদেরই আগে জানাব। তারা আমাদের চিঠি পাওয়ার পর নিশ্চয়ই একটা জবাব দেবে। এরপর আমরা বিকল্প ব্যবস্থা করব’।
৭ কোটি টাকার মধ্যে ফিফা-এএফসি’র মাধ্যমে সংস্থান হবে ৩ কোটি টাকার মতো। বাকি টাকা সরকারের কাছে চাইছে বাফুফে। তাহলে বাফুফে নির্বাহী কমিটির ফুটবল পরিচালনায় দায়িত্ব কী? এমন প্রশ্নে মিডিয়া কমিটির চেয়ারম্যানের উত্তর,‘ আমরাও স্পন্সর এবং বিভিন্ন মাধ্যমে অর্থ জোগাড়ের চেষ্টা করব। আমাদের কমিটির সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দেয়া’।
গত মার্চে নারী ফুটবলে অলিম্পিক বাছাই খেলতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বাফুফে। অতি স্বল্প সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে সেই টাকা প্রদান করা সম্ভব হয়নি। সরকারের অর্থ না পাওয়ায় বাফুফে নারী দল পাঠায়নি। আবার সরকারের কাছে অর্থ চাওয়ার মাধ্যমে কি সে রকম ঘটনারই পুনরাবৃত্তি। এ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন,‘ না সে রকম কিছু নয়। আমরা আগে থেকেই আর্থিক বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছি। এজন্য তিন মাস আগেই সভা হয়েছে’।
কাল বাফফুফের জরুরি সভা ছিল আর্থিক বিষয়াদি নিয়ে। সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সশরীরে ছিলেন না। যদিও তিনি জুমে সংযুক্ত ছিলেন বলে জানিয়েছেন নির্বাহী সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি। ব্রিফিংয়ের সময় জাকিরের সঙ্গে ছিলেন আরো চার সদস্য। বাফুফের নানা কর্মকাÐে সহ-সভাপতিদের প্রাধান্যই বেশি পরিলক্ষিত। নির্বাহী সভার পর নির্বাহী সদস্যের মিডিয়া ব্রিফিং কালই প্রথম অনুষ্ঠিত হলো। সভায় দুই সহ-সভাপতি উপস্থিত থাকলেও ব্রিফিংয়ের সময় ছিলেন না তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা