জয়ের ধারায় থাকতে চান সাবিনারা
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল জিতেছিল ৩-০ গোলে। গত শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে যোগ্যতা প্রমাণ করেই সহজ জয় পেয়েছেন সাবিনা খাতুনরা। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তারা। ম্যাচে বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড তহুরা খাতুন দু’টি ও ডিফেন্ডার আফিদা খন্দকার একটি গোল করেন। ছয় বছর আগে এই সিঙ্গাপুরের কাছে ফিফা প্রীতি ম্যাচে একই ব্যবধানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। অর্ধযুগ পর এসে আরেকটি প্রীতি ম্যাচে সেই হারের প্রতিশোধ নিলেন তহুরা-আফিদারা। ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দল সিঙ্গাপুরকে হারিয়ে চলতি বছরে আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ের মুখ দেখে বাংলাদেশ জাতীয় নারী দল।
গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু থেকে সাফ শিরোপা জিতে আসার পর এ বছর পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাবিনারা। নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সিরিজের দু’টিতেই ড্র (১-১ ও ০-০) করেছিলেন তারা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি নিয়ে যায় নেপাল। অন্যদিকে এ বছরের সেপ্টেম্বরে চীনে হ্যাংজু এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ ও ভিয়েতনামের বিপক্ষে ৬-১ গোলে হারলেও নেপালের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। জাতীয় নারী দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটনের চলে যাওয়ার পর সাইফুল বারী টিটুর তত্বাবধানে এটিই প্রথম জয় বাংলাদেশ নারী দলের। আজ সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ জিতে জয়ের ধারায় থাকতে চান সাবিনারা।
তবে এবারের ম্যাচটি আগের চেয়ে কিছুটা কঠিন হওয়ার শংকা স্বাগতিক শিবিরে। তাই ম্যাচে সতর্ক হয়ে মাঠে নামার লক্ষ্য সাবিনা খাতুনদের। প্রথম ম্যাচে সহজেই জিতলেও স্বাগতিকদের ভাবনা দ্বিতীয় ম্যাচে হয়তো সিঙ্গাপুর দল নিজেদের রক্ষণ আরও জমাট করে খেলতে পারে। কিংবা পাল্টা আক্রমণে চড়াও হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এ বিষয়ে বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু গতকাল বলেন, ‘প্রথম ম্যাচে এমন সহজ জয় আসবে তা চিন্তাও করিনি। কোনো বিভাগেই সিঙ্গাপুর আমাদের সঙ্গে পেরে উঠেনি। তবে প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা থেকে আগামীকাল (আজ) দ্বিতীয় ম্যাচে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলায় ব্লক তৈরি করতে পারে। গোল যেন না দিতে পারি সেই চেষ্টাও করবে। তাই আমাদের আরও সতর্ক হয়ে স্বভাবসুলভ খেলে যেতে হবে।’ প্রথম ম্যাচের জোড়া গোলদাতা তহুরা খাতুন বলেন,‘প্রথম ম্যাচে ২ গোল পেয়েছি। এটা অনেক ভালো দিক, কালও (আজ) গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি