ব্রার্দাসের বিপক্ষে মোহামেডানের গোল উৎসব
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় রাউন্ডে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর প্রথম জয়ের দেখা পেল ঢাকা আবাহনী লিমিটেড। আর যথারীতি তৃতীয় ম্যাচ জিতে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে দশজনের ঢাকা আবাহনী ১-০ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বিজয়ী দলের হয়ে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট।
লিগে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধিনে এটাই প্রথম জয় ঢাকা আবাহনীর। শুক্রবার ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচকে উপভোগ্য করে তোলে। তবে ম্যাচের ৩৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় আবাহনী। এসময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। শেখ জামালের একটি আক্রমণ প্রতিহত করতে গেলে বল রাফির পা গলে বেরিয়ে যায়। এসময় পেছন থেকে ছুটে এসে বলের নিয়ন্ত্রণ নেন শেখ জামালের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। তাকেই পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাফি। ফলে দশজনের দলে পরিণত হয় ঢাকা আবাহনী। দশজন নিয়ে ম্যাচের শেষ দিকে গোল পায় আবাহনী। ৮৭ মিনিটে জোনাথনের রক্ষণ চেরা পাস ধরে বক্সে ঢুকে পড়েন কর্নেলিয়াস স্টুয়ার্ট। কাছের পোস্ট দিয়ে দারুণ শটে গোলটি করেন সেন্ট ভিনসেন্টের এই ফরোয়ার্ড (১-০)। শেষ পর্যন্ত তার এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ম্যাচ জিতে তিন খেলায় একটি করে জয়, হার ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠলো ঢাকা আবাহনী। তিন ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া শেখ জামালের পয়েন্ট ৩। তালিকায় তাদের অবস্থান সাতে।
এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্সের জালে গোল উৎসব মেতেছিল মোহামেডান। সাদাকালোরা ম্যাচটি জিতেছে ৫-১ ব্যবধানে। বিজয়ীদের হয়ে দু’টি করে গোল করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে ও নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সানডে। অন্য গোলটি আসে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের পা থেকে। ব্রাদার্সের হয়ে একমাত্র গোলটি শোধ দেন মিডফিল্ডার আকমল হোসেন নয়ন। এই হারে চলতি লিগে জয়হীনই থাকল ব্রাদার্স। তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে দুই হার ও এক ড্রতে ১ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান দশ দলের লিগে সবার শেষে। অন্যদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে এগিয়ে গিয়েও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এই ড্রয়ে অন্তত পয়েন্টের খাতা খুলতে পেরেছে বন্দরনগরীর দলটি। আগের দুই ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশ পুলিশ এফসি ও বসুন্ধরা কিংসের বিপক্ষে। তিন ম্যাচে দুই হার ও এক ড্রতে ১ পয়েন্ট নিয়ে নবম স্থানে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে তিন ড্রতে ৩ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জের অবস্থান ছয়ে।
এছাড়া শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের চতুর্থ ম্যাচে স্বাগতিক কিংস ৩-১ গোলে হারায় ফর্টিজ এফসিকে। বসুন্ধরার পক্ষে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন, ব্রাজিলিয়ান ফরৈায়ার্ড ডরিয়েলটন গমেজ ও স্থানীয় ফরোয়ার্ড রিমন হোসেন একটি করে গোল করেন। ফর্টিজ এফীস একমাত্র গোলটি পায় আত্মঘাতি।
এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ফর্টিজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার
মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল
স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সেলিমা রহমান
ভৈরবে হাইব্রিড ডাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ২০ দোকানপাট ভাঙচুর, আহত ৩
নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠিত
টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার
চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের হানা, রুখে দাঁড়িয়েছে হাজারো গ্রামবাসী
রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে : ড. বদিউল আলম
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্র-গুলিসহ আটক ২
১৯ উইকেট পতনের দিনে এগিয়ে পাকিস্তান
আল্লাহর দয়ায় পা ভাঙেনি: শাওন
মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারতে প্রধান বিচারপতি
জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ -আরিফ
টিউলিপের পদত্যাগ ছিল অবধারিত
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : মাহমুদুর রহমান
আ’লীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল: সাদিক রিয়াজ
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন