মেসির কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত নেইমারদের
০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
প্যারিসের আলো ঝলমলে রাতে আরও একবার বিশ্বের সেরা খেলোয়াড়ের খেতাবটা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। ফিফা দ্য বেস্টের পর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’ অর খেতাবটাও নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এটি ছিল তার অষ্টম ব্যালন। ৩৬ বছর বয়সেও মেসি যে কতটাক্ষুরধার, তারই যেন উদাহরণ এবারের এই পুরস্কার। নিজের ক্যারিয়ার দিয়ে বহুবারই প্রতিপক্ষের কোচ বা খেলোয়াড়ের কাছ থেকে সম্মান পেয়েছেন মেসি। তাকে সর্বকালের সেরার খেতাব দিয়েছেন তারই প্রতিপক্ষরা। তবে এবারের সম্মানটা যেন একটু বেশিই। মেসির দেশ আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল। আর সেই ব্রাজিল প্রেসিডেন্টই কিনা মেসি বন্দনায় ব্যস্ত! শুধু তাইই নয়, নিজ দেশের খেলোয়াড়দের বলছেন মেসির কাছ থেকে অনুপ্রেরণা নিতে।
মেসি ব্যালন ডি’অর জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টে এমন মন্তব্য করেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। আর সেটা রাতারাতি আলোচনারও জন্ম দিয়েছে। নিজের অ্যাকাউন্ট থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘মেসিকে অবশ্যই আইডল হিসেবে নেওয়া উচিত ব্রাজিলিয়ানদের। তার বয়স ৩৬ এবং বিশ্ব চ্যাম্পিয়ন, খেলছে যুক্তরাষ্ট্রে এবং ব্যালন ডি’অর জিতছে। তাকে অবশ্যই আইডল হিসেবে নেওয়া উচিত, যারা কিনা ১৭ বছর বয়সে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়ে তারপর আড়াল হয়ে যাচ্ছে, বিদেশে খেলতে যাচ্ছে। ব্রাজিল দীর্ঘদিন ধরে তার মত আইডল বের করে আনতে পারছে না। আমার মনে হয় সর্বশেষ ১৯৭০ ও ২০০২ সালের দলে এমন ফুটবলার ছিল।’ মেসির পাশাপাশি রোনালদোরও প্রশংসা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মেসি তরুণদের জন্য একজন আদর্শ ফুটবলার। মেসির মত খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে খেলতে দেখা অবাক করার, তেমনি রোনালদোকেও সৌদি আরবে খেলতে দেখাটা। যারা এখনো উচ্চ পর্যায়ের ফুটবলটা খেলছে।’
ব্রাজিলের খেলোয়াড়দের আমুদে স্বভাব কারও অজানা নয়। পার্টি কিংবা অন্যান্য উৎসবে প্রায়ই দেখা যায় ব্রাজিলিয়ান তারকাদের। সেদিকেও ইঙ্গিত করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট, ‘কেউ ব্যালন ডি’অর জিততে চাইলে তাদের নিজেকে উৎসর্গ করতে হবে, তাদের আরো পেশাদারিত্ব দেখাতে হবে। পার্টি করার সাথে এটি যায় না, বাইরে রাত নষ্টের সাথেও যায় না।’
লিওনেল মেসি বরাবরই নিজের মাঠের বাইরের সংযত আচরণের জন্য পরিচিত। মাঠের মত মাঠের বাইরেও নিজেকে ধরে রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। দলকে ৩৬ বছর পর এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপা। অন্যদিকে ব্রাজিল আছে অধরা বিশ্বকাপের সন্ধানে। সবশেষ দুই দশক সোনালি ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের। ২০০৭ সালে রিকার্ডো কাকার পর আর কোনবারেই ব্যালন ডি’ অর জিততে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা। প্রেসিডেন্ট লুলার ক্ষোভটা তাই খুব একটা অমূলক না। ব্রাজিলের ফুটবলকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন লুলা। পাশাপাশি অলিম্পিকে অ্যাথলেটদেরও আরো ভালো করার তাগিদ দেন। দরকার হলে সরকারের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নেওয়ারও সুপারিশ করেন দেশটির প্রেসিডেন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের