‘ডাকাতি করে’ জিতেছে রিয়াল

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

কনুই দিয়ে জালে বল পাঠাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। এটিকে গোল ঘোষণা করায় বিস্মিত হন ধারাভাষ্যকাররাও। ছবি: ফেসবুক

দুই গোলে এগিয়ে গিয়েও জয় পাওয়া হয়নি আলমেরিয়ার। ‘বিতর্কিত’ দুই গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়েরও অন্তিম মুহূর্তের গোলে লা লিগায় রুদ্ধশ্বাস জয় পায় রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল সেই ম্যাচে ঘটনাক্রমে সব সিদ্ধান্তই গেছে রিয়ালের পক্ষে। ম্যাচ শেষে তাই ক্ষোভ প্রকাশ করেছে আলমেরিয়া। আর রিয়াল মাদ্রিদ কোচ ও খেলোয়াড়রা বলছেন, রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

লা লিগা মৌসুমে আগের ২০ ম্যাচের কোনোটিতেই জেতেনি আলমেরিয়া। ২১তম ম্যাচে এসে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দারুণ জয়ের সম্ভাবনা তৈরি করে দলটি। সেটাও রিয়ালের মাঠে। বিতর্কিত ঘটনাগুলো সব দ্বিতীয়ার্ধে।

রিয়াল প্রথম গোলটি করে পেনাল্টি থেকে। ডি-বক্সে আলমেরিয়ার ডিফেন্ডার কাইকি ফের্নান্দেসের হাতে বল লাগলে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আলমেরিয়ার দাবি, বল হাতে লাগার আগেই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ফাউল করেছিলেন রিয়ালের হোসেলু।

চার মিনিট পর আবার ব্যবধান বাড়ান আলমেরিয়ার সের্হিও আরিবাস। কিন্তু লম্বা সময় ভিএআর পর্যবেক্ষণের পর গোল দেননি রেফারি। রেফারির মত, আক্রমণের শুরুতে জুড বেলিংহ্যামকে ফাউল করেছিলেন আলমেরিয়ার দিয়োন লুপি।

৬৭তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল। ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছে কনুই দিয়ে ঠেলে জালে বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শুরুতে সেটি গোল দেননি রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে গোল বৈধ বলে রায় দেন তিনি।

এই সিদ্ধান্তে মাঠেই প্রচণ্ড ক্ষুব্ধ দেখা যায় আলমেরিয়ার কোচ ও ফুটবলারদের। ধারাভাষ্যকাররাও বিস্মিত হন রেফারির সিদ্ধান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গোলের ভিডিও নিয়ে ট্রলের শিকার হচ্ছে রিয়াল। একজন তো বলেন, ফুটবল হলো এমন একটা খেলা যেখানে সবসময় রিয়ালই জেতে।

যোগ করা সময়ে লাল কার্ড দেখানো হয় আলমেরিয়া কোচ গাইসকা গারিতানোকে। এর কিছুক্ষণ পর বেলিংহ্যামের দারুণ হেডে বল পেয়ে দুরূহ কোণ থেকে গোল করে কারভাহাল।

ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আলমেরিয়ার মিডফিল্ডার গনসালো মেলেরো,“আজকে আমাদের সঙ্গে স্রেফ ডাকাতি করা হয়েছে। এটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু অন্য কোনোভাবে এটাকে দেখার উপায় নেই।”

“এ বছর এটিই প্রথমবার আমাদের সঙ্গে এরকম হলো না। আগেও অনেকবার হয়েছে। অভিযোগ না করলে তারা (রেফারি) এসবকে আমলে নেয় না। এভাবেই চলছে। আমরা কখনোই এসব নিয়ে কিছু বলি না। তবে আজকে যা হলো, তা সব সীমা ছাড়িয়ে গেছে। এটা অবিশ্বাস্য। ওদেরকে ম্যাচ জেতানোর জন্য এর চেয়ে বেশি আর কিছু করার ছিল না…।”

আলমেরিয়ার দ্বিতীয় গোলটি করেন এদগার গনসালেস। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বললেন, রেফারির সিদ্ধান্তে ন্যায্যতা খুঁজে পাননি তিনি।

“এই প্রতিযোগিতা তো সবার জন্যই সমান হওয়া উচিত। কিন্তু কখনও কখনও তা খুঁজে পাওয়াই কঠিন। (রেয়ালের) পেনাল্টিতে পরিষ্কার ফাউল হয়েছিল, ওদের দ্বিতীয় গোলটিতেও আমার মতে, হ্যান্ডবল ছিল। সব সিদ্ধান্তই তাদের পক্ষে গেছে।”

 

দলটির ডিফেন্ডার মার্ক পুবিল সরাসরিই আঙুল তুললেন রেফারির দিকে, “কেউ একজন (রেফারি) সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে আমাদের জিততে দেবে না এবং সেটিই হলো।”

রিয়ালকে জয় এনে দেওয়া কারভাহাল বলেন,“একটু শান্ত হওয়ার পর যদি মেলেরো আবার ভিডিও দেখে, তাহলে সে নিশ্চিতভাবেই উপলব্ধি করবে যে, রেফারির সিদ্ধান্তগুলো সঠিকই ছিল।”

একই সুর রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠেও,“ওই সিদ্ধান্তগুলো তো ভিএআর রিভিউ দেখে নেওয়া হয়েছে, তিনটি সিদ্ধান্তই স্বাভাবিক ছিল। আমার মনে হয়, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সবারই নিজস্ব মতামত আছে। আমি যা দেখেছি, সেটাই বলছি।”

“আলমেরিয়া খুব ভালো খেলেছে, তাদের রাগের কারণ আমি বুঝতে পারছি। তবে তিনটি সিদ্ধান্তই যদি আবার দেখেন, সবগুলিই সঠিক ছিল। ভিএরআরের কারণে জিতেছি, এটা শুনতে আমি তৈরি আছি। তবে সবগুলি ভিডিও আবার দেখেছি। আমার মতে, রেফারি ঠিক ছিলেন। ভিএআর তো সিদ্ধান্ত নেয় না। ভিএআর সুপারিশ করে, রেফারি সিদ্ধান্ত নেন। আমার মনে হয়, তিনি সঠিক ছিলেন।”

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে এই মৌসুমে চমক উপহার দেওয়া জিরোনা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
টিভিতে দেখুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশের দু’দলেরই বিদায়
আরও

আরও পড়ুন

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট