ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সিঙ্গাপুরের জালে সাবিনাদের ৮ গোল!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

 

 

ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে গুণে গুণে দুই হালি গোল দিলেন সাবিনা খাতুনরা! সোমবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ৮-০ গোলে বিধ্বস্ত করে সিঙ্গাপুরকে। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড তহুরা খাতুন ও মিডফিল্ডার রিতুপর্ণা চাকমা দু’টি করে এবং মিডফিল্ডার সানজিদা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা ও অধিনায়ক সাবিনা খাতুন একটি করে গোল করেন। গত শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে সফরকারী দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা। ফলে দুই ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়ে ২-০ ব্যবধানে সিঙ্গাপুরকে হোয়াইটওয়াশ করলো জাতীয় নারী দল। সিরিজের প্রথমটির চেয়েও দ্বিতীয় ম্যাচে অসাধারণ খেলেছেন সাবিনারা। ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজদের কাছে। দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়াইটা যেন ছিল সিঙ্গাপুরের ৯ নম্বর জার্সিধারী ডানিয়েল ট্যান ও বাংলাদেশের ১০ নম্বর জার্সিতে খেলা তহুরা খাতুনের মধ্যে। ডানিয়েল জার্মানির ব্রুশিয়া ডর্টমু-ের হয়ে খেলে থাকেন। আগের ম্যাচে তিনি ছিলেন না। তাই এ ম্যাচে তাকে নিয়ে কিছুটা ভয়ে ছিল বাংলাদেশ। তবে অবাক হলেও সত্যি, নামে যতটা তারকা খ্যাতি ছিল ডানিয়েল ট্যানের, মাঠে ততটা উজ্জ্বল ছিলেন না তিনি। বাংলাদেশের বিপক্ষে নিজের কারিশমা কিছুই দেখাতে পারেননি ডানিয়েল। অন্যদিকে প্রথম ম্যাচে দুই গোল করা তহুরা খাতুন দ্বিতীয় ম্যাচেও পেয়েছেন দুই গোল। অফসাইডের ফাঁদে তার একটি গোল বাতিল না হলে হ্যাটট্রিকের দেখাও পেতেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। শুধু তহুরাই নয়, পুরো টিম বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে। দর্শকরা মনভরে উপভোগ করেছেন ম্যাচটি। আন্তর্জাতিক ফুটবলে কোনো বিদেশি দলের বিপক্ষে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় সাবিনাদের। এর আগে ২০১০ সালের ১৫ ডিসেম্বর ভুটানকে ৯-০ গোলে হারিয়েছিল জাতীয় নারী ফুটবল দল। আর গত বছর নভেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।

সোমবারের ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ফলে একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করে তারা। তবে গোল পেতে কিছুটা সময় অপেক্ষায় থাকতে হয় লাল-সবুজের মেয়েদের। বাংলাদেশ দল প্রথম গোলের দেখা পায় ১৬ মিনিটে। এসময় সাবিনার ফ্রি কিক সিঙ্গাপুরের বক্সের মধ্যে পড়লে আফিদা ভলি শট নেন, বল যায় মাসুরা পারভীন মাথার উপরে। তিনি হেড করে বল বাড়িয়ে দেন তহুরার উদ্দেশ্যে। বক্সের সামনে দাঁড়িয়ে থাকা তহুরা উড়ে আসা বলে হেড নিলে তা জালে জড়ায় (১-০)।

মিনিট দুয়েক পরেই ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। ম্যাচের ১৮ মিনিটে অধিনায়ক সাবিনার নেয়া কর্ণার শটের বল সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে পোস্টের সামনে পড়ে। ফাকায় দাঁড়িয়ে থাকা রিতুপর্ণা চাকমা প্লেসিং শটে ব্যবধান বাড়ান (২-০)। ২৫ মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক তান লি বিন গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা তহুরার পায়ে বল গেলে তিনি আলতো শটে তা জালে জড়িয়ে দেন (৩-০)। তিন গোলে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে যেন গোলের ক্ষুধা বেড়ে যায় বাংলাদেশের। ফলে এই অর্ধে আরও ৫ বার সিঙ্গাপুরের জালে বল ফেলে তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ। ম্যাচের ৫১ মিনিটে সানজিদা ডানপ্রান্ত দিয়ে দুর্দান্ত ভাবে বল নিয়ে বক্সে ঢুকে শটে গোল করেন। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। তবে বিধাতা তাকে বঞ্চিত করেননি। ছয় মিনিট পরই গোলের দেখা পান তিনি। ৫৭ মিনিটে তহুরার শটের বল ফিস্ট করে ফিরিয়ে দেন সিঙ্গাপুরের গোলরক্ষক। তবে ডানপ্রান্তে বল যায় সানজিদার কাছে। তিনি ফিরতি শটে গোল করে ব্যবধান ৪-০ তে আনেন। ম্যাচের ৬২ মিনিটে রিতুপর্ণা চাকমার উড়ন্ত শটের বল পোস্ট ঘেসে জালে জড়ায় (৫-০)। গোলের নেশায় যেন পেয়ে বসে স্বাগতিক ফুটবলারদের। মিনিট আটেক পর বাঁ প্রান্ত দিয়ে রিতুর ক্রসের বলে তহুরা শট নিলে তা জালে জড়ায়। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হওয়ায় হ্যাটট্রিকবঞ্চিত হন তহুরা। আক্রমণভাগের সবাই যখন গোল পাচ্ছিলেন তখন অধিনায়ক সাবিনা বাকি থাকবেন কেন? তিনিও গোল পেলেন। ম্যাচের ৭৫ মিনিটে বদলী শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক থেকে বল পেয়ে দুর্দান্ত প্লেসিং শটে গোল করেন সাবিনা (৬-০)। ৮৭ মিনিটে সাবিনার ফ্রিকিক থেকে বদলী সুমাইয়া মাতসুশিমা শুয়ে পড়ে শটে বল জালে জড়ান (৭-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+১ মিনিট) সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শামসুন্নাহার জুনিয়র। এসময় বাঁ প্রান্ত দিয়ে রিতুপর্ণার ক্রস করেন, ছুটে আসা বলে পা ছুইয়ে দেন শামসুন্নাহার জুনিয়র (৮-০)। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়েই বছরের শেষ মাসটি সাফল্যের রঙে রাঙালেন সাবিনা,তহুরা,সানজিদা,সুমাইয়ারা।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত