ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই নতুন মুখ

তবুও জামালের আশায় ক্যাবরেরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৯ আগস্ট ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিফা আন্তর্জাতিক এ দুই প্রীতি ম্যাচ। ম্যাচ দু’টিকে সমানে রেখে গতকাল বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডের নাম ঘোষণা করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যেখানে রয়েছে নতুন দুই মুখ। এরা হলেন- আজমপুর ফুটবল ক্লাব উত্তরার ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দিপক রায়। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে আজ থেকেই হোটেল রিজেন্সিতে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক দলে ৩২ জনকে ডাকলেও ক্যাম্পের শুরু থেকে সবাইকে পাচ্ছেন না কোচ ক্যাবরেরা। ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলোয়াড় যারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা ক্যাম্পে যোগ দেবেন আগামী শুক্রবার। আর এএফসি কাপের প্লে-অফে ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলার পর ঢাকা আবাহনী লিমিটেডের ফুটবলাররা ২৭ আগস্ট উঠবেন জাতীয় দলের ক্যাম্পে। এর আগের দিন ঢাকায় আসবে আফগানিস্তান ফুটবল দল। এদিকে আনতর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষা ফুরাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হচ্ছে নতুন এই ভেন্যুর। কাল দল ঘোষণার পর বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দু’টি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আর অতিথি দলটি ঢাকায় আসবে ২৬ আগস্ট। তারাও ক্যাম্প করবে ঢাকায়।’

জাতীয় দলের ক্যাম্পে আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন ফুটবলার রয়েছেন। এশিয়ান গেমসেও বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকবেন ক্যাবরেরা। তাই তিনি জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের সমন্বয় করেই অনুশীলন চালাবেন।

অধিনায়ক জামাল ভূূঁইয়া ইতোমধ্যে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে যোগ দিয়েছেন। তবে কোচ ক্যাবরেরা আশা করছেন, ম্যাচের এক সপ্তাহ আগে জামালকে অনুশীলনে পাবেন তিনি। কারণ, ক্যাম্পে জামালের যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি নির্ভর করছে তার নতুন ক্লাব কবে তাকে ছাড়ে তার ওপর। সামনে জাতীয় ফুটবল দলের ব্যস্ত সূচি। প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ও এশিয়ান গেমস রয়েছে। তাই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মনে করছেন, সেপ্টেম্বরের ফিফা উইন্ডো এবং সামনের ব্যস্ত সূচিতে বাংলাদেশের ফুটবলে অনেক চ্যালেঞ্জ আছে। তিনি বলেন,‘সামনের ব্যস্ত সূচিতে শুরুতেই আমাদের প্রতিপক্ষ আফগানিস্তান, এরপর এশিয়ান গেমস। তারপর রয়েছে মালদ্বীপের বিপক্ষে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইয়ের খেলা। আগামীকাল (আজ) থেকে এই খেলোয়াড়দের নিয়ে দলের প্রস্তুতি শুরু করবো। এশিয়ান গেমস দলের কিছু খেলোয়াড়ও এখানে আছে, এখন সামনের দিকে তাকিয়ে আছি। সাফে যে পারফরম্যান্স করেছি, সেটা ধরে রাখতে হবে আমাদের।’ নতুনদের নিয়ে ক্যাবরেরা বলেন,‘দিপক ও নিপু একেবারেই নতুন মুখ। আতিক, পাপ্পু, সাঈদ আগেও ক্যাম্পে ছিল। নতুন দুইজন খুবই প্রাণবন্ত। আমাদের পরিকল্পনার সাথে যায় তারা।’ তিনি যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য মালদ্বীপ। নিশ্চিতভাবেই আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জেতা। সাফে যে পারফর্ম করছি, তার নিচের মানের হলে চলবে না, তার চেয়ে ভালো করতে হবে। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিতে কোয়ালিফাই করা।’

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, মিতুল মারমা, পাপ্পু হোসেন। রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান। মধ্যমাঠ : সোহেল রানা-১, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা-২, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া। আক্রমণভাগ : রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।