সিটির প্রত্যাবর্তনের রাতে পিএসজির ত্রাতা এমবাপে
৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম
শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। গতপরশু রাতে বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে হয়েছে তুমুল লড়াই। তাতে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ৩০ মিনিটে পিছিয়ে যাওয়ার পর পরই দলকে খেলায় ফেরান ক্যানসেলো। বিরতির পর জয়সূচক গোল আসে ফেলিক্সের কাছ থেকে। গত দুই আসর গ্রুপ পর্ব পার হতে না পারা ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাবটি অবশেষে পা রাখল নকআউট রাউন্ডে।
এদিন খেলার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। তাতে তৈরি হচ্ছিল একের পর এক সুযোগ। যদিও সেসব কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন ফেলিক্স, রাফিনিহারা। খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে গোল পেয়ে যায় পোর্তো। তেমেরির শট ডিফেন্ডারের পায়ে লেগে দিল বদলে আসে গালেনোর কাছে। তার শট ঝাঁপিয়ে ঠেকাতে গিয়েপ পুরো পারেননি পেনা। ফাঁকায় পেয়ে পেপে আকুইনো বল জড়িয়ে দেন জালে। দুই মিনিট পরই এই গোল শোধ দিয়ে দেয় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে বল পেয়ে ক্যানসেলো বক্সে ঢুকে জোরালো শটে সমতা আনেন। বিরতির পর এগিয়ে যেতে মরিয়া বার্সেলোনা দেরি করেনি। ৫৭ মিনিটে আরেক পর্তুগিজ তারকা ফেলিক্স এনে দেন জয়সূচক গোল। বক্সের বাইরে থেকে নিজেই সুযোগ বানিয়ে বা দিকে ক্যানসেলোকে পাস দিয়ে ঢুকে যান বক্সে। ফিরতে বল পেয়ে দৃষ্টিনন্দন টোকায় গোল পেয়ে আনন্দে ভাসেন পর্তুগিজ তরুণ।
এদিকে, ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারতে বসেছিল প্যারিস সেইন্ট জার্মেই। নিশ্চিত হার থেকে একদম অন্তিম মুহূর্তে দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপে। কোন রকমে এক পয়েন্ট পেয়েছে পিএসজি। প্যারিসে পিএসজি-নিউক্যাসল ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। খেলার নির্ধারিত সময় পর্যন্ত আলেক্সান্ডার ইসাকের দেওয়া গোলে এগিয়ে ছিলো পিএসজি। যোগ করা সময়ের ৮ম মিনিটে গিয়ে একটি বিতর্কিত পেনাল্টি পায় পিএসজি। যা থেকে দলকে উদ্ধার করেন ফ্রান্স তারকা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিউ ক্যাসলের বক্সের ভেতর হ্যান্ডবলের আবেদন করে পিএসজি। ওউসমান দেম্বেলের মারা বল প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে তারপর হাত স্পর্শ করে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে প্রতিবাদ করেন নিউ ক্যাসলের খেলোয়াড়রা। তৈরি হয় চরম বিতর্ক। তবে এমবাপে কোন ভুল করেননি। মাপা শটে পিএসজিকে পাইয়ে দেন পয়েন্ট। খেলা শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে থাকে উত্তেজনা।
একই রাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল সিটিজেনরা। বিরতির পর রেকর্ডময় গোলে দলকে খেলায় ফেরান আর্লিং হালান্ড। এরপর ফিল ফোডেন আর হুলিয়ান আলভারেজও গোল পেলে ঘরের মাঠে উৎসব করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। ইত্তেহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরবি লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পেপ গার্দিয়াওলার দল। অথচ প্রথমার্ধের ১৩ আর ৩৩ মিনিটে দুই গোলে নায়ক বনে গিয়েছিলেন লাইপজিগের বেলজিইয়ান তারকা লুইস ওপেনন্দা। ২০১৮ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের কোন ম্যাচে ঘরের মাঠে হারের শঙ্কা ঘিরে ধরেছিল নকআউট রাউন্ড আগেই নিশ্চিত করা সিটিকে। ৫৪ মিনিটে দলকে খেলায় ফিরিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪০তম গোল করেন হালান্ড। মাত্র ৩৫ ম্যাচে এই অর্জন সবচেয়ে দ্রুততম। ৭০ মিনিটে ফোডেন, আর ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন আলভারেজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী