প্রিমিয়ার লীগে সিটি-ইউনাইটেড-লিভারপুলের হতাশার রাতে আর্সেনালের জয়
০১ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ এএম
এমন তিক্ত শনিবার প্রিমিয়ার লিগ ভক্তরা শেষ কবে দেখেছে কে জানে! শনি-রবিবার প্রিমিয়ার লীগের ম্যাচ ডে হিসেবে পরিচিত।লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ভক্তরা দুনিয়া জুড়ে রাতজেগে টেলেভিশন সেটের সামনে চোখ রাখেন তাদের প্রিয় দলের জয় দেখার জন্য।
তবে বেশির ভাগ বড় দলের ফ্যানরাই এ দিন রাতে হতাশ হয়েই ঘুমোতে গিয়েছেন।বড় দগুলোর বেশিরভাগই কেউই যেই এই তিক্ত শনিবারে জয় পায়নি, ব্যাতিক্রম শুধু আর্সেনাল।
উলভস ২ :১ ম্যানচেস্টার সিটি
তবে এর মধ্যে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত ছিল ম্যানচেস্টার সিটির হার। প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করা পেপ গার্দিওলার গতকালের আগ পর্যন্ত ছিল প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য।জিতেছিল সাত ম্যাচের সবকটিতে। উড়তে থাকার সিটিই যেন শেষমেষ মাটিতে নামলো।গত বুধবার কারাবাও কাপে তৃতীয় রাউন্ডে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম হারের স্বাদ পায় সিটি।সেই হারের পরে ম্যাচেই ফের হোচট খেল গতবারের ট্রেবলজয়ীরা।
প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচটি আধিপত্য দেখিয়েও ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়েন হল্যান্ড-ফোডেনরা।এদিন আত্মঘাতী গোল হজম করে শুরুতেই পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল।কাঠগড়ায় রুবিন দিয়াজ।বক্সের বাইরে উলভস তারকা নেতোর ক্রস দিয়েছিলেন বক্সে।দিয়াজ সেটিকে ঠেকাতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালে।
ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে সিটিকে ৫৮ মিনিটে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। কিন্তু ৮ মিনিট পরই আবার উলভসকে এগিয়ে দেন হোয়াং হি-চান। শেষ আধাঘন্টা মরিয়া আক্রমণ করেও সেই গোল আর শোধ করতে পারেনি সিটি।
ম্যানচেস্টার ইউনাইটেড ০ : ১ ক্রিস্টাল প্যালেস
বিবর্ণ এক মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেডের সুযোগ ছিল ঘরের মাঠে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। তবে হলো উল্টো।ঘরের মাঠেই ক্রিস্টাল প্যালেসের ১-০ ব্যবধানে হেরে যায় রেড ডেভিলসা।ইউনাইটেড নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ২৫ মিনিটে। এজের ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোল করেন ক্রিস্টাল প্যালেসের ইওয়াখিম অ্যান্ডারসন। এ মৌসুমে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের এটাই প্রথম গোল।
প্রিমিয়ার সাত ম্যাচে এটি এরিক টেন হেগের দলের চতুর্থ হার। মাত্র ৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অবস্থান ১০ নম্বরে।
লিভারপুল ১: ২ টটেনহ্যাম
লিভারপুল অবশ্য বাকি দুই দল থেকে হারে বেশি কষ্ট পাওয়ার কথা।টটেনহ্যামের মাঠ থেকে পেতে পেতেও এক পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি অলরেডসরা।ম্যানচেস্টার সিটির মতো তাদেরকেও ভুগিয়েছে আত্মঘাতী গোল।৬৯ মিনিটে ১০ জনে দলে পরিণত হওয়া লিভারপুল ম্যাচের ৯৫ মিনিট পর্যন্ত ১-১ সমতা ধরে রেখেছিল।তবে শেষ রক্ষা হয়নি. ম্যাচের ৯৬ মিনিটে পেদ্রো পোরোর ক্রস প্রতিহত করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেম জোয়েল মাতিপ। শেষ বাঁশির ক্ষণিক আগে মাতিপের ওই আত্মঘাতী গোলেই ২–১ ব্যবধানে হেরে যায় লিভারপুল।
ম্যাচের বাকি দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৬ মিনিটে টটেনহাম এগিয়ে যান সন হিউং-মিনের গোলে। তবে বিরতির আগে সেই গোল শোধ করেন গাকপো। এই হারে ক্লপের দল পয়েন্ট তালিকার চার নম্বরে নেমে গেছে তো বটেই, টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার ধারায়ও ছেদ পড়েছে।
আর্সেনাল ৪:০ বোর্নমাউথ
বড় দলগুলোর হতাশার রাতে শুধু ব্যতিক্রম ছিল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে গানার্সরা।বোর্নমাউথের মাঠে ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গোল করেন বুকায়ো সাকা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মার্টিন ওডেগার্ড।
৫৩ মিনিটে কাই হাভার্টজ এবং যোগ করা তিন মিনিটে বেঞ্জামিন হোয়াইট গোল করলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। আর ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।এই জয়ে১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
কালীগঞ্জে শহীদ এন্ড সন্সের বনভোজন যেন খেটে খাওয়া শ্রমিকদের মিলনমেলা
বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতির কম্বল বিতরণ
পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন
রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : বাণিজ্য উপদেষ্টা
‘তারুণ্যের উৎসব’ জাতিকে ঐক্যবদ্ধ করার একটি ভালো উদ্যোগ
জাজিরা থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনের তাপে ঝলসে মারা গেল
মেয়ার্স ঝড়ে রংপুরকে বড় লক্ষ্য দিল বরিশাল
হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন
শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
‘বরবাদ’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব