টানা ৯ ম্যাচ পর থামল মেসির মায়ামি
৩১ আগস্ট ২০২৩, ০৯:১৪ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ০৯:২৮ এএম
ইন্টার মায়ামির সঙ্গে যুগলবন্দি হওয়ার পর প্রথমবারের মতো জয়ের স্বাদ পাওয়া হলো না লিওনেল মেসির। টানা ৯ ম্যাচ জয় পাওয়া মায়ামিকে আটকে দিয়ে লিগে একটি মূল্যবান পয়েন্ট আদায় করে নিয়েছে ন্যাশভিল এসসি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দুই দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলারকে এই প্রথম মায়ামির ম্যাচে কোনো প্রভাব ফেলতে দেয়নি ন্যাশভিল।
প্রথম দল হিসেবে গত সপ্তাহে ইউ এস ওপেন সেমিফাইনালে মেসিকে গোল করতে দেয়নি এফসি সিনসিনাটি। তবে নির্ধারিত সময়ে ৩-৩ ড্র ম্যাচে দলের দুটি গোলে সহায়তা ছিল মেসির। পরে টাইব্রেকারের জয়ে ফাইনালে ওঠে মেসির দল। সব মিলিয়ে মায়ামির ৯ ম্যাচে আর্জেন্টাইন জাদুকরের গোল ১১টি।
মেসির হাত ধরে কিছুদিন আগে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে হারিয়েই প্রথমবারের মতো কোনো শিরোপা জেতে মায়ামি। সেই ম্যাচেও গোল করেছিলেন মেসি। হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
অবশ্য ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এদিন মায়ামির জন্য রাতটা ছিল উৎসবের। ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে ঘরের দর্শকদের সঙ্গে লিগস কাপ জয় উদযাপন করে দলটি। প্রথমবার নিজেদের দর্শকদের সামেন ট্রফি উঁচু করে সারা মাঠ প্রদক্ষিণ করেন মেসি।
বল দখলে এদিন একক আধিপত্য করেছে মায়ামি। ম্যাচের ৭০ শতাংশ সময় বলের দখল ছিল তাদের। গোলের উদ্দেশে নেয় ১৩টি শট, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে সাতটি শটে দুটি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিল।
আক্রমণে মেসিদের সুবিধা করতে দেয়নি সফরকারীরা। অবশ্য বেশ কয়েকটি হাফ সুযোহ পায় মায়ামি। দ্বিতীয়ার্ধে মেসির দূর থেকে বাড়ানো পাস ডি বক্সে ঠিকমত নিয়ন্ত্রণে নিয়ে শট নিতে পারেননি টেইলর। ন্যাশভিলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচে ন্যাশভিলের খেলোয়াড়দের শরীরি ভাষা ছিল আক্রমণাত্মক। বিরতির সময় বুট খুলে ছুড়ে ফেলেন জর্দি আলবা। রাগ প্রকাশ করায় হলুদ কার্ড দেখেন সের্হিও বুসকেতস। মেসির জার্সি ধরে টানাটানি করেন ন্যাশভিলের জ্যাক মাহের। কিন্তু ধৈর্য হারাননি মেসি।
অবশ্য গত কয়েক দিনের টানা ফুটবল ধকল সামলে এমন একটা ম্যাচ মায়ামির কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে তাদের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে