জামালকে হারিয়ে গ্রুপ সেরা পুলিশ
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচে পুলিশ ১-০ গোলে হারায় ধানমন্ডির ক্লাবটিকে। দুই দলের কোয়ার্টার নিশ্চিত ছিল আগেই। এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ সেরা হয় পুলিশ। জামাল হয়েছে রানার্স আপ। এই গ্রুপের অন্য দল ব্রাদার্স ইউনিয়ন পরপর দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে কাল দু’দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ৩ মিনিটে ফ্রি কিক পায় শেখ জামাল। ব্রাজিলিয়ান হিগরলেটার ফ্রি কিক চলে যায় বারের উপর দিয়ে। ৭ মিনিটে পুলিশের মানাস কারিপপের ফ্রি কিক বক্সে হেডে ক্লিয়ার করেন জামালের এক ডিফেন্ডার। ৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে গার্সিয়ার ক্রসে হেড নিয়েছিলেন পুলিশের মোনায়েম খান রাজু। তবে জামালের রক্ষণের বাধায় গোল আদায় করতে পারেননি। ১২ মিনিটে জামালের ফয়সাল আহমেদ ফাহিম দারুণ একটা পাস বাড়িয়েছিলেন বক্সে। তবে বল রিসিভ করতে পারেননি তার কোন সতীর্থ। ২৫ মিনিটে বল নিয়ে জামালের বক্সে ঢুকে পড়েন কিরমানি। কিন্তু তার থেকে বল ছিনিয়ে নেন ফয়সাল আহমেদ ফাহিম। ২৬ মিনিটে একটি থ্রু থেকে বক্সে জটলার মধ্যে একটি আক্রমণের সুযোগ এসেছিল পুলিশের। বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি কিরণ। বক্সের মাথায় কোনায় দাড়িয়ে থাকা পুলিশের ফুটবলার মানাস কারিপপ দূরপাল্লার জোড়ালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন (১-০)। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে জামালের থ্রু ইন বক্সে ক্লিয়ার করেন জয়ন্ত। ৬২ মিনিটে কিরণের ক্রসে দারুণ একটা সুযোগ এসেছিল জামালের। দৌড়ে এসে বলের দখল নিতে চেয়েছিলেন সাজ্জাদ। কিন্তু বল ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ৬৫ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন জায়েদ। তবে গার্সিয়া দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করে আবারও জামালকে গোলের সুযোগ সৃষ্টি করতে বাধা দেন। এর ঠিক দু’মিনিট পরই আরও একটি সুযোগ এসেছিল জামালের। হিগরলেটার বাড়িয়ে দেয় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সাজ্জাদ। গোলরক্ষককে একাও পেয়ে গিয়েছিলেন। তবে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন। পুলিশের গোলরক্ষক আহসান হাবিব বিপু সামনে এগিয়ে এসেই মূলত জামালের সুযোগটি নষ্ট করেন। ৮৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কোনাকোনি শট অল্পের জন্য জড়ায়নি জালে। অসংখ্য সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত কাংখিত গোলের দেখা পায়নি জামাল। ফলে শেষ পর্যন্ত একমাত্র গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা