সৌভাগ্যের ছোঁয়ায় নকআউটে পিএসজি
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম
জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন, না পারলে বিদায়ের শঙ্কা- নানামুখী সমীকরণে, সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে মাঠে নেমে আক্রমণের ঝড় তোলে পিএসজি। অসংখ্য সুযোগ নষ্টের পর উল্টো গোল খেয়ে বসে দলটি। সেখান থেকে অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা; কিন্তু জয়সূচক গোলের দেখা আর মেলেনি। তবে, তাদের ভাগ্য সহায়। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট পেয়েছে লুইস এনরিকের দল। গতপরশু রাতে সিগনাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। একই সময়ে শুরু অন্য ম্যাচে এসি মিলান জেতায় গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে উঠেছে পিএসজি।
মিলানের বিপক্ষে ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়ে আশা জোরাল করে ডর্টমুন্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারায় ইংলিশ দলটি। ২-১ গোলে হেরে ছিটকে যায় ইউরোপীয় প্রতিযোগিতা থেকে। তাতে ভাগ্য খুলে যায় পিএসজির। আগেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করা ডর্টমুন্ড এই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১১। পিএসজি ও এসি মিলানের পয়েন্ট সমান ৮ করে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা। তাই ইউরোপা লিগে জায়গা করে নিল মিলান। তলানিতে নিউক্যাসলের পয়েন্ট ৫।
এদিকে, সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না বার্সেলোনার। মাঝপথেই লা লিগায় অনেকটা পিছিয়ে পড়েছে তারা। এন্টওয়ার্পের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি। তবে এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে তারা। বার্সেলোনার নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এন্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হারলেও ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে জাভি হর্নান্দেসের দল। এই গ্রুপ থেকে দ্বিতীয় টিকেটের লড়াই চলছিল পোর্তো ও শাখতার দোনেৎস্কের মধ্যে। শাখতারকে ৫-৩ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোর্তো। বার্সেলোনার সমান ১২ পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে গ্রুপ রানার্সাআপ হয়েছে পোর্তো। এন্টওয়ার্পকে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অবিশ্বাস্য এক জয় তুলে নিল এন্টওয়ার্প। গ্রুপ পর্বে টানা পাঁচ হারের পর জয় পেল বেলজিয়ামের দলটি।
এছাড়া, মাইকা হ্যামিল্টন ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেক রাঙালেন গোল করে। ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেলেন অস্কার বব। রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল পেপ গার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে পাঁচ গোলের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে তাদের অন্য গোলটি করেন কেলভিন ফিলিপস।
চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতল তারা। আগের দিন প্রথম দল হিসেবে ‘ছয়ে ছয়’ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ইংলিশ দল হিসেবে এই কীর্তি গড়ল সিটি। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে আগেই শেষ ষোলোর টিকেট পাওয়া লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ইয়াং বয়েজকে। সিটির পয়েন্ট ১৮, লাইপজিগের ১০। ৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে খেলবে ইয়াং বয়েজ। বেলগ্রেডের পয়েন্ট ১।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি