আর ফুটবল খেলবেন না স্বপ্না!
০৮ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ছিল গতকাল। এদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বঙ্গমাতা পদক’ দিয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চারজন মহিয়সী নারীকেও আলাদাভাবে এই পুরস্কার দেওয়া হয়। কাল রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবিনা খাতুনদের হাতে পদক তুলে দেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার নিতে এসেছিলেন জাতীয় দল ছেড়ে চলে যাওয়া ফুটবলার সিরাত জাহান স্বপ্না, সাজেদা খাতুন, আনুচিং মোগিনীরাও। পুরস্কার নিলেও আর ফুটবল খেলবেন না বলে জানান সাফজয়ী বাংলাদেশ দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। তিনি বলেন, ‘বাসায় বসে থাকবো, তবুও জাতীয় দলের ক্যাম্পে আর ফিরবো না। নতুনদের সুযোগ দিতেই আমি খেলা ছেড়েছি।’ খেলা ছাড়লেও কোচিংয়ে আসার ইচ্ছা আছে কি না? এ প্রসঙ্গে স্বপ্না বলেন,‘এখনো কোচিং কোর্স করিনি। আপাতত ইচ্ছে নেই।’
এদিকে সাফ শিরোপা জেতার পর এ নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। গত শনিবার পেয়েছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তিন পুরস্কারের মধ্যে কোনটার অনুভূতি কেমন? এই প্রশ্নের উত্তরে সাবিনা বলেন, ‘আসলে প্রত্যেকটি পুরস্কারই আমার কাছে সেরা মনে হয়। কারণ প্রত্যেকটিরই আলাদা মর্যাদা রয়েছে।’ কাল আরেকটি পুরস্কার পাওয়ার পর সহ-অধিনায়ক মারিয়া মান্ডা বলেন,‘আমার কাছে এই (বঙ্গমাতা) পুরস্কারটাই আনন্দের। কারণ এখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। উনাদের সামনে থেকে পুরস্কার নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
সাফজয়ী ২৩ সদস্যের জাতীয় নারী ফুটবল দলের ২১ জন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে থাকায় এবং গোলরক্ষক ইতি খাতুন অসুস্থ থাকায় আসতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ২১ ফুটবলারের প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে চেক, একটি করে পদক ও সনদপত্র তুলে দেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে সাফজয়ী নারী দলের ৩৪ জনের পুরো কন্টিনজেন্টের তালিকা নিয়েছিল। কিন্তু কোচিং স্টাফ, কর্মকর্তাদের কাউকে ক্রেস্ট ও পদক দেওয়া হয়নি। এ নিয়ে বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে গত দুই দিন অনেক আলোচনা হয়েছে। কর্মকর্তাদের কোনো পদক ও ক্রেস্ট না থাকায় অনেকে যাননি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার