‘ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট’-এর প্রতি আস্থা নেই রোনালদোর
২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ এএম
ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মত ক্লাবে। এসময় ক্লাবকে যেমন দুহাত ভরে দিয়েছেন, তেমনই নিজেও পেয়েছেন দারুণ সব সেরার স্বীকৃতি। সেই ক্রিস্তিয়ানো রোনালদো ক্যারিয়ারের গোধুলী লগ্নে এসে বললেন, ‘ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট’-এর প্রতি আর আস্থা নেই তার।
‘ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট’-কে বলা হয় ‘ফুটবলের অস্কার’। বর্ষসেরার প্রশ্নে তাদের স্বীকৃতিটাই সবচেয়ে বেশি সমাদৃত। রোনালদো নিজেও ফিফা ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার, ফিফা দা বেস্ট হয়েছেন দুবার। কিন্তু সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্যানস ফেবারিট প্লেয়ার অব দ্য ইয়ার, বেস্ট মিডল ইস্ট প্লেয়ার এবং বেস্ট গোল স্কোরার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার পর এমন বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ তারকা। গ্লোবের বর্ষসেরার পুরস্কার জেতেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।
২০২৩ সালে আল নাসরের হয়ে ৫৯ ম্যাচে ৫৪ গোল করেছেন রোনালদো। যেখানকার দশ গোল স্পেনের লিগে এক গোলের সমান বলে সম্প্রতি মন্তব্য করেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
গত বছর রোনোলদোর চেয়ে এত গোল করতে পারেননি আর কেউ। তবে এত গোল করলেও ২০২৩ সালের ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রোনালদো। সক্রিয় ফুটবলারদের মধ্য সবচেয়ে বেশি গোলের এই মালিক মনে করেন, পুরস্কারের জন্য পুরো মৌসুমের `সংখ্যা' সবার আগে বিবেচনায় নেওয়া উচিত।
“ব্যালন ডি’অর আর দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সংখ্যা কিন্তু বাস্তবতা। আমাদের পুরো মৌসুমকে বিবেচনায় নিতে হবে। আমি বলছি না যে মেসি বা হলান্ড কিংবা এমবাপ্পে পুরস্কারটির যোগ্য ছিল না। আমি বলতে চাচ্ছি, এই পুরস্কারগুলোতে আমার আর আস্থা নেই।”
২০২৩ সালে ফিফা দা বেস্ট পুরস্কারই পেয়েছেন লিওনেল মেসি। আর্লিং হলান্ড তা মেসির পয়েন্ট সমান হলেও জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় এই রেকর্ড বাড়িয়ে নেওয়া অষ্টম বারের মতো এই পুরস্কার জেতের আর্জেন্টাই ফুটবল জাদুকর। এ নিয়ে অবশ্য বিতর্কে জড়াতে চান নি রোনালদো।
“আমি গ্লোব সকার জিতেছি বলে বলছি না, কিন্তু এটাই সত্যি যে সংখ্যা আছে আর তা ভুল বোঝায় না। বাস্তবতা হলো আমি যে ট্রফিগুলো জিতেছি, এটা তো কেউ কেড়ে নিতে পারবে না। সংখ্যা অর্থবহ বলে আমি আরও বেশি খুশি।”
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল করে সউদি প্রো লিগের দল আল-নাসরে নাম লেখান রোনালদো। সব মিলিয়ে এখানে ভালো আছেন বলে জানালেন পর্তুগিজ তারকা।
“ম্যানচেস্টার ইউনাইটেড আর পর্তুগালে কী হয়েছিল আমার মনে আছে, মানুষ তো ধরেই নিয়েছিল আমি ফুরিয়ে গেছি। কিন্তু সত্য হচ্ছে মনোযোগ ধরে রেখে আল নাসরে দারুণ একটা বছর কাটিয়েছি। আর এ কারণেই ৫৪টা গোল পেয়েছি।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
শেখ মুজিবের জন্য ১০ লাখ মানুষ মারা গেছে: প্রেস সচিব
উত্তরাখণ্ডের মাদরাসাগুলোতে পড়ানো হচ্ছে রামায়ণ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তিন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ
পুতুলের ডব্লিউএইচও পদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের চিঠি
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন