ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

এশিয়ান গেমসে অনিশ্চিত জামাল-ইব্রাহিমরা!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ আগস্ট ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে সোল দা মায়োর হয়ে খেলতে যাচ্ছেন। আর এ জন্যই তিনি বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন। অন্যদিকে মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ দেশে থাকলেও আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসের দলে যুক্ত হতে পারছেন না। কারণ তারা বসুন্ধরা কিংসের পক্ষে এএফসি কাপের জন্য নিবন্ধিত। ফলে এশিয়ান গেমস ফুটবলে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে হ্যাংজু যাওয়া হচ্ছেনা তাদের।

এবারের এশিয়ান গেমসকে সামনে রেখে গত মাসে ২২ সদস্যের স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই স্কোয়াডে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডের কোনো খেলোয়াড়ই। মূলত আগামী মাসে চীনের হ্যাংজু শহরে এশিয়ান গেমস চলাকালে এএফসি কাপের খেলা থাকায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী তাদের খেলোয়াড় ছাড়েনি। ফলে এ দুই ক্লাবের খেলোয়াড়দের বাদ দিয়েই এশিয়ান গেমসের জন্য দল চূড়ান্ত করতে হয়েছে বাফুফেকে। সেই স্কোয়াডেরই চারজনকে নিয়ে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ জন সিনিয়র খেলোয়াড় খেলতে পারেন। সে হিসেবে অধিনায়ক জামাল ভূঁইয়াকে সিনিয়র কোটায় দলে নিবন্ধন করিয়েছিল বাফুফে। কিন্তু জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে খেলার জন্য ইতোমধ্যে আর্জেন্টাইন ক্লাবসোল দা মায়োর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সেপ্টেম্বরে এশিয়ান গেমস চলার সময় সোল দা মায়োর একাধিক ম্যাচ রয়েছে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এশিয়ান গেমসের সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীই যেখানে নিজেদের খেলোয়াড় ছাড়েনি সেখানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর জন্যও জামালকে না ছাড়ার সম্ভাবনাই বেশি। তাই তার এখন বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলা এখন অনেকটাই অনিশ্চিত। জামালের সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইব্রাহিম, রাকিব ও শ্রাবণকে নিয়েও। তারা সদ্য সমাপ্ত ঘরোয়া মৌসুমে অন্য ক্লাবে থাকলেও নতুন মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দিয়ে এএফসি কাপের জন্য নিবন্ধিত হয়েছেন। জামালসহ কিংসের এই তিন ফুটবলারকে না পেলে বাংলাদেশের এশিয়ান গেমসের স্কোয়াড দাঁড়াবে ১৮ জনে। সেক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দীর্ঘ তালিকা থেকে খেলোয়াড় অন্তর্ভুক্তির জন্য বাফুফের অনুরোধ করতে হবে।

এশিয়ান গেমস ফুটবলের ইতিহাসে বাংলাদেশ দল সেরা সাফল্য পেয়েছে গত আসরে। সর্বশেষ জাকার্তা এশিয়ান গেমসের ফুটবলে তারা প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে খেলেছিল। এই সাফল্যের নেপথ্যে ছিলেন অধিনায়ক জামাল। তবে এটি ঠিক যে তার পাঁচ বছর আগের ফর্ম ও ফিটনেস বর্তমানে আর নেই। তারপরও বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য তাকে না পাওয়াটা বড় ধাক্কা।

আজ ঘোষণা করা হবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর জন্য বাংলাদেশ জাতীয় দল এবং আগামীকাল থেকে শুরু হবে ক্যাম্প। শুরু থেকে ক্যাম্পে যোগ দিতে পারছেন না জামাল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর জন্য বাফুফের কাছে তিনি ইতোমধ্যে বিমানের টিকিট চেয়েছেন। আগামী দেড় বছর আর্জেন্টিনা লিগে খেললে জামালকে জাতীয় দলের ম্যাচ খেলাতে বিমান টিকিটের পেছনেই বাফুফের ব্যয় হবে ৩০ লাখেরও বেশি টাকা।

আর্জেন্টিনার সোল দা মায়োর সঙ্গে জামালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়েছে গতকাল রাতে। তবে বিভিন্ন সূত্রের খবর, কাল কেবলই ছিল আনুষ্ঠানিকতা। মাস ছয়েক আগেই বাংলাদেশে বসে সোল দা মায়োর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন জামাল। যদিও নতুন মৌসুমের জন্য জামালের পুরনো ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তার সঙ্গে চুক্তি করেছে। মৌখিক সম্মতি ও ক্লাবের প্যাডে চুক্তির পরও অন্য ক্লাবে নিবন্ধিত হওয়া নৈতিকতা বহির্ভূত। তবে বাফুফের লিগ নিবন্ধন ফরমে স্বাক্ষর না থাকায় আর্জেন্টিনা লিগে খেলতে আইনত বাঁধা নেই জামাল ভূঁইয়ার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল