টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল নেপাল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে ফিফা আন্তর্জাতিক নারী ফুটবল সিরিজ জিতল নেপাল। সেই সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে নিজেদের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধ নিল হিমালয়কন্যারা। রোববার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে নেপাল টাইব্রেকারে ৪-২ গোলে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হলে পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে প্রতিশোধের জয় তুলে নিয়ে উল্লাসে মাতে নেপালের মেয়েরা। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। রোববারও নির্ধারিত সময়ের খেলায় একই ফল আসায় দুই দলের সম্মতিতে সিরিজের ট্রফি নিষ্পত্তির জন্য টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারণ হয়।

গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন সাবিনা খাতুনরা। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর দীর্ঘ প্রায় ১০ মাস আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল বাংলাদেশের মেয়েরা। সাম্প্রতিক সময়ে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেন। তার অনুপস্থিতিতে প্রধান কোচ হিসাবে এই সিরিজে অভিষেক হয় মাহবুবুর রহমান লিটুর। কিন্তু তার শুরুটা সুখকর হলো না। হার দিয়েই প্রধান কোচের দায়িত্ব শুরু করলেন লিটু। যদিও জয়ের আশায় আগের ম্যাচের একাদশ তিনি রোববারের ম্যাচেও রেখেছিলেন।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসার আগে চারটি (ভারত ও ভিয়েতনামের সঙ্গে দু’টি করে) আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নেপাল। হিমালয়কন্যারা সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। দেরীতে হলেও মধুর প্রতিশোধ তুললো তারা। প্রায় ১০ মাস পর ফিফা প্রীতি সিরিজে সাবিনাদের হারিয়ে সাফ হারের ক্ষতে যেন প্রলেপ দিল নেপালী মেয়েরা।

রোববার ম্যাচের শুরু থেকে শেষ অবদি গোলের সুযোগ পেয়েছে দু’দলই। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন এবং নেপালের তারকা ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারির দূর্ভাগ্য, তাদের নিশানা ব্যর্থ হয়। সফরকারী নেপাল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল বেশি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। পক্ষান্তরে বাংলাদেশের মেয়েরাও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ দলের কোচ তিন জন খেলোয়াড় পরিবর্তন করেন। রিতু পর্ণা চাকমা, সুমাইয়া, রিপাকে মাঠে নামান কোচ লিটু। তবে খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি তিনি। বিরতির পরও দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলে একাধিক গোলের সুযোগ পেয়ে তা নষ্ট করে। গত ম্যাচে যোগকরা সময়ে গোল হজম করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। কাল যোগকরা সময়ে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগতে পারেনি তারা। ফলে ম্যাচ শেষ হয় গোলশূন্য অমিমাংসিতভাবেই। টাইব্রেকারের জন্য নেপাল ম্যাচের অন্তিম সময়ে গোলরক্ষকের পরিবর্তন করে সাফল্য পায়।

টাইব্রেকারের পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করে। বিপরীতে বাংলাদেশ করে দুই গোল। সফরকারী দলটির সিরিজ জয়ের নায়ক বদলী গোলরক্ষক রানা মাগার। টাইব্রেকারে নেপালের হয়ে প্রথম শটেই গোল করেন সাবিত্রা ভান্ডারি। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা ঝাঁপিয়েও পড়েও বল ধরতে পারেননি। বাংলাদেশের প্রথম শটে শামসুন্নাহার গোল করেন। নেপালী গোলরক্ষক রানা মাগার ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি। নেপালের দ্বিতীয় শট নিতে এসে হিরা কুমারীও লক্ষ্যভেদ করেন। নেপাল এগিয়ে যায় ২-১ গোলে। বাংলাদেশের শিউলি আজিমের কাঁধে তখন সমতা ফেরানোর ভার। কিন্তু রানা মাগার রুখে দেন শিউলির শট। গোল ঠেকিয়ে দলের পরের শটটি নিজেই নেন রানা মাগার। তবে লক্ষ্যভেদ করতে পারেননি। তার শটের বল সাইড পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের মারিয়া মান্ডার শট নেপালের গোলরক্ষক ঠেকিয়ে দিলে ম্যাচ ঝুঁকে পড়ে অতিথি দলের দিকে। দিপা শাহী বাংলাদেশের জালে বল পাঠিয়ে ম্যাচটি প্রায় নিজেদের করে নেন। মনিকা চাকমা নেন বাংলাদেশের চতুর্থ শট। গোল করে বাঁচিয়ে রাখেন আশা। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক রুপনা চাকমার কাঁধে তখন গুরু দায়িত্ব। কিন্তু নেপালের পঞ্চম শটে আনীতা গোল করলে বাংলাদেশ ৪-২ গোলে হেরে ম্যাচের সঙ্গে সিরিজও খোঁয়ায়।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, সিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার (রিপা), মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার (রিতু পর্না চাকমা), তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ