কোপা দিয়েই শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
লিওনেল স্কালোনিকে নিয়ে সাম্প্রতিক সময়ে কম জলঘোলা করা হয়নি। ফর্মের তুঙ্গে থাকা এই কোচ আকস্মিকভাবেই নিজের পদত্যাগের কথা সামনে এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পুরো ফুটবল দুনিয়াতে। ব্রাজিলের বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ এক জয় আর্জেন্টিনার সমর্থকরা সে অর্থে উপভোগই করতে পারেননি স্কালোনির এমন সিদ্ধান্তের কারণে।
স্কালোনির এমন সিদ্ধান্তের পর থেকে বহু আলাপ আলোচনা হয়েছে। উঠে এসেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ভেতরের অনেক চিত্র। দেশটির গণমাধ্যমের বক্তব্য, ফেডারেশন সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে বিরোধের জেরেই নাকি নিজের পদ থেকে সরে যেতে চান স্কালোনি। বিশ্বকাপের পর এক বছর পেরিয়ে গেলেও কোচিং স্টাফকে বোনাস বুঝিয়ে দেননি তাপিয়া, এমন অভিযোগও আছে।
পরিস্থিতি এতই জটিল ছিল, কোপা আমেরিকাতে স্কালোনির কোচ থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে সেসব পেরিয়ে স্কালোনি আজ শুক্রবার কোপা আমেরিকার ড্রতে ছিলেন। জানিয়েছেন, আগামী বছরের মহাদেশীয় আসরেও তিনিই থাককছেন কোচ হিসেবে। যদিও দিনের সবচেয়ে স্বস্তির দৃশ্যের জন্ম দিয়েছেন তাপিয়া নিজেই। কোচ স্কালোনি এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন ফেডারেশন সভাপতি নিজেই।
নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) সেই ছবি শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ২০২৪ কোপা আমেরিকার ড্র-তে সবাই একসাথে। ক্লাদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির এমন ছবি দেখার পর অনেকেই অবশ্য কিছুটা আশাবাদী হয়েছেন। তাদের প্রত্যাশা খুব দ্রুতই এই দুজন নিজেদের মধ্যেকার সমস্যা সমাধান করবেন। সেইসঙ্গে আর্জেন্টিনার ডাগআউটে আরও লম্বা সময় ধরে নিজের কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি।
তবে এমন দিনেও নিজের ভবিষ্যত নিয়ে কিছুই খোলাসা করেননি বিশ্বকাপজয়ী এই কোচ। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি জানান, জাতীয় দলের সঙ্গে থাকবেন নাকি সরে দাঁড়াবেন বিষয়টি নিয়ে এখনও ভাবছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘নীতিগতভাবে আমি এখানে (কোপার ড্র অনুষ্ঠান) আছি কারণ আমিই কোচ। আমি ব্রাজিলের সাথে খেলার পরই বলেছিলাম যে এটা নিয়ে ব্যক্তিগতভাবে ভাবছি (কোচের দায়িত্ব) এবং আমি এখনো সেই অবস্থায় আছি। আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে।’
এদিনের আলাপে তাপিয়ার সঙ্গে শীতল সম্পর্কের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি, ‘যা ছড়ানো হচ্ছে তার অনেক কিছু বাদ দিতে হবে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সবসময়ই নিখুঁত ছিল। এটা ভাবার সিদ্ধান্ত আমার। সেখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা নিয়ে ভাবুন।’ অবশ্য ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক এই কা-ের জন্য আঙুল তুলেছে দলের মূল তারকা লিওনেল মেসির দিকে। মেসির সঙ্গে দ্বন্দ্বের কথাও এদিন উড়িয়ে দিয়েছেন স্কালোনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত