জিততেই মাঠে নামবে দু’দল
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়। যার প্রথমটি আজ মাঠে গড়াবে। কিংস অ্যারেনায় বিকাল ৫টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম প্রীতি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে গতকাল ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। এছাড়া সর্বশেষ ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা দল থেকে বাদ পড়েছেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। আর তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবেন বলে তাকে দলে রাখেননি কোচ ক্যাবরেরা। তবে জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক রিমন হোসেন ও রাইটব্যাক সাদউদ্দিন এবং ফরোয়ার্ড মতিন মিয়া। এই তিনজনই সর্বশেষ সাফ চ্যাম্পিয়রনশিপের দলে ছিলেন না চোটের কারণে। মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।
এদিকে প্রথম প্রীতি ম্যাচ উপলক্ষ্যে কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও আফগানিস্তান দু’দলই জানায় তারা ম্যাচ জিততেই মাঠে নামবে। আজ যখন ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ শুরু হবে, ঠিক তখনই পাকিস্তানের লাহোরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের মাহা গুরুত্বপূর্ণ মাচে টাইগাররা খেলবে আফগানদের বিপক্ষে। তাই তো বাংলাদেশ ও আফগানিস্তান ফুটবল দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ প্রসঙ্গও। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলের জন্য শুভকামনা। আশা করি তারা জিতবে। একই সাথে আশা করি, যারা ক্রীড়াপ্রেমী আছেন, তারা আমাদের ফুটবল ম্যাচও দেখবেন।’ একই দিনে ফুটবল ও ক্রিকেটে লাল-সবুজরা জিতলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ এক খবর হবে। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘যদি দুই ম্যাচেই বাংলাদেশ জিতে, তাহলে আমাদের দেশের জন্য ভালো একটা দিন হবে। তখন মানুষ মনে রাখবে ক্রিকেট দল জিতেছে, ফুটবল দলও জিতেছে। কিন্তু দিন শেষে ব্যাপারগুলো জয়ের সঙ্গে সম্পর্কিত। আমি আশা করি, দুই জায়গাতেই বাংলাদেশ জিতবে।’
দুই ফিফা প্রীতি মাচের প্রথমটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়া, ‘ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে পারফরম্যান্স করেছি, প্রীতি ম্যাচেও সেই ধারা ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল (আজ) আমরা ভালো একটা ম্যাচ খেলব এবং আমরাই জিতব।’
ম্যাচে জেতার আশা করলেও প্রতিপক্ষ আফগানিস্তানকে যথেষ্ট সমীহ করেছেন জামাল। তার কথায়,‘আফগানিস্তানের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে ফুটবল খেলে থাকে। কিছু খেলোয়াড় খেলে ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আমাদের ঘরোয়া লিগেও আফগানিস্তানের ফুটবল খেলে। আমি মনে করি তাদের দলটা বেশ শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো। আমাদের পরের ম্যাচ যেহেতু মালদ্বীপের বিপক্ষে, সেহেতু তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন আমাদের।’
অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করছেন আফগানিস্তানের অন্যতম ফুটবলার মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন,‘বাংলাদেশ শক্তিশালী দল। ওরা আমাদের জন্য ভালো প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দু’টির দিকে তাকিয়ে আছি আমরা। ভবিষ্যতের জন্য আমরা নতুন একটা দল গড়ছি, সবকিছু ঠিকঠাক চলছে। আগামীকালের (আজকের) ম্যাচটি আমাদের জন্য ভালো একটা পরীক্ষা। একটা দল হিসেবে আমরা কোথায় আছি, সেটা দেখার সুযোগ এই ম্যাচে। আশা করি, ভালো একটা ফল করতে পারবো আমরা। অবশ্যই জয় পেতে মাঠে নামবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা