সিটির খেলোয়াড়দের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ
০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গত রোববার ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের আচরণের বিরুদ্ধে অভিযোগ এনেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)।
আর্লিং হালান্ডসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রেফারি সাইমন হুপারের একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তাকে ঘিরে ধরেন। ইত্তিহাদ স্টেডিয়ামে নাটকীয় ম্যাচটিতে ঐ সিদ্ধান্তে সিটিকে কেন এ্যাডভানটেজ দেয়া হবে না, খেলোয়াড়দের প্রতিবাদ ছিল মূলত সে কারণেই।
এক বিবৃতিতে সোমবার এফএ জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটিকে এফএ আইন ই২০.১ ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে। প্রিমিয়ার লিগে রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে সিটির খেলোয়াড়রা রেফারিকে ঘিড়ে ধরেছিল। এখানে উল্লেখ্য যে, ম্যাচের ৯৪ মিনিটে যে ঘটনাটি ঘটেছে তাতে সিটি মাঠে তার খেলোয়াড়দের আচরণ সংযত করতে ব্যর্থ হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই অভিযোগের বিপক্ষে নিজেদের বক্তব্য জানানোর সময় পাবে সিটি।’
ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ের। স্কোরলাইন তখন ৩-৩। হালান্ডকে টটেনহ্যামের এমারসন রয়্যাল ফাউল করার পর নরওয়েজিয়ান এই স্ট্রাইকার পড়ে গিয়েও আবারো উঠে দাঁড়িয়ে জ্যাক গ্রিলিশের দিকে বল বাড়িয়ে দেন। প্রথমে হুপার খেলা চালিয় যাবার সঙ্কেত দিলেও হঠাৎ করেই বাঁশি দিয়ে সিটিকে ফ্রি-কিকের নির্দেশ দেন।
যে মুহূর্তে রেফারি বাঁশি বাজান তার আগেই রক্ষণদেয়াল ফাঁকি দিয়ে বল নিয়ে গ্রিলিশ কেবল গোলরক্ষকের সামনে। গোলের খুব জোরালো সম্ভাবণা ছিল সিটির। তখনই রেফারির অনাকাঙ্খিত ফাউলের বাঁশি মেনে নিতে পারেননি সিটির খেলোয়াড়রা। ক্ষুব্ধ হয়ে ওঠে স্বাগতিক শিবির। মাঠ ছাড়ার সময়ও হালান্ডকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা যায়। এমনকি ম্যাচ শেষে টুইটারে রেফারিকে উদ্দেশ্য করে গালিও দিয়েছেন হালান্ড।
সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, তিনি হালান্ডের রাগের বিষয়টি বুঝতে পারছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘সে কিছুটা হতাশ হয়ে পড়েছিল। আমার তো মনে হয় রেফারি যদি আজ ম্যান সিটির হয়ে মাঠে খেলতো তবে তিনিও এই ধরনের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করতেন। স্বাভাবিক নিয়মে ফ্রি-কিক দিলে সমস্যা ছিলনা। কিন্তু একবার খেলা চালিয়ে যাবার ইঙ্গিত দিয়ে পরবর্তীতে আবারো তা থামিয়ে দেয়া কোনভাবেই শোভনীয় নয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত