সেভিয়াকে হারিয়ে ইউরো সুপার চ্যাম্পিয়ন ম্যানসিটি
১৭ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে গ্রীসের কারাইস্কাকিস স্টেডিয়ামে এক ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনালে সেভিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ম্যানসিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিল। ফলে পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের পুরো সময়টাই ম্যানসিটি ফুটবলারদের পেছন পেছন দৌঁড়াতে দেখা যায় স্প্যানিশ ক্লাব সেভিয়ার ফুটবলারদের। খেলা দেখে মনে হচ্ছিলো, একদল এসেছে খেলতে, আর অন্য দল শিখতে এসেছে। কিন্তু ফুটবল এমন একটি খেলা, যেখানে একদল পুরো মাঠজুড়ে খেলবে, কিন্তু সুযোগ পেয়ে অন্য দল গোল করে ম্যাচ জিতবে। উয়েফা সুপার কাপেও এমনটা হতে পারতো। তবে ম্যাচে একচেটিয়া খেলেছে ম্যানসিটি। ৭৪ ভাগ বলের দখল ছিলো তাদের কাছে। সেভিয়ার মাত্র ২৬ ভাগ। সেভিয়ার গোলমুখে একের পর এক শট নিয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সব মিলিয়ে ২৩টি। অন্যদিকে সেভিয়া শট নেয় ৮টি। কিন্তু দুই দলই কাজে লাগাতে পেরেছে মাত্র ১টি করে শট। ম্যানসিটি আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমে পিছিয়ে পড়ে তারই। ম্যাচের ২৫ মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন মরক্কান ফুটবলার ইউসুফ আন নেসিরি। দুর্দান্ত এক হেডে গোলটি করেন তিনি (১-০)। প্রথমার্ধের বাকি সময় শত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ম্যানসিটি। তবে ম্যাচের ৬৩ মিনিটে গোল পরিশোধ করে তারা। এসময় ২১ বছর বছর বয়সী কোল পালমার দুর্দান্ত এক হেডে সেভিয়ার জালে বল জড়িয়ে দেন (১-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় হয় ম্যানসিটিরই। টাইব্রেকারে ম্যানসিটির হয়ে পাঁচটি শট নেন আরলিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাসিস, জ্যাক গ্রিলিশ এবং কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে প্রথম চার শটেই গোল করেন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিটিক, গঞ্জালো মন্টিয়েল। শেষ শটটি মিস করেন নেমানজা। আর এতেই ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় ইংলিশ ক্লাবটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে মৌসুমের শুরুতেই অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপ। এক ম্যাচের এই টুর্নামেন্টের শিরোপা জিতে ট্রেবল জয়ের পর ম্যানসিটির মুকুটে যোগ হলো চতুর্থ শিরোপা। বাকি থাকলো কেবল ক্লাব বিশ্বকাপ ট্রফি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যেমন এবারই প্রথম জয় করেছে সিটিজেনরা, তেমনই তারা প্রথমবার জয় করলো তারা উয়েফা সুপার কাপও। ২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব গ্রহণের পর থেকে এ নিয়ে ১৫তম শিরোপা জিতলেন কোচ পেপ গার্দিওলা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত