ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। রোববার রাতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় ভারতকে। বিজয়ী দলের হয়ে মোসাম্মত সাগরিকা একমাত্র জয়সূচক গোলটি করেন।
টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে রোববার ভারতের বিপক্ষে মাঠে নেমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দল। ম্যাচের শুরু থেকেই ভারতীদের সঙ্গে সমান তালে লড়াই করেছেন আফিদা খন্দকাররা। দু’দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। যদিও ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ও ভারত একাধিক সুযোগ পেয়ে গোল করতে পারেনি। ম্যাচের ৯ মিনিটে ভারত সুযোগ পায়। সুলান জানা বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। তার আগেই জটলা থেকে ক্লিয়ার করেন স্বাগতিকদের এক ডিফেন্ডার। তিন মিনিট পর নেহার বক্সের বাইরে থেকে নেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণারানী মন্ডল বাঁ দিকে ঝাঁপিয়ে বলের দিক পরিবর্তন করে গোল বাঁচান। বাংলাদেশ ফাঁকে ফাঁকে আক্রমণ শানাতে চেষ্টা করেছে। ৩৭ মিনিটে বাংলাদেশের সামনে সুযোগ আসে। তবে সুরমা জান্নাতের হেড অনেক দূর দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে। ৪৪ মিনিটে ভারতের নেহা বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা সরাসরি গোলরক্ষক স্বর্ণার হাতে জমা পড়ে। একটু পর একই দলের লিন্ডার শট ক্রসবারের ওপর দিয়ে যায়। প্রথমার্ধের যোগকরা সময়ে বাংলাদেশ গোল পেতে পারতো। অধিনায়ক আফিদা খন্দকারের ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোল হয়নি। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। তবে গোল পেতে অনেক সময় লেগেছে, কোনো সময় ভারতের গোলরক্ষক কিংবা ডিফেন্ডাররা বাধা হয়ে দাঁড়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বপ্না রানীর ক্রস ভারতের এক ডিফেন্ডার ক্লিয়ার করে সুযোগটা কাজে লাগাতে দেননি। ম্যাচের ৬৬ মিনিটে স্বপ্নার কর্ণার কিকে সুরমা জান্নাতের হেড পোস্টে প্রবেশের আগেই ভারতীয় গোলরক্ষক আনিকা দেবি কোনোমতে তালুবন্দী করেন। ৭২ মিনিটে বাংলাদেশের আফিদা বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে আবারও হতাশ করেন। ম্যাচের ৮০ মিনিটে সুযোগ পায় ভারত। এসময় স্বাগতিকদের গোলরক্ষক স্বর্ণ পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। ভারতের এক ফরোয়ার্ড গোলবার লক্ষ্য করে শট নিলে বাংলাদেশের ডিফেন্ডার তা বিপদমুক্ত করেন। ম্যাচের ৮২ মিনিটে বাংলাদেশ গোল প্রায় পেয়েই যাচ্ছিল। স্বপ্নার ফ্রি-কিক থেকে সুরমা জান্নাতের হেড ভারতীয় গোলরক্ষক ডান দিকে শরীর ঝুকিয়ে কোনোমতে রক্ষা করেন। তবে বল তার তালু গলে বের হলেও তাতে কেউ পা ছোঁয়াতে পারেনি। ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে যান বাংলাদেশের মুনকি আক্তার। বল নিয়ে তিনি একাই বক্সে ঢুকে আনিকা দেবির গায়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন। বাংলাদেশ-ভারত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্র’র দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ডেডলক ভাঙেন আগের ম্যাচে নেপালের বিপক্ষে জোড়া গোলদাতা মোসাম্মত সাগরিকা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) মধ্যমাঠ থেকে বল পেয়ে সাগরিকা ভারতের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে গতির ঝলক দেখিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দারুণ শটে তা জালে জড়িয়ে দেন (১-০)। তাতেই স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শক উল্লাসে মেতে ওঠেন। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি ভারত (যারা প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল)। ফলে শেষ মূহূর্তের গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
একই ভেন্যুতে এদিন বিকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো নেপাল। ম্যাচের ৫৪ মিনিটে নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সেনু পারিয়া।
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট পেয়েছে ভারত। একটি করে জয় ও হারে নেপালেরও ৩ পয়েন্ট। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ভুটান। মঙ্গলবার রাতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। এদিন বিকালে নেপালের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের বিজয়ী দল ৮ ফেব্রুয়ারী ফাইনালে বাংলাদেশের মোকাবেলা করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম