ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

মার্টিনেজের বহুলকাক্সিক্ষত বাংলাদেশ সফর

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। এই আসরের ফাইনালে অনেকটা একা হাতেই আলবিসেলেস্তাদের শিরোপা এনে দিয়েছিলেন তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোলবারের এই অতন্দ্র প্রহরীর শৈল্পিক নৈপূণ্যের মাধ্যমে আনন্দের যে উপলক্ষ এনে দিয়েছিলেন আর্জেন্টাইনদের জন্য, তা ছুঁয়ে গিয়েছিল সাত সমুদ্র তেরো নদী দূরে অবস্থিত বাংলাদেশের ফুটবলপাগল মানুষের মনও। যদি খুবই স্পষ্ট করে বলা হয় তবে খোদ আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশে আলবিসেলেস্তা সমর্থক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই সকল খবরই জানা আছে আর্জেন্টিনা দলের সব ফুটবলারদের। ভারতীয় ক্রীড়াদ্যোক্তা শতদ্রু দত্ত যখন মার্টিনেজকে কলকাতায় নেওয়ার পরিকল্পনা করেন, তখন এই গোলরক্ষক নিজেই বাংলাদেশ সফরের ইচ্ছে পোষণ করেন। গতকাল সম্পন্ন হয়ে গেল ৩০ বছর বয়সী কিপারের সেই সফর। কাকাডাকা ভোরে বাংলাদেশে পা রেখে প্রায় ১১ ঘন্টা এই লাল সবুজের দেশে কাটালেন মার্টিনেজ। তবে তিনি যে উন্মাদনা দেখতে চেয়েছিলেন তা কি আদো দেখতে পেলেন? যে সর্বসাধারণের কল্যাণে বাংলাদেশ নীল-সাদা জার্সি উন্মাদনা কেন্দ্রে পরিণত হয়েছে, তাদেরকে মার্টিনেজের কাছেই যে যেতে দেওয়া হলো না।

আমস্টারডাম থেকে একটি ট্রানজিট নিয়ে ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণকালীন সময় ছিল ৩০ ঘণ্টারও বেশি। ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে ছিলেন বেশ কিছু সাংবাদিক ও দর্শক। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সাংবাদিকদের মুখোমুখি না করেই হোটেলে নিয়ে যাওয়া হয় মার্টিনেজকে। লম্বা যাত্রার পর স্বাভাবিকভাবেই ক্লান্ত এই তারকা, সেটা সাংবাদিকরাও বোঝেন। তাই কোন গণমাধ্যমও ব্যাপারটা সহজভাবেই নেয়। এরপর হোটেল ওয়েস্টিনে গিয়ে ফ্রেশ হয়ে ও নাস্তা করে তিনি রওনা দেন সফরের পৃষ্ঠপোষক ফান্ডেডনেক্সটের অফিসে। সর্বসাধারণের কাছে এই প্রতিষ্ঠান একদমই অখ্যাত। সেটা সমস্যা নয়। তবে দৃষ্টিকুটু ছিল পৃষ্ঠপোষকদের পরিকল্পনা। তারা গণমাধ্যম কর্মীদেরও প্রবেশাধিকার নিষেধ করেন মার্টিনেজের সফর সূচীতে। এমনকি সারাক্ষণ নিরাপত্তা বেষ্টিনির মাঝে থাকায় রক্তমাংসের মার্টিনেজেরকে এক নজর দেখতেও পাননি বহু গণমাধ্যম কর্মী। সেখানে সর্ব সাধারণের দেখার প্রশ্নই আসে না।

সকাল সাড়ে নয়টায় মার্টিনেজ বাড্ডার ফান্ডেডনেক্সটের অফিসে প্রবেশ করেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর্জেন্টাইন এই মহাতারকার সঙ্গে প্রায় ৩০ মিনিট সময় কাটিয়েছেন মাশরাফি ও তাঁর দুই সন্তান। এই সাক্ষৎ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশাল এক পোস্টও দেন ম্যাশ। যেখানে তিনি লিখেন, ‘কোপা আমেরিকা থেকেই আমি পছন্দ করতাম মার্টিনেজকে। বিশ্বকাপজয়ী দলের গোলকিপার আমার চোখের সামনে। সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি-কোটি মানুষের কত বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তারা, যেদিন তার ওই হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করল। আজকে তিনি সাক্ষাৎকারের মধ্যেই একবার ট্রাউজার উঠিয়ে দেখালেন, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য আমার মনে হলো, আসলে আর্জেন্টিনা বিশ্বকাপটাতো মার্টিনেজের ওখানেই জিতে নিয়েছে।’
ফান্ডেডনেক্সটের অফিসে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পুলক। পুলক তার নিজের আমন্ত্রণ প্রসঙ্গে উপস্থিত সীমিত গণমাধ্যমকে বলেন, ‘জায়েদ এবং গালিব (পৃষ্ঠপোষক) আমার কাছের ছোট ভাই। তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। মার্টিনেজের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা আমাকে জানায়। আমিও ৬ বছর বয়স থেকে আর্জেন্টিনার সমর্থক। তাই স্বপরিবারে চলে এসেছি মার্টিনেজকে দেখতে।’ বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আর্জেন্টিনা-বিষয়টি সেদেশের মানুষ জেনেছেন গণমাধ্যমের সাহায্যে। অথচ মার্টিনেজের ঢাকা সফরে তারাই ছিল উপেক্ষিত। তবে মূল ধারার গণমাধ্যম উপেক্ষিত থাকলেও ইউটিউবারদের মার্টিনেজের সাক্ষাৎ করতে দেখা গেছে। তাছাড়া বহু মানুষকে মার্টিনেজের কাছে ঘেঁষতে দেখা গিয়েছে যাদের ফুটবলের সাথে তেমন সম্প্রিক্ততা নেই। অথচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পৃষ্ঠপোষকদের অফিসের বাইরে অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারেননি মার্টিনেজের সঙ্গে। এ নিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এখানে যারা এসেছে সবাই জায়েদ ও গালিবের সম্পর্কের কারণেই। অনেকটা পারিবারিক ও তাদের পরিচিত পরিবেশে অনুষ্ঠানটি হয়েছে। যারা ছিলেন তারাও হয়তো আমন্ত্রিত ছিলেন।’

বাংলাদেশে ফুটবল বিষয়ক বিশেষজ্ঞ সঞ্চালক থাকলেও, প্রতিমন্ত্রী পুলক, দুই পৃষ্ঠপোষক জায়েদ ও গালিব মিলেই মার্টিনেজের সাক্ষাৎকার নেন। তাদের স্প্যানিশ জানা না থাকলেও কোন বেগ পেতে হয়নি এই কার্যক্রমে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় একযুগ ধরে খেলার সুবাদে ইংরেজিটা ভালোই জানেন মার্টিনেজ। কি ছিল সেই সাক্ষাৎকারে সেটাও বললেন প্রতিমন্ত্রী পুলক, ‘১২ বছর বয়সে ফুটবলার হওয়ার জন্য বাড়ি ছেড়েছেন মার্টিনেজ। সেটা অনেক বড় চ্যালেঞ্জের ছিল। সেই সংগ্রামী জীবনের গল্প আমাদের শুনিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা এবং তাকে ভালোবাসে এটি তিনি জানেন। আসলে বাংলাদেশের মানুষের ভালবাসাই তাকে এখানে টেনে এনেছে।’

পরে মার্র্টিনেজকে পাটের তৈরী ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়। প্রতিমন্ত্রী পুলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে পৃষ্ঠপোষকরা । এতে তিনি খুবই খুশি হয়েছেন। এছাড়া বিশ্বকাপ জয়ী এই গালরক্ষককে পাটের তৈরী নৌকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বউ উপহার দেওয়া হয়।

এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক মার্টিনেজ। সাক্ষাৎকালে ২০২২ বিশকাপে এই আর্জেন্টাইন ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নিজের সই করা জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন মার্টিনেজ। শেখ হাসিনা এই আর্জেন্টাইন গোলরক্ষকে বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশিরা এই খেলা খুব ভালোবাসে। তাছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি আর্জেন্টিনার জন্য গৌরব বয়ে এনেছেন। আপনার সাফল্য কামনা করি আমি।’ এই সময় মার্টিনেজ প্রধানমন্ত্রীকে বলেন, ‘এখানে এসে খুব খুশি আমি। ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগের কথা জেনে আমার খুব ভালো লাগছে।’ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্টিনেজ ভিআইপি টার্মিনালে পৌঁছেন। বেলা ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ফের বিমান ধরেন মার্টিনেজ। যার মধ্যমে শেষ হয় তাঁর ১১ ঘন্টার বাংলাদেশ সফর। যেই উন্মাদনা দেখতে তাঁর বাংলাদেশে আসা, সেটার মাঝে দেয়াল হয়ে ছিল বহু নিরাপত্তা বেষ্টনী। প্রশ্ন হচ্ছে মার্টিনেজ কি নিয়ে যেতে পারলেন বাংলাদেশের মানুষের উন্মাদনার ছোঁয়া?


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল