ফের আটকে গেল সাবিনাদের বেতন!
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১২ এএম
বরাবরের মতো ফের আটকে গেল সাবিনা খাতুনদের বেতন! যদিও গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলন মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩১ জন নারী ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল। যার মাধ্যমে সাবিনা খাতুনদের বেতন বৃদ্ধি হয়। নতুন বেতন কাঠামো গত সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। উপরন্ত বকেয়া পড়েছে দুই মাসের বেতন! এখন ডিসেম্বর মাস গড়ালেও গত তিন মাসের মধ্যে মাত্র এক মাসের বেতন পেয়েছেন জাতীয় নারী ফুটবলাররা। সেপ্টেম্বর-অক্টোবর টানা ২ মাস বেতন পাননি তারা। নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে সাবিনাদের সেপ্টেম্বর মাসের বেতন দিয়েছে বাফুফে। ডিসেম্বর মাস শুরু হলেও এখনও অক্টোবরের বেতন পাননি তারা।
নারী ফুটবলারদের বকেয়া বেতন প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘বেতন বৃদ্ধির বিষয়ে ফিফার কিছু আন্ষ্ঠুানিকতা অনুমোদনের প্রয়োজন ছিল আমাদের। ফিফার নির্দেশনা অনুসরণের আনুষ্ঠানিকতা মানতে গিয়ে বেতন দিতে বিলম্ব হয়েছে।’ সেই আনুষ্ঠানিকতা এখন অনেকটাই শেষ। তাই অক্টোবরের বেতন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আর নভেম্বরের বেতন ডিসেম্বরের মধ্যেই দিয়ে হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে বাফুফের। এর আগে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পাদনের দিন বাফুফে সভাপতি বলেছিলেন, ‘এখন থেকে সব কিছু পেশাদার ভিত্তিতে হবে।’ তবে ঘোষণা দেওয়ার পর দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিই পেশাদারিত্ব ধরে রাখতে পারেনি। সোহাগ কাণ্ডের পর বাফুফে আর্থিক বিষয়ে এখন অনেক সজাগ। বাফুফের শীর্ষ কর্তারা প্রশাসনিক আনুষ্ঠানিকতা আগে সম্পন্ন না করেই চুক্তি সম্পাদন করেছেন।
আগে থেকেই বাফুফেতে আর্থিক সঙ্কট রয়েছে। যে কারণে অলিম্পিক বাছাই খেলতে নারী দলকে মিয়ানমার পাঠাননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি এর পাঁচ মাস পরই নারী ফুটবলারদের বেতন বৃদ্ধি করেছেন সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত (কারও ক্ষেত্রে আড়াই-তিনগুণ)। ফুটবলারদের সঙ্গে চুক্তি হওয়ার পর কমিটির সকলের কাছে বেতন বৃদ্ধির ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যেই প্রশ্ন উঠেছে। সাফজয়ী অধিনায়ক সাবিনা সর্বোচ্চ ২০ হাজার বেতন পেতেন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।
নারী ফুটবলারদের লিগ হয় বছরে মাত্র এক মাস। সারা বছর তারা বাফুফের অধীনেই থাকে। তাই ফেডারেশনের কাছে কয়েক মাস ধরে বেতন বৃদ্ধির আন্দোলন করেছিলেন সাবিনারা। নানা আন্দোলনের পর সাবিনাসহ ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার, ১০ জনের ৩০ হাজার, বাকি ৬ ফুটবলারের ৪ জন ২০ এবং ২ জনের ১৮ হাজার টাকা বরাদ্দ করে ফেডারেশন। বাফুফের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। বিসিবিও বর্ধিত বেতন সমন্বয়ের আনুষ্ঠানিকতা করতে অনেক সময় নেয়। এর ফলে নিগার সুলতানা জ্যোতিরা পাঁচ মাস বেতনহীন ছিলেন। সাবিনা-জ্যোতিদের বেতন ইস্যুতে স্পষ্টত্ব দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন কতটুকু পেশাদার!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি