বাফুফের এথিকস কমিটির চেয়ারম্যান তান্না
২৬ জুলাই ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির অন্যতম একটি হচ্ছে ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটি। এই কমিটিরই চেয়ারম্যান হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ও দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মাজহারুল ইসলাম তান্না। বাফুফে প্রায় এক মাস আগে তাকে ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিলেও এতোদিন নিশ্চুপ ছিলেন তান্না। বাফুফের চিঠি পাওয়ার এক মাসেরও বেশি সময় পর সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণের জন্য সম্মতিপত্র দিয়েছেন।
বাস্তবিক অর্থে বাফুফের ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটির কর্মকান্ড তেমনভাবে পরিলক্ষিত হয় না। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে গত এপ্রিল মাসে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে। তবে সোহাগ ফিফার বিরুদ্ধে আইনী লড়াইয়ের জন্য যে আইনজীবী নিযুক্ত করেন সেই আজমালুল হোসেন বাফুফের ফেয়ার প্লে অ্যান্ড এথিকস কমিটির চেয়ারম্যান ছিলেন। তখনই আলোচনায় আসে এই কমিটি।
সাবেক তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে তার চতুর্থ মেয়াদ শুরু করেন ২০২০ সালের অক্টোবর থেকে। সালাউদ্দিনের তৃতীয় মেয়াদের মাঝ পথে আইনজীবী আজমালুল হোসেনকে এথিকস কমিটির চেয়ারম্যান করা হয়। চতুর্থ মেয়াদেও আজমামুলকে এই কমিটির চেয়ারম্যান মনোনীত করে চিঠি দেয়া হলে তিনি ফিরতি সম্মতিপত্র দেননি। সোহাগ কান্ডে বিষয়টি আলোচনায় আসার পর বাফুফের সভাপতি মাজহারুল ইসলাম তান্নাকে এথিকস কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন।
তান্না সত্তর দশকের একজন তারকা ক্রিকেটার হলেও ফুটবলের সঙ্গে তার সখ্যতা শুরু থেকেই। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর সংগঠক হিসেবে কাজ করেন তান্না। ১৯৮৫-৮৬ সালে দেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই তারকা ক্রীড়া সংগঠক। অবশ্য গত কয়েক বছর ধরে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি সেভাবে সম্পৃক্ত নেই আবাহনী লিমিটেডের বর্তমান পরিচালক তান্না । বাফুফের চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও কিংবদন্তি ফুবলার ও তারকা ক্রিকেটার। স্বাধীনতাত্তোর ঘরোয়া লিগে প্রথম হাফসেঞ্চুরিটি সালাউদ্দিনের। ঢাকা আবাহনীতে ফুটবল এবং আজাদ বয়েজ ক্লাবের হয়ে লিগে ক্রিকেট খেলতেন সালাউদ্দিন। তান্না ছিলেন সালাউদ্দিনের আজাদ বয়েজের সতীর্থ। সালাউদ্দিনের সঙ্গে ক্রীড়াঙ্গনের অনেকের বন্ধুত্বের ভাঙা-গড়া চললেও তান্নার সঙ্গে বরাবরই সমান্তরাল। এ দু’জনের বন্ধুত্ব রয়েছে ঠিক আগের মতই। তাই এবার সেই বন্ধু সালাউদ্দিনের আহ্বানে সাড়া না দিয়ে পারেননি তান্না। নিজের কাঁধে তুলে নিলেন গুরুত্বপূর্ণ বাফুফের এথিকস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এমন একটি কমিটির দায়িত্ব তিনি নিয়েছেন যা মূলত ফুটবল সংশ্লিষ্টদের নৈতিকতার তদারকি। এই তদারকির আওতামুক্ত নন তান্নার বন্ধু সালাউদ্দিনও। তবে জানা গেছে, ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটির চেয়ারম্যান মনোনয়নের বিষয়ে নির্বাহী কমিটি এখনো অজ্ঞাত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ