ফ্রান্সে থামলো মরক্কোর স্বপ্নযাত্রা
০৮ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সে থামলো মরক্কোর স্বপ্নযাত্রা। অন্যদিকে জ্যামাইকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পেল কলম্বিয়া।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর পুরুষ ফুটবলারদের। এবার নারী বিশ্বকাপেও ফরাসি হৃদয় ভাঙলো মরক্কোর মেয়েদের। গতকাল অস্ট্রেলিয়ার হিন্দমার্শ স্টেডিয়ামে শেষ ষোল’র ম্যাচে অভিষিক্ত মরক্কোকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ফ্রান্স একের পর এক গোল আদায় করে নেয়। তারা ম্যাওেচর ২৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ১৫ মিনিটে হেডে বিশ্বকাপের চতুর্থ গোল করেন ফ্রান্সের কাদিদিয়াতো দিয়ানি (১-০)। আক্রমণের ধারায় থেকে ২০ মিনিটে দ্বিতীয় গোলটি পায় ফরাসিরা। এসময় কেঞ্জা দালি গোল করেন (২-০)। এর তিন মিনিট পর ইউজেনি লু সমার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধেও তারা ছিল আক্রমণাত্মক। তবে এই অর্ধে মাত্র একটি গোল পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন ইউজেনি লু সমার (৪-০)। আর এতেই নিশ্চিত হয়ে যায় মরক্কোন বিদায়।
মরক্কোর মেয়েরা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয়। গ্রুপ পর্বে তারা জার্মানির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়াকে হারায়। সর্বনিম্ন র্যাঙ্কিংধারী (৭২) হিসেবে শেষ ষোলতে ওঠে আরব আফ্রিকান দেশটি। কিন্তু পঞ্চম র্যাঙ্কিংধারী ফ্রান্সের কাছে পাত্তাই পায়নি তারা। শেষ আটের ম্যাচে আগামী শনিবার ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।
এদিকে জ্যামাইকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কলম্বিয়া। কাল মেলবোর্নের আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারায় জ্যামাইকাকে। শেষ ষোল’র এই ম্যাচে দক্ষিণ আমেরিকান দলটি একমাত্র গোলটি পেয়েছে ৫১ মিনিটে। অধিনায়ক কাতালিনা উসমে করেন জয়সূচক গোল।
পুরো টুর্নামেন্টে জ্যামাইকা চমক দেখালেও শেষ পর্যন্ত পারেনি কোয়ার্টার ফাইনালে উঠতে। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নেমে এবারই প্রথম তারা নাম লিখিয়েছিল নকআউটে। শুধু কি তাই? এই ম্যাচের আগে একটি গোলও তারা হজম করেনি জ্যামাইকা! এই ম্যাচও জমজমাট রাখার চেষ্টা করেছে। বিশেষ করে প্রথমার্ধে ভারি ট্যাকলে চাপে রেখেছিল কলম্বিয়াকে। শটের তুলনায় এই অর্ধে ফাউলের সংখ্যাই ছিল বেশি। বলতে গেলে জ্যামাইকার শরীর নির্ভর ফুটবলে বিরক্ত হয়ে পড়েন রেফারিও। ৫ মিনিটে তিনি বের করেন দু’টি হলুদ কার্ড! ম্যাচের পরিষ্কার সুযোগটি আসে ৩৮ মিনিটে। কলম্বিয়া গোলের সুযোগ পেয়েও সেটি মেরেছে ক্রসবারের ওপর দিয়ে। বিরতির পর গোলমুখ উন্মুক্ত হয়েছে আনা মারিয়া গুজমানের কল্যাণে। ১৮ বছর বয়সী ফুল ব্যাকের লং ক্রস থেকেই বাম পায়ের শটে জাল কাঁপিয়েছেন উসমে (১-০)। তিন মিনিট পর জ্যামাইকার সুবর্ণ সুযোগ ছিল সমতা ফেরার। কিন্তু মিডফিল্ডার জডি ব্রাউনের হেড জাল লক্ষ্যে থাকেনি। ফলে শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে জ্যামাইকা। আগামী শনিবার শেষ আটে কলম্বিয়া খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের সূচিতারিখ ম্যাচ ভেন্যু১১ আগস্ট স্পেন-নেদারল্যান্ডস ওয়েলিংটন১১ আগস্ট জাপান-সুইডেন অকল্যান্ড১২ আগস্ট অস্ট্রেলিয়া-ফ্রান্স ব্রিসবেন১২ আগস্ট ইংল্যান্ড-কলম্বিয়া সিডনি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার