জামালকে পেয়ে উজ্জীবিত সতীর্থরা
৩১ আগস্ট ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দ্য মায়োর হয়ে প্রথম ম্যাচ খেলে গতপরশু সকালে দেশে ফিরেই রাতে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগের দিন বাংলাদেশ দলের মাঠের অনুশীলন ছিলনা বলেই ভ্রমণক্লান্তি দূর করতে বিশ্রামেই ছিলেন ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার। তবে যথারীতি গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে যোগ দেন জামাল। অনুশীলনে তাকে পেয়ে উজ্জীবিত ছিলেন সর্তীর্থরা। এ তথ্য জানান জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, ‘অনুীলনে জামালকে পেয়ে সবাই বেশ খুশি হয়েছে। সর্তীথরা তার কাছে আর্জেন্টিনায় কাটানো দিনগুলো সম্পর্কে জানতে চেয়েছে। জামালও সবাইকে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে।’
মাঠের অনুশীলন শেষে আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আর্জেন্টিনায় ভালো সময়ই কেটেছে। নতুন অভিজ্ঞতা হয়েছে। যেমনটি আশা করেছিলাম তার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ওখানকার ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে সবাই বেশ ইতিবাচক। সবাই মাঠে কিংবা মাঠের বাইরে আমাকে নানানভাবে সহযোগিতা করেছে। আসলে এতটা আমি আশা করিনি।’ তিনি যোগ করেন, ‘অবাক করা একটা ঘটনা হলো আর্জেন্টিনার বিমানবন্দর থেকে শুরু করে মাঠের খেলাতে আমাদের দেশের প্রবাসীরা দারুণভাবে আমাকে সাহায্য করেছেন। যা আগে আমি ভাবতেই পারেনি। এমনকি তারা আমার ফ্ল্যাটে রান্না করা খাবারও পাঠিয়েছে। তাদের এমন উষ্ণ অভ্যর্থনায় মনে হয়েছে আমি বাংলাদেশেই আছি!’
সোল দ্য মায়োর হয়ে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে জামাল ভুঁইয়া বলেন, ‘নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গোল পেলাম। আমার গোলে দলও জিতলো। তবে ওখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। শারীরিক শক্তি প্রয়োগ করে খেলে থাকে সবাই। সুযোগ পেলেই মারামারি করে। এমন পরিবেশে আমি আগে কখনো খেলিনি। তবে আমাকে চ্যালেঞ্জ তো নিতে হবে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। সব বুঝে শুনেই তো ওখানে নাম লিখিয়েছি। আন্দ্রেস ক্রুসিয়ানি (জাতীয় দলের সাবেক কোচ) আগেই আমাকে পরিস্থিতি সম্পর্কে বলেছিল। আর একজন খেলোয়াড় হিসেবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াই বড় বিষয়। যা আমি চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘সোল দ্য মায়ো কর্তৃপক্ষ আমাকে পেয়ে খুব খুশি হয়েছে। তারা আমাকে বেশ সহযোগিতা করছে। প্রথম ম্যাচে অধিনায়ক করে আমাকে সম্মানীত করেছে। লাল-সবুজের আদলে জার্সি পরে সোল দ্য মায়োর হয়ে প্রথম ম্যাচ খেলেছি। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে দেখা করেছি। যেখানে সোল দ্য মায়োর সভাপতি বড় ভূমিকা রেখেছেন। আসলে বাংলাদেশ ও লাল-সবুজের ফুটবলকে আর্জেন্টাইনরা এখন অন্যরকম সম্মানের চোখে দেখে।’ বাংলাদেশ দলের অধিনায়ক জানান, আর্জেন্টিনায় এখন বেশ ঠান্ডা। রাতে মাইনাস হয়ে যায় তাপমাত্রা। গত ১০ বছরে তিনি এমন আবহাওয়াতে খেলেননি। তিনি বলেন, ‘সেখানে ভাষাগত সমস্যা একটু সমস্যা হলেও আমার জন্য দোভাষী আছে। যেহেতু ক্লাব সভাপতি থেকে শুরু করে কোচসহ সবাই স্প্যানিশ ভাষায় কথা বলেন, তাই আমি অল্প সল্প স্প্যানিশ শেখার চেষ্টা করছি। আর্জেন্টিনায় গিয়ে সবার সঙ্গে পরিচিত হওয়ার পর অনুশীলন করেছি। পরে তো ম্যাচ খেললাম। তবে কিছুটা অবসর সময়ে ঘুরেছি। দেশটা ভালোই লাগছে আমার কাছে।’ ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান সম্পর্কে জামালের মতামত, ‘আফগানিস্তান অনেক শক্তিধর দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে খেলে। আমাদের থেকে তারা শক্তিধর বলে আমি মনে করি। কিন্তু এটা আমাদের হোম গ্রাউন্ড। যেটা আমাদের এ্যডভান্টেজ। আমাদের সাফে যে স্পিরিট ছিল সেটা ধরে রাখতে হবে। আজকে আমি অনেকদিন পর যোগ দিয়েছি। এটা ভালো লেগেছে। আবহাওয়া অনেক ভালো। গরম আছে এখানে, আমি খুবই খুশি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা