ফেলিক্সের গোলে আতলেতিকোকে হারাল বার্সা
০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ এএম
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দাপট দেখাল বার্সেলোনা। জোয়াও ফেলিক্সের অসাধারণ চিপ শটে জয়ের হাসিও হেসেছে শাভি এর্নান্দেসের দল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত গ্রীষ্মে আতলেতিকো থেকে ধারে বার্সেলোনায় আসা ফেলিক্স ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ম্যাচের ২৮তম মিনিটে।
শাভির নেতৃত্বে এ নিয়ে টানা চার ম্যাচে আতলেতিকোকে হারাল বার্সা। অন্যদিকে প্রতিযোগিতাটিতে বার্সেলোনায় জয়খরা আরও দীর্ঘ হলো আতলেতিকোর। কাতালোনিয়ায় এ নিয়ে টানা ১৮ ম্যাচ জয় পায়নি তারা, হার ১৩টিতেই।
১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল আতলেতিকো। বার্সেলোনার সমান ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট করে নিয়ে জিরোনা দুইয়ে, শীর্ষে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। কিন্তু ডানপ্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দ্বাদশ মিনিটে জুল কুন্দের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি রবের্ত লেভানদোভস্কি।
২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে কুন্দের পাস খুঁজে পায় রাফিনিয়াকে। তিনি বল দেন ফেলিক্সকে। বক্সের বাইরে তাকে আটকানোর চেষ্টায় পারেননি নাহুয়েল মোলিনা। ভেতরে ঢুকে ছয় গজ বক্সের কোণা থেকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।
লা লিগায় বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ফেলিক্সের দ্বিতীয় গোল এটি। প্রথমটি করেছিলেন গত সেপ্টেম্বরে রেয়াল বেতিসের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে। গত মঙ্গলবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও জালের দেখা পান ফেলিক্স; কাটান ১২ ম্যাচের গোলখরা।
৩৩তম মিনিটে বক্সের ভেতর থেকে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমোসোর শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর সুযোগ এসে যায় অঁতোয়ান গ্রিজমানের সামনে। বক্সে ফরাসি ফরোয়ার্ডের শট স্লাইডে বিপদমুক্ত করেন ফ্রেংকি ডি ইয়ং।
বিরতির আগে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফেলিক্স। বাঁ দিক থেকে লেভানদোভস্কির পাসে ফেলিক্সের প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু রাফিনিয়ার শট পোস্টে বাধা পায়।
৮০তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনার ত্রাতা ইনাকি পেনা। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিক যাচ্ছিল জালের দিকে, লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে বল ক্রসবারে লাগে।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে জয় প্রায় নিশ্চিত করার সুযোগ আসে লেভানদোভস্কির সামনে। বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে পোলিশ তারকার শট বাইরে দিয়ে যায়।
যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভে বার্সেলোনার তিন পয়েন্ট নিশ্চিত করেন পেনা। দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল কোররেয়ার জোরাল শট হাত বাড়িয়ে ঠেকান তিনি।
প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোটে এই নিয়ে বার্সেলোনার টানা তিন ম্যাচে পোস্টের দায়িত্ব সামলালেন পেনা। আগের দুই ম্যাচে জাল অক্ষত রাখতে না পারলেও এবার তা করে দেখালেন ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি