তদন্ত প্রতিবেদন জমার এক মাস পরও নেই সিদ্ধান্ত!
২৮ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম
আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার কারণে গত ১৪ এপ্রিল ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। তখন বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে ৫১ পাতার প্রতিবেদনও প্রকাশ করেছিল ফিফা। যার আলোকে একটি তদন্ত কমিটি গঠন করে বাফুফে। সোহাগ কাÐে গঠিত এই তদন্ত কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশসহ গত ৩০ জুলাই তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমার প্রায় এক মাস পাড় হতে চললো, অথচ এখনও নেই কোনো সিদ্ধান্ত! আর সিদ্ধান্ত আসবে কিভাবে? তদন্ত প্রতিবেদন জমার পড়ার পর থেকে এখনো পর্যন্ত বাফুফের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। তদন্ত কমিটির আহŸায়ক ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ তদন্ত প্রতিবেদন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে জমা দেওয়ার সময় বলা হয়েছিল,এই প্রতিবেদন নির্বাহী সভায় আলোচনা-পর্যালোচনার পরই সিদ্ধান্ত আসবে। কিন্তু গত প্রায় এক মাসে বাফুফের নির্বাহী সভা না হওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর থেকে নির্বাহী সভা না হওয়ায় হতবাক বাফুফের অনেক কর্মকর্তাই। বিষয়টি নিয়ে দ্রæততম সময়ের মধ্যে সভা হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা।
সাধারণত বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের অনেকে উপস্থিত থাকতে পারেন এমন দিন বিবেচনা করেই নির্বাহী সভা ডাকেন সভাপতি। সভাপতির সঙ্গে আলোচনার পর সাধারণ সম্পাদক সভার আলোচ্যসূচি চূড়ান্ত করে চিঠি ইস্যু করেন। বাফুফের একাংশের মতে, ফিফার প্রতিবেদনে ফেডারেশনের কয়েকজন কর্মচারীর নাম থাকাদের মধ্যে অন্যতম দুই জন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজান বাফুফে থেকে বিচ্ছিন্ন থাকায় সভার গুরুত্ব কমেছে। যে কারণে সভাও ডাকা হচ্ছে না।
চলতি মাসে তেমন কর্মব্যস্ততা ছিল না বাফুফের। কয়েক দিনের প্রস্তুতিতে এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিলাম আয়োজন করেছে বাফুফে। অথচ একটি নির্বাহী সভার উদ্যোগ বাফুফে কর্মকর্তাদের নেই। কেন নেই, তা জানেন না কেউ। আগামী মাসে ব্যস্ত সময় পার করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো ছাড়াও এশিয়ান গেমস ফুটবল ও বয়সভিত্তিক দলের নানা টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের সামনে। এসব আসরে অংশ নেয়া প্রায় প্রতিটি দলের সঙ্গেই জড়িত বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা। এত ব্যস্ততার মধ্যে আগামী মাসে নির্বাহী কমিটি সভা করা কতটুকু সম্ভব তা সময়ই বলে দেবে।
গত ১৪ এপ্রিল আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করার দুই দিন পরে জরুরি নির্বাহী সভায় বসেছিলেন বাফুফের কর্তারা। সোহাগ কাÐের বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওই সভায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের এক সপ্তাহ পরেই দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন। ১৭ এপ্রিলের সভায় এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের দিনক্ষণ থাকলেও ২ মে নির্বাহী সভায় সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটির প্রথম সভা থেকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার। তদন্ত কমিটি তাদের প্রথম সভা করে গত ৭ মে। প্রথম সভার পর থেকে ৩০ কর্ম দিবস শেষ হওয়ার আগেই তদন্ত কমিটি আরো ১৫ কর্মদিবস বৃদ্ধির জন্য বাফুফের কাছে আবেদন করে। ১৭ জুলাই পুনরায় সময় বৃদ্ধি করে ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিনক্ষণ পুনঃনির্ধারণ করা হয়। বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটির সব সভায় অনুপস্থিত ছিলেন এবং প্রতিবেদনেও স্বাক্ষর করেননি। ফলে তিনি ছাড়া তদন্ত কমিটির সাত জন সদস্যের স্বাক্ষরে অবশেষে ৩০ জলাই প্রতিবেদন জমা পড়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। এই তারিখ থেকে গতকাল পর্যন্ত চার সপ্তাহ পেরিয়ে গেলেও বাফুফের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। ফলে তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে সিদ্ধান্তও হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে