মায়ায় জড়িয়ে জাপান ছাড়লেন ইনিয়েস্তা
০২ জুলাই ২০২৩, ১০:১৫ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আন্দ্রেস ইনিয়েস্তাকে বলা হতো মিডফিল্ডের শিল্পী। এই শতাব্দীতে জেনেদিন জিদান ও রোনালদিনহোর পর বল পায়ে স্প্যানিশ তারকার মত এতো দর্শনীয় কারুকার্য ছিল না আর কোন ফুটবলারের। কার্যকারীতার দিক থেকে ইনিয়েস্তার চেয়ে প্রাভাবশালী মিডফিল্ডার আরও আছে। তবে স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করা ইতিয়েস্তা তো একজন শিল্পী, ঠিক পিকাসোর মত। এই ৩৯ বছর তারকা ইউরোপের পাট চুকিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে। খেলছিলেন জাপানের ক্লাব ভিসেল কোবের হয়ে। চোটের কারণে এই মৌসুমে খেলতে পারছিলেন না ঠিকঠাক। তবে পরশু রাতে প্রথমবারের মত শুরুর একাদশে ঠাঁই পেলেন ইনিয়েস্তা। মূলত এটাই ভিসেলের হয়ে তার শেষ ম্যাচ ছিল। লড়াই, প্রতিদ্বন্দ্বিতা, ফলাফল, সব ছাপিয়ে ম্যাচটি রূপ নিল তার বিদায়ী আয়োজনে।
বার্সেলোনায় দেড় যুগের বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ার শেষে ২০১৮ সালের মে মাসে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। শুরুতে চুক্তি ছিল ৩ বছরের। ২০২১ সালে তা বাড়ানো হয় আরও ২ বছরের জন্য। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া জে১ লিগের চলতি মৌসুম শেষ হবে আগামী ডিসেম্বরে। তবে তিনি ক্লাব ছাড়লেন আগেই। চোটজর্জর এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি, দলের কোচকেও এখন আর আগের মতো পাশে পাচ্ছেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন আগে। মৌসুমের মাঝপথেই যে ভিসেল ছাড়বেন, গত মে মাসের শেষ দিকে ইনিয়েস্তা সেটা জানিয়েছিলেন। সেই বক্তব্যকে সত্য প্রমাণিত করে পরশু খেলে ফেললেন শেষ ম্যাচ। প্রিয় তারকাকে বিদায় জানাতে কোবে মিসাকি পার্কের গ্যালারি ছিল টইটম্বুর। এই ৫৭ মিনিট খেলে তিনি মাঠ ছাড়েন অশ্রুসজল চোখে।
ম্যাচ শেষেও তার চোখে টলমল করতে থাকে জল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন এই ক্লাবে ৫ বছরের পথচলায় তার প্রত্যাশা পূরণ হয়েছে। ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালে আমি এখানে এসেছিলাম, এই ক্লাবকে বড় একটি ক্লাবে পরিণত করে তুলতে। আমার মনে হয়, তা আমি করতে পেরেছি। মাঠের ভেতরে ও বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি, ক্লাবের জন্য আপনারাও ততটা গর্ব অনুভব করেন, যতটা করি আমি।’ নিজের পরবর্তী ঠিকানা নিয়ে এখনও কিছু স্পষ্ট করেননি ইনিয়েস্তা। তবে খেলা যে এখনই ছাড়ছেন না, আবারও তা জানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সী তারকা, ‘গত কয়েকটি মাস আমার জন্য ও আমার ঘনিষ্ঠদের জন্য সময়টি ছিল খুব কঠিন। মাঠে থেকেই বিদায় নেওয়া ও ক্যারিয়ার শেষ করার ইচ্ছা আছে আমার। এই ক্লাব থেকে তা হলো না। তবে এই চাওয়াকে ভাবনায় রেখেই পরের পদক্ষেপ নিচ্ছি আমি।’
খেলা চালিয়ে গেলেও অবশ্য ফুটবল থেকে তেমন কিছু আর পাওয়ার নেই ইনিয়েস্তার। ইনিয়েস্তার স্পেনের হয়ে টানা দুটি ইউরো জিতেছেন, মাঝে জিতেছেন বিশ্বকাপ। সবকটিতেই তার বড় অবদান। বিশ্বকাপ ফাইনালে করেছেন জয়সূচক গোল। বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট ৩০টি ট্রফি। অসংখ্য ব্যক্তিগত অর্জনেও রাঙিয়েছেন নিজের ক্যারিয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ