বড় অঙ্কের জরিমানা নেইমারের
০৪ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আবারও আলোচনায় আসলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে সেটা ফুটবলের জন্য না। মাঠের বাইরের ঝামেলার কারণে। এই তারকা ফরোয়ার্ড কদিন আগেই অন্তসত্বা প্রেমিকার বিশ্বাস ভঙ্গ করে শিকার হয়েছিলেন সমালোচনার। এবার তিনি আলোচনায় আসলেন পরিবেশ সুরক্ষা আইন লঙ্ঘণ করে। যে কারণে পরশু নেইমারকে বড় অংকের জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা।
নেইমার ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে। এসবের মাঝে নিশ্চিত হয়ে গিয়েছে যে তিনি আর পিএসজিতে থাকছেন না। নতুন কোন ক্লাবে চুক্তিবদ্ধ হবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতসব ঝামেলার মধ্যে নতুন করে বিপাকে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। রিও ডি জেনিরো শহরের কাছে সমুদ্র সৈকতে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে পরিবেশ আইন অমান্য করেছেন তিনি। গত ২২ জুন প্রথম জানা যায়, রিও ডি জেনিরোর স্থানীয় কর্তৃপক্ষ নেইমারের বিপক্ষে তদন্তে নামতে যাচ্ছে। মূলত, সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাতিবা শহরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেন নেইমার। যার নাম দিয়েছিলেন নেইমার ম্যানসন। এই বাড়ি তৈরি করতে গিয়েই আইন ভেঙেছেন তিনি।
আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই রয়েছে। তবে বাড়ি তৈরির জন্য স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। কর্তৃপক্ষেকে না জানিয়ে সেখানে একটি কৃত্রিম হ্রদ তৈরি করায় এক আইনজীবী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ কোটি টাকার কাছাকাছি। মাঙ্গারাতিবা শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট পরশু এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল।
এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক