এক ম্যাচ খেলেই কোয়ার্টার ফাইনালে শেখ জামাল
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
এক ম্যাচ খেলেই ঘরোয়া ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের শেষ আটে জায়গা করে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম দুইটি এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অগাস্টিন দিমবা ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি শোধ দেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে। এই জয়ে এক ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৩। দুই ম্যাচ খেলা রহমতগঞ্জের পয়েন্ট ১। এক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট ১। গ্রুপের শেষ ম্যাচ হবে শেখ জামাল ও পুলিশের মধ্যে। সেই ম্যাচে হারলেও জামালের কোয়ার্টারে খেলতে যেতে বাধা থাকবে না। দশ দলের এই টুর্নামেন্টে তিনটি গ্রুপ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে তৃতীয় স্থানে থাকা শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার রহমতগঞ্জের বিপক্ষে নিজেদের দাপট দেখিয়েছে শেখ জামাল। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল তারা। অবশেষে ১৯ মিনিটে প্রথম গোল পায় শেখ জামাল। এসময় সাজ্জাদের ক্রসে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন অগাস্টিন দিমবা (১-০। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। জয়নাল আবেদীন দিপুর ক্রসে ফাহিম চলতি বলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল। তবে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় তারা। ম্যাচের শেষ দশ মিনিটে তিনটি গোল হয়। ৮৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে শেখ জামাল। সাজ্জাদ হোসেন সামনে থেকে প্লেসিং শটে গোল করে রহমতগঞ্জকে ম্যাচ থেকে আরও পিছিয়ে দেয় (৩-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় রহমতগঞ্জ। এসময় রহমতগঞ্জের কৌশিক বড়ুয়াকে শেখ জামালের ডিফেন্ডার মানিক বক্সে ফাউল করলে রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন দাউদা সিসে (১-৩)। অবশ্য পরের মিনিটেই ফের গোল করেন ফাহিম (৪-১)। ফলে শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে অভিজাত পাড়ার দলটি।
একই দিনে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো ফর্টিস এফসি। বিজয়ী দলের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবো দুইটি ও স্থানীয় ফরোয়ার্ড এমি হাকিম বাপ্পি একটি গোল করেন। রাসেলের হয়ে বুরুন্ডির ফরোয়ার্ড ল্যান্ডি এক গোল শোধ দেন। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ফর্টিজ এফসি। ফলে বসুন্ধরা কিংস ও ফর্টিজের সমান ৩ পয়েন্ট করে জমা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচ হবে শেখ রাসেল ও বসুন্ধরার মধ্যে । ওই ম্যাচের পরই এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তা নিশ্চিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি