হ্যাংজু এশিয়ান গেমসের নারী ফুটবল দলে সুমাইয়া
১৮ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম

চীনের হ্যাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসরের খেলা। যদিও ১৯ সেপ্টেম্বর ফুটবলের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে এই গেমস। এশিয়ান গেমসের ফুটবলে এবার বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছে। এই গেমসকে সামনে রেখে আগের দিন পুরুষ অলিম্পিক দল ঘোষণা হওয়ার পর মঙ্গলবার ২২ সদস্যের নারী দলও ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় নারী দলের প্রায় সব খেলোয়াড়ই এশিয়াডের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে এই দলে প্রথমবারের মতো যুক্ত হলেন জাপানি বংশোদ্ভুত বাংলাদেশি ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবারের মতো খেলছে।
এশিয়ান গেমসে নারী দল: গোলরক্ষক- রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল। রক্ষণভাগ- নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, সুরমা জান্নাত। মধ্যমাঠ- রিতুপর্ণা চাকমা,শামসুন্নাহার (জুনিয়র),স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্ডা এবং আক্রমণভাগ- মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা ও সুমাইয়া মাতসুশিমা।
এদিকে হ্যাংজু এশিয়ান গেমসের জন্য সোমবার ২২ সদস্যের পুরুষ অলিম্পিক দল ঘোষণা করে বাফুফে। বরাবরই এশিয়ান গেমস ফুটবলে খেলে থাকে অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩)। তবে সিনিয়র কোটায় অংশ নিতে পারেন তিনজন। এবার হ্যাংজু এশিয়ান গেমসের দলে সিনিয়র কোটায় জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার জামাল ভূঁইয়া, শেখ রাসেলের ফরোয়ার্ড মো. ইব্রাহিম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকার কারণে এশিয়ান গেমসের দলে কোনো খেলোয়াড় ছাড়েনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত এশিয়ান গেমসে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। তবে এবার এশিয়ান গেমসের ডিসিপ্লিন নির্ধারণের সময় পুরুষ ফুটবল দলকে বাদ দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ নিয়ে বিওএ কঠিন সমালোচনার মুখে পড়লে পরে পুরুষ দলকে অন্তর্ভূক্ত করে তারা।
এশিয়ান গেমসে পুরুষ দল: গোলরক্ষক- মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন। রক্ষণভাগ- ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ। মধ্যমাঠ- আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া। আক্রমণভাগ- রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে