প্লাস্টিক, ফুটবল দিয়ে উইকেটে বোলিং!
০৯ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বেশ কিছুদিন ধরেই টালমাটাল ক্রিকেটপাড়া। সবশেষ গত সপ্তাহে তামিম ইকবালের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেবার পর থেকে নতুন সঙ্কটে বাংলাদেশের ক্রিকেট। যেখানে নিজেদের পছন্দের ওয়ানডে সংস্করণে আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপ- কেথায় আসরে নিজেদের সেরা সাফল্যের ছক কষবেন ক্রিকটার আর কোচরা, সেখানে নতুন অধিনায়ক খুঁজতেই ত্রাহি অবস্থা ক্রিকেট বোর্ডের। তবে একজন এসবের ছিঁটে ফোঁটাও যেন লাগতে দেননি চলতি ক্যাম্পে। তিনি স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে তখন ক্রিকেটাররা ছড়িয়ে-ছিটিয়ে। কয়েকজন রানিং করছেন। কয়েকজন ফিল্ডিং অনুশীলন। একদম কোনার উইকেটে কয়েকজন স্পিনার পালা করে বোলিং করছিলেন। পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন হেরাথ। দৃশ্যটা চোখ আটকে যাওয়ার মতোই। স্পিনাররা কে কোন জায়গায় বল করবেন, সেটি বোঝাতে তিনটি ফুটবল ব্যবহার করছিলেন হেরাথ। ফুটবলগুলো যেখানে সাজানো সেটাকে ইয়র্কার লেংথ বলা যায়। শুধু তা-ই নয়, উইকেটের কিছু জায়গায় হেরাথ প্লাস্টিক লাগিয়ে দিয়েছেন। স্পিনারদের বল যেন টার্ন কম করে স্কিড বেশি করে, সে জন্যই হেরাথের এই কৌশল। জাতীয় দলের এক স্পিনারের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে তো উইকেট খুব ভালো থাকে। টার্ন তেমন থাকে না। বল মূলত স্কিড করে। সে জন্যই উইকেটে কিছু একটা রেখেছেন যেন বল টার্ন না করে স্কিড করে। আর আমরা সেটার সঙ্গে এখন থেকেই যেন অভ্যস্ত হই।’
হেরাথ তার বিশেষ ক্লাসে স্পিনারদের দ্রুত লাইন ও লেংথ বদলানোর পরীক্ষাও নিয়েছেন। স্পিনাররা যখন রানআপের মাঝামাঝি জায়গায়, তখন তিনি পাশ থেকে বলেছেন, কোন বলটা করতে হবে। মুহূর্তেই সিদ্ধান্ত বদলের এই অনুশীলন করানোর কারণটাও সেই স্পিনারের মুখে শুনুন, ‘ব্যাটসম্যানরা তো পায়ের ব্যবহার করে (স্পিনারদের বিপক্ষে)- ক্রিজ ছেড়ে খেলে, ক্রিজের ভেতরে গিয়ে খেলে। আমাদের সেটা দেখে লাইন-লেংথ বদলাতে হয়।’
গতকাল জাতীয় দলের স্পিনারদের বোলিং অনুশীলনে এসবই হয়ে গেল। সেখানে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তো ছিলেনই, মাহমুদুল হাসান, শামীম হোসেনের মতো দলের অনিয়মিত স্পিনাররাও ছিলেন। স্পিনারদের নিয়ে হেরাথের এই বিশেষ ক্লাসে অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন অফ স্পিনার নাঈম হাসানও। দু’দিন ধরেই তাঁকে দেখা যাচ্ছে জাতীয় দলের অনুশীলনে। তিনি নির্বাচকদের এশিয়া কাপের পরিকল্পনা না থাকলেও হেরাথের স্পিন ক্লাসে আছেন।
ওদিকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এশিয়া কাপের কথা মাথায় রেখে স্কিল ক্যাম্প শুরু করে দিয়েছে। গতকাল থেকেই জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং-বোলিং করছেন ক্রিকেটাররা। স্কিল ক্যাম্পের আগে ক্রিকেটারদের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। ফিটনেস ক্যাম্পে প্রাথমিকভাবে ছিলেন ৩২ জন ক্রিকেটার। সেখান থেকে কয়েকজনকে এর মধ্যেই বাদ দেওয়া হয়েছে। চোটের কারণে তামিম ছাড়াও ছিটকে পড়েছেন পেসার রেজাউর রহমান। বাদ পড়েছেন খালেদ আহমেদ, রনি তালুকদার, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন। এরপর যাঁরা আছেন, তাঁদের মধ্য থেকেই এশিয়া কাপের দল সাজানো হবে বলে জানা গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক