মেসির ফেরার ম্যাচে হেরে প্লেঅফের আশা শেষ মায়ামির
০৮ অক্টোবর ২০২৩, ০৯:১১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:১৪ এএম
শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হ্যামিস্ট্রিং চোটে দলের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন লিওনেল মেসি। সমর্থকদের চাপের মুখে বাধ্য হয়ে মাঠে নেমে খেললেন শেষ ৩৫ মিনিট। কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষ দল এফসি সিনসিনাটির বিপক্ষে তা যথেষ্ঠ হলো না। শেষ দিকে গোল খেয়ে মেজর লিগ সকারের প্লেঅফের আশা শেষ হয়ে গেল ইন্টার মায়ামির।
নিজেদের মাঠে বাংলাদেশ সময় সকালে ১-০ গোলে হারে ফ্লোরিডার দলটি। ৭৮তম মিনিটে বিজয়ী দলের হয়ে গোলটি করেন আলভারো বারিয়েল।
মেসির দুটি ফ্রি কিক ঘিরে আশায় ছিল মায়ামি সমর্থকরা। প্রথমটি ম্যাচের ৫৮তম মিনিটে, অন্যটি ম্যাচের যোগ করা সময়ে। এ যাত্রায় আর সফল হননি আর্জেন্টাইন তারকা। দুটিই ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
গত ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে মেসিকে দেখা গেছে আরও মাঝমাঠের দিকে খেলতে। মায়ামির শেষ ছয় ম্যাচে মাত্র ৩৭ মিনিট মাঠে ছিলেন মেসি। শেষ সাত ম্যাচের একটিতে জিতেছে মায়ামি, যে ম্যাচে চোট নিয়ে উঠে গিয়েছিলেন মেসি।
মেসি এবার যোগ দেবেন জাতীয় দলে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ১৮ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে স্বাগতিক পেরুর বিপক্ষে।
ঐ দিনই মায়ামির পরের ম্যাচ। ফলে চার্লোট এফসির বিপক্ষে মেসিকে পাবে না মায়ামি। তিন দিন পর মৌসুমের শেষ ম্যাচে নর্থ ক্যারোলিনার দলটির বিপক্ষে ফিরতে পারেন মেসি। তবে শরীরের ধকলের কথা বিবেচনা করলে মৌসুমে মেসিকে আর গোলাপি জার্সি দেখা নাও যেতে পারে।
ইন্টার মায়ামির হয়ে ১৩ ম্যাচে ১১ গোল করেছেন সেমি। এসময় পাওয়া আট জয়ের সাতটিই লিগস কাপে। অন্যটি ইউ এস ওপেন কাপের সেমিফাইনালে। মেসির হাত ধরেই লিগস কাপ জয়ের মাধ্যমে প্রথম কোনো শিরোপা জেতে মায়ামি।
মেসি ফ্লোরিডার দলটিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া লিগে ছয় ম্যাচের কেবল একটিতে জিতেছে দল। লিগে তাদের বাকি কেবল দুই ম্যাচ। প্লেঅফ থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা। এই দুই ম্যাচ থেকে তাই তাদের পাওয়ার তেমন কিছুই নেই।
এদিন হারের জন্য ভাগ্যকেও দুষতে পারে মায়ামি। বৃষ্টিস্লাত ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রথম ২৪ মিনিটে তাদের তিনটি শট পোস্টে বাধা পায়। দুর্দান্ত সব সেভে দলকে লড়াইয়ে রেখেছিলেন গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও।
মেসি আসলে এই ম্যাচে খেলেছেন অনিচ্ছা সত্ত্বেও। ছিলেন না ম্যাচের আগ মুহূর্তে করা দলীয় অনুশীলনে। জাতীয় সঙ্গিতের ঠিক আগ মুহূর্তে এসে বেঞ্চে বসেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। অনুশীলন করেননি বিরতির সময় দলের বাকি খেলোয়াড়দের সাথেও। তবে মায়ামি সমর্থকদের ‘মেসি’ ‘মেসি’ কলরবে স্থির থাকতে পারেননি। শেষ পর্যন্ত তাই মাঠে নামেন ম্যাচের ৫৫তম মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে। কিন্তু ছন্দ খুজে পাননি রেকর্ড সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।
যুক্তরাষ্ট্রের লিগে প্লে অফে খেলার যে স্বপ্ন নিয়ে মেসি এসেছিলেন, চোটের কারণে তা অধরাই রয়ে গেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
'বিশ্ব মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন আনিকা আলম, প্রার্থনা করেছেন ভোট'
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে আহত-৫
কুষ্টিয়া র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মার্কিন নির্বাচনের ফলাফল গাজা, ইউক্রেন ও সুদান যুদ্ধ প্রভাবিত করবে?
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট
নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার
আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা
ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা
রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন
ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা
পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন
আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড
রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি
পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান
শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি