রোনালদোর চেয়েও দামি হচ্ছেন সালাহ!
২৫ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
গত জানুয়ারিতে লোভনীয় বেতন-ভাতায় সউদী প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় এখন তিনি। তবে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে তারচেয়ে আরও বেশি বেতনে দলে নেওয়ার প্রস্তাব তৈরি করছে সউদীর আরেক ক্লাব আল-ইত্তিহাদ!
লিভারপুলে সালাহরই একসময়ের সতীর্থ ফাবিনিও গত মাসে ৪ কোটি পাউন্ডে আল ইত্তিহাদে যোগ দেন। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সালাহর বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত আল ইত্তিহাদ। সংবাদমাধ্যম গোল ডট কমের সংবাদকর্মী বেন জ্যাকবসের একটি টুইটের বরাত দিয়ে জানিয়েছে, আল ইত্তিহাদের পক্ষ থেকে সালাহকে বলা হয়েছে সউদী আরবে তিনি রোনালদোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সউদী ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। বেন জ্যাকবস এর আগে জানিয়েছেন, বোনাস বাদে শুধু বেতন হিসেবে সালাহকে ৭ কোটি ৫৭ লাখ ইউরো দিতে চেয়েছে আল ইত্তিহাদ। এর সঙ্গে থাকবে আয়ের বিভিন্ন খাত, যা বেতনের চেয়েও অনেক বেশি। যদিও বর্তমানে লিভারপুলের সর্বোচ্চ বেতনধারী সালাহ। কিন্তু সেখানে সপ্তাহে পান কেবল চার লাখ পাউন্ড।
এদিকে বৃটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সউদীর ক্লাবটিতে যোগ দিলে সালাহ এবং তার পরিবারের জন্য আরও অনেক বাড়তি সুবিধা দিবে আল-ইত্তিহাদ। ব্যক্তিগত জেট কিংবা বিমানের সীমাহীন টিকিট দেওয়া হবে। সউদী আরবে পর্যটন ও বিনিয়োগের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে একটি দলের শেয়ার দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মেজর সকার লিগে এবার এমন প্রস্তাবেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি।
গত বছরই অ্যানফিল্ডে তিন বছরের চুক্তি করেছিলেন সালাহ। কিন্তু সাম্প্রতিক সময়ে কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তার তিক্ততার গুঞ্জন রয়েছে। এমনকি সউদীর এই প্রস্তাবে সালাহ রাজী বলেও জানিয়েছে বিইন স্পোর্টস। তবে বৃটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, যতো বড় প্রস্তাবই দেওয়া হোক না কেন, সালাহকে ধরে রাখতে অনড় লিভারপুল। যদিও এখনও লিভারপুলকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি সউদী আরবের ক্লাবটি।
এদিকে ইউরোপিয়ান ফুটবলে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো আগামী ১ সেপ্টেম্বর শেষ হয়ে গেলেও সউদীতে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ সালাহকে পেতে লম্বা সময়ই পেতে যাচ্ছে আল-ইত্তিহাদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের