‘বাফুফের পরিকল্পনার অভাব’
১৯ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
চলতি বছরের বাকি পাঁচ মাসে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে লাল-সবুজ ফুটবলের। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়োজন প্রায় ৭ কোটি টাকা। ফিফা এবং এএফসি’র মাধ্যমে তারা পাবে ৩ কোটি। এই হিসেবে বাফুফের ঘাটতি থাকছে ৪ কোটি টাকা। এই চার কোটি টাকা ঘাটতি পূরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। গত শনিবার জরুরি সভা করে এমন সিদ্ধান্তই নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। জাতীয় বাজেটের পর বাফুফের এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে দেশের ক্রীড়াঙ্গনে। বিষয়টি ভালোভাবে নেননি খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তাই সোমবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে নির্বাহী কমিটির সভা শেষে তিনি বলেন, ‘বাফুফের পরিকল্পনার অভাব রয়েছে। তারা এটি যদি এক মাস আগে চাইত আমাদের জন্য সুবিধা হতো। তখন আমরা এটি মন্ত্রণালয়ের বাজেটের অংশ হিসেবে যুক্ত করতে পারতাম। অন্য অনেক ফেডারেশনই বাজেটের আগে আগামী বছরের চাহিদা দিয়ে থাকে। বাফুফে সেটা দিল বাজেট অধিবেশনের সময়। যদিও বাফুফে এখনো এনএসসি কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪ কোটি টাকা চেয়ে চিঠি দেয়নি। চিঠি পেলে গুরুত্ব বিবেচনা করে টাকা দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের খাত ভিত্তিক বরাদ্দ হয়। এরপরও চেষ্টা করবো যেটা খুবই জরুরি সেখানে কিছু দেওয়ার।’
বাফুফের প্রয়োজনের প্রায় অর্ধেক টাকা দেবে ফিফা এবং এএফসি। আর বাকি অর্ধেকের চেয়ে বেশি তারা চাইবে সরকারের কাছে। বাফুফে নির্বাহী কমিটির দায়িত্বটা কি? এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘তাদের আরো একটু আন্তরিকতার দরকার ছিল। স্পন্সর খুঁজে এরপর আমাদের কাছে চাইতে পারত। যদিও এর আগে তারা আমাদের কাছে এভাবে কখনো চায়নি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে ২০১৯ সালে দায়িত্বগ্রহণ করেন জাহিদ আহসান রাসেল। তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের দ্বিতীয় অর্থ বছরেই বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেন। সেই বরাদ্দের অর্ধেক অর্থাৎ ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখার কথা। তবে ওই স্থায়ী আমানত নিয়ে ফুটবলাঙ্গনে রয়েছে ধোঁয়াশা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন,‘বিশ কোটি টাকা অর্থমন্ত্রণালয় বাফুফেকে বিশেষ বরাদ্দ দিয়েছিল একটি নির্দেশনা দিয়ে। সেই নির্দেশনা বাফুফে অনুসরণ করছে কিনা আমরা খতিয়ে দেখতে পারি।’ জাহিদ আহসান রাসেল যোগ করেন, ‘তারা শুধু আমাদের কাছে চান। ফিফা-এএফসি থেকে কত পান? কি করেন সেটা কিন্তু আমাদের জানান না। আমাদেরও একটু জানানো উচিত তাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি