১২০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো
১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম
বর্ণিল ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেললেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের হয়ে মাইলফলক ছোঁয়া এই ম্যাচও তিনি রাঙালেন গোল করে ও করিয়ে। গতপরশু রাতে সউদী প্রো লিগে আল-রিয়াদকে ৪-১ গোলে হারানো ম্যাচ খেলতে নেমে ওই মাইলফলকে পা রাখেন রোনালদো। ৩১তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে লক্ষ্যভেদ করার পর ওতাভিওর গোলের পেছনের কারিগরও ছিলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
বর্ণাঢ্য করিয়ারে ১২শ ম্যাচের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি খেলেছেন রেয়াল মাদ্রিদের জার্সিতে, ৪৩৮টি। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি, স্পোর্তিংয়ের হয়ে ৩১টি, জুভেন্টাসের জার্সিতে ১৩৪টি, আল নাসরের হয়ে ৪৬টি এবং পর্তুগালের হয়ে ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি। দারুণ এই মাইলফলকে পৌঁছানোর পথে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৫ ম্যাচ ১৬ গোল করা রোনালদো। বয়সকে তুড়ি মেরে ছুটে চলা এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- কাজ শেষ হয়নি এখনও, ‘আরও ৩ পয়েন্ট! এই ১২শ ম্যাচের মাইলফলকে পৌঁছাতে সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। কী দারুণ পথচলা, কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি।’
রোনালদোকে অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার চূড়ায় পৌঁছাতে হলে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ। ধরা হয়, পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন; এক হাজার ৩৮৭টি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জুভেন্টাসের জার্সিতে সিরি ‘আ’তে হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। সেই উপলক্ষও তিনি গোল করে রাঙিয়েছিলেন। গত জুনে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েন রোনালদো। এছাড়া পর্তুগালের তো বটেই, সব দেশ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১২৮টি) রেকর্ডও এখন তার।
ক্লাব ক্যারিয়ারের পরিসংখ্যানে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর; ১৮৩টি। এই ম্যাচগুলো তিনি খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও জুভেন্টসের হয়ে। শীর্ষ পর্যায়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ ক্যারিয়ার গোল করার ইতিহাসও রোনালদোর গড়া। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলার সময় এই কীর্তি গড়েছিলেন তিনি এবং এরপর তিনি পার করেছেন ৮৫০ গোলের মাইলফলকও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত