জয় পেতেই মাঠে নামবে দু’দল
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়। যার প্রথমটি রোববার মাঠে গড়াবে। কিংস অ্যারেনায় বিকাল ৫টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম প্রীতি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে শনিবার ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। এছাড়া সর্বশেষ ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা দল থেকে বাদ পড়েছেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। আর তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবেন বলে তাকে দলে রাখেননি কোচ ক্যাবরেরা। তবে জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক রিমন হোসেন ও রাইটব্যাক সাদউদ্দিন এবং ফরোয়ার্ড মতিন মিয়া। এই তিনজনই সর্বশেষ সাফ চ্যাম্পিয়রনশিপের দলে ছিলেন না চোটের কারণে। মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।
এদিকে প্রথম প্রীতি ম্যাচ উপলক্ষ্যে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও আফগানিস্তান দু’দলই জানায় তারা ম্যাচ জিততেই মাঠে নামবে। রোববার যখন ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ শুরু হবে, ঠিক তখনই পাকিস্তানের লাহোরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের মাহা গুরুত্বপূর্ণ মাচে টাইগাররা খেলবে আফগানদের বিপক্ষে। তাই তো বাংলাদেশ ও আফগানিস্তান ফুটবল দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ প্রসঙ্গও। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলের জন্য শুভকামনা। আশা করি তারা জিতবে। একই সাথে আশা করি, যারা ক্রীড়াপ্রেমী আছেন, তারা আমাদের ফুটবল ম্যাচও দেখবেন।’ একই দিনে ফুটবল ও ক্রিকেটে লাল-সবুজরা জিতলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ এক খবর হবে। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘যদি দুই ম্যাচেই বাংলাদেশ জিতে, তাহলে আমাদের দেশের জন্য ভালো একটা দিন হবে। তখন মানুষ মনে রাখবে ক্রিকেট দল জিতেছে, ফুটবল দলও জিতেছে। কিন্তু দিন শেষে ব্যাপারগুলো জয়ের সঙ্গে সম্পর্কিত। আমি আশা করি, দুই জায়গাতেই বাংলাদেশ জিতবে।’
দুই ফিফা প্রীতি মাচের প্রথমটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়া, ‘ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে পারফরম্যান্স করেছি, প্রীতি ম্যাচেও সেই ধারা ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল (রোববার) আমরা ভালো একটা ম্যাচ খেলব এবং আমরাই জিতব।’
ম্যাচে জেতার আশা করলেও প্রতিপক্ষ আফগানিস্তানকে যথেষ্ট সমীহ করেছেন জামাল। তার কথায়,‘আফগানিস্তানের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে ফুটবল খেলে থাকে। কিছু খেলোয়াড় খেলে ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আমাদের ঘরোয়া লিগেও আফগানিস্তানের ফুটবল খেলে। আমি মনে করি তাদের দলটা বেশ শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো। আমাদের পরের ম্যাচ যেহেতু মালদ্বীপের বিপক্ষে, সেহেতু তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন আমাদের।’
অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করছেন আফগানিস্তানের অন্যতম ফুটবলার মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন,‘বাংলাদেশ শক্তিশালী দল। ওরা আমাদের জন্য ভালো প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দু’টির দিকে তাকিয়ে আছি আমরা। ভবিষ্যতের জন্য আমরা নতুন একটা দল গড়ছি, সবকিছু ঠিকঠাক চলছে। আগামীকালের (রোববারের) ম্যাচটি আমাদের জন্য ভালো একটা পরীক্ষা। একটা দল হিসেবে আমরা কোথায় আছি, সেটা দেখার সুযোগ এই ম্যাচে। আশা করি, ভালো একটা ফল করতে পারবো আমরা। অবশ্যই জয় পেতে মাঠে নামবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা