ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

ইংলিশদের খরচ বাড়িয়ে দিয়েছে সউদী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ইউরোপিয়ান ফুটবলে দল বদলের বাজার বেশ জমে উঠেছে। এবারের গ্রীষ্মকালীন দল বদল বেশি আকর্ষণীয় হয়ে ওঠার কারণ সাউদী প্রো লিগ। বহু বড় তারকা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন এই লিগে। তবে ত্রিশোর্ধ্ব তারকার সংখ্যাই বেশি সেই দৌড়ে। অন্যদিকে ইউরোপ থেকে তরুণ তুর্কীরাও পা বাড়াচ্ছেন এই লিগে। মূলত অর্থনৈতিক দিকটাই তাদের আকর্ষণ করছে বেশি। অন্যদিকে ইউরোপের বড় দল গুলো যে একদম হাত গুটিয়ে বসে আছে তা নয়। তারাও ব্যস্ত আছে দল বদলের নানা সমীকরণ নিয়ে।

বেনজেমা, কান্তে, নেভেস ও কুলিবালির পর এবার প্রো লিগে নাম তুললেন রবার্তো ফিরমিনো। অথচ তাঁকে পাওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সালোনার মত ক্লাব গুলো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগামী তিন বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলবেন। গত জুনের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরায় ফিরমিনোর। ফলে ফ্রি এজেন্ট হয়েই আল-আহলিতে গেলেন এই ফরোয়ার্ড। গত সপ্তাহেই আরও একটি বড় নাম যোগ করেছে ক্লাবটি। চেলসি ছেড়ে সাউদীর এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগাল গোলরক্ষক এডওয়ার্ড মঁদি।

ফিরমিনোর চুক্তি করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে তাকে দলে টানার খবর নিশ্চিত করে আল-আহলি। সেখানেই এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল-আহলিতে।’ ব্রাজিলিয়ান ক্লাব ফিগেরেন্সি থেকে ২০১১ সালে জার্মান ক্লাব হফেনহাইমে যোগ দিয়ে চার মৌসুম খেলার পর ২০১৫ সালে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। ক্লাব ছাড়ার আগে ৮ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। ক্লাবের হয়ে গোল করেছেন ১১১টি।

অন্যদিকে এই মৌসুমে চেলসি যেন এক উদ্দেশ্যহীন জাহাজ। গত দুই মৌসুমে প্রায় ১ বিলিয়ন পাউন্ড খরচ করে কেনা ফুটবলারদের বেশিরভাগকেই নতুন মৌসুমের আগে ছেড়ে দিচ্ছে লন্ডনের ক্লাবটি। তাদের একের পর এক খেলোয়াড় বিক্রির তালিকায় এবার নাম উঠল ম্যাসন মাউন্টের। গুঞ্জন সত্য করে তিনি পাঁচ বছরের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। পরবর্তী সময়ে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এর আগে মাউন্টের জন্য দেওয়া তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল চেলসি। তবে চতুর্থ প্রস্তাবটিতে শেষ পর্যন্ত একমত হয়েছে ইংল্যান্ডের এ দুই পরাশক্তি। মাউন্টের জন্য ইউনাইটেডের খরচ হচ্ছে ৫৫ মিলয়ন পাউন্ড। এ ছাড়া চুক্তি অনুযায়ী পরবর্তী সময়ে সম্ভাব্য আরও ৫০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগও থাকছে চেলসির। বেতনের দিক থেকেও মাউন্ট বেশ সুবিধা পেতে যাচ্ছেন। চেলসিতে সপ্তাহে ২ লাখ পাউন্ড বেতন পাওয়া মাউন্টকে ইউনাইটেড দেবে ২ লাখ ৫০ হাজার পাউন্ড।

২৪ বছর বয়সী মাউন্ট চেলসির হয়ে ২৭৯ ম্যাচ খেলে ৫৮ গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ৫৩ গোলে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। এ ছাড়া স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন এই ইংলিশ তারকা। ইউনাইটেডে আলোচিত ৭ নম্বর জার্সিটিও পাচ্ছেন মাউন্ট। ক্রিস্টিয়ানো রোনালদো, জর্জ বেস্ট ও ডেভিড ব্যাকহামের মত তারকারা এই জার্সি পড়ে মাতিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ড।

লন্ডনের আরেক ক্লাব আর্সেনাল গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়। নতুন মৌসুমে আবারও শিরোপার দৌড়ে থাকার লক্ষ্যে এবার তারা তাদের ডেরায় টানতে যাচ্ছে ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসকে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও শোনা যাচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই মিডফিল্ডারকে দলে টানাতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।

এই সপ্তাহেই আর্সেনালের যোগ দেওয়ার জন্য মেডিকেল সারতে অনুমতি দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী রাইসকে। চেলসি থেকে ওয়েস্ট হ্যামের একাডেমিতে যোগ দেওয়ার পর ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় রাইসের। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৫ ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু