দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক জিকো
০৫ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশ পেয়েছে বিরল সম্মান। টুর্নামেন্টে নজরকাড়া নৈপূণ্য দেখিয়ে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। গতপরশু রাতে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের সাফ। শিরোপা নির্ধারণী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত টাইব্রেকারে ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টি শুটআউটে পাঁচটি করে শটের মধ্যে উভয় দল চারটি করে গোল করলে সাডেন ডেথে ব্যর্থ হয় কুয়েত। সাডেন ডেথের প্রথম শটে ভারতের নওরেম মহেশ সিং গোল করলেও কুয়েতের খালিদ হাজেয়ার শট ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ফলে শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে শিরোপা উৎসবে মাতে সুনীল ছেত্রীবাহিনী। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সেরা গোলরক্ষকের পুরস্কার পান বাংলাদেশের আনিসুর রহমান জিকো। ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে দল নির্বাচিত হয়। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলসহ অন্যান্যাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ সাফের অন্য কর্মকর্তারা বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন।
সাফ মিশন শেষে ব্যাঙ্গালুরু থেকে গত সোমবার দেশে ফিরে আসে বাংলাদেশ দল। তাই পরের দিনের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জিকো। তার পক্ষে সেরা গোলরক্ষকের স্মারক পুরস্কার গ্রহণ করেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি ঢাকায় এসে জিকোকে তার পুরস্কার বুঝিয়ে দেবেন। এবারের সাফে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করলেও জিকো দারুণ খেলেছেন। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তার অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ দল শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে সক্ষম হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কাশ্মীর নিয়ে ভারতকে ‘ব্যাপক সংলাপের’ আমন্ত্রণ পাকিস্তানের

পালালো আটক ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

মাহফুজের ঘটনায় ‘হতাশ’ উপদেষ্টা আসিফ

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ শরীফ

উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ : এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ব্যথায় উঠতে পারছেন না শাবনূর,হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

এবার কাতারে গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাবি জিয়া পরিষদের তিন দফা দাবি

ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

‘একটি গোষ্ঠী ৯ মাস ধরে আমার ওপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে’

ছাগলনাইয়ায় বিজিবি'র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন, আবেগে কাঁদলেন অভিভাবকরা

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযান স্কুল ব্যাগে মিললো হেরোইন

হামলার হুমকিতে ফের অনিশ্চয়তায় আইপিএল

শেষ মিনিটের নাটকীয়তায় জিতে বার্সার অপেক্ষা বাড়ালো রিয়াল

পিএসএলে দল পেলেন সাকিব

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক