দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক জিকো
০৫ জুলাই ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশ পেয়েছে বিরল সম্মান। টুর্নামেন্টে নজরকাড়া নৈপূণ্য দেখিয়ে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। মঙ্গলবার রাতে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের সাফ। শিরোপা নির্ধারণী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত টাইব্রেকারে ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টি শুটআউটে পাঁচটি করে শটের মধ্যে উভয় দল চারটি করে গোল করলে সাডেন ডেথে ব্যর্থ হয় কুয়েত। সাডেন ডেথের প্রথম শটে ভারতের নওরেম মহেশ সিং গোল করলেও কুয়েতের খালিদ হাজেয়ার শট ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ফলে শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে শিরোপা উৎসবে মাতে সুনীল ছেত্রীবাহিনী। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সেরা গোলরক্ষকের পুরস্কার পান বাংলাদেশের আনিসুর রহমান জিকো। ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে দল নির্বাচিত হয়। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলসহ অন্যান্যাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ সাফের অন্য কর্মকর্তারা বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন।
সাফ মিশন শেষে ব্যাঙ্গালুরু থেকে সোমবার দেশে ফিরে আসে বাংলাদেশ দল। তাই পরের দিনের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জিকো। তার পক্ষে সেরা গোলরক্ষকের স্মারক পুরস্কার গ্রহণ করেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি ঢাকায় এসে জিকোকে তার পুরস্কার বুঝিয়ে দেবেন। এবারের সাফে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করলেও জিকো দারুণ খেলেছেন। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তার অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ দল শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে সক্ষম হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক