ইরানকে কাঁদিয়ে ফাইনালে কাতার
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
ইরানকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে চলে গেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। গতপরশু দোহায় খ্যাপাটে এক ম্যাচে ৮২তম মিনিটে জয়সূচক গোল পায় কাতার। স্বাগতিকদের হয়ে গোলটি করেন আলমুইজ আলী। সর্বশেষ বিশ্বকাপে দেশের মাটিতে তিনটি ম্যাচই হেরেছিল কাতার। বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দলের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল সেটিই। তবে সে স্মৃতিকে চাপা দিয়ে আল থুমামা স্টেডিয়ামের প্রায় ৪০ হাজার দর্শকের সামনে আজ উল্লাসে মেতেছে দলটি। আগামীকাল ফাইনালে জর্ডানের মুখোমুখি হবে কাতার।
ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমুনের গোলে এগিয়ে যায় ইরান। তবে জাসেম গাবেরের শট ইরানের সাঈদ এজাতোলাহির গায়ে লেগে জালে ঢুকলে দ্রুতই সমতায় ফেরে কাতার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টুর্নামেন্টে এরপর নিজের পঞ্চম গোল করে কাতারকে এগিয়ে নেন আকরাম আফিফ। দ্বিতীয়ার্ধে অবশ্য আলীরেজা জাহানবখশের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে ইরান।
৮২ মিনিটে এরপর জয়সূচক গোলটি করেন আলমুইজ। ২০১৯ সালে তার এশিয়ান কাপের রেকর্ড ৯ গোলে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কাতার, কিন্তু এবার সেমিফাইনালের আগে মাত্র ১টি গোল করেছিলেন তিনি। তার শেষ দিকের গোলেই ১৯৭৬ সালের পর আরেকটি এশিয়ান কাপের শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছে ইরানের।
যোগ করা সময়ে শোজায়ি খলিলজাদেহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে ইরানের। শেষ মিনিটে অবশ্য দারুণ সুযোগ পেয়েছিল তারা, তবে জাহানবখশের শট ফিরে আসে পোস্টে লেগে। ম্যাচে অবশ্য সেটিই ইরানের একমাত্র আক্ষেপ নয়। আজমুন লিড এনে দেওয়ার পর সেটি দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল তারা। তবে জাহানবখশের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করতে ব্যর্থ হন মেহদি তারেমি। এরপর ১৭তম মিনিটে সময় ফেরে কাতার। যদিও সেটির বিল্ডআপে ফাউল হয়েছিল বলে মত ইরানিদের।
সুযোগ মিস করেছে কাতারও। প্রথম গোলের পর আফিফ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ইরান গোলরক্ষক আলীরেজা বিরানভান্দকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি। অবশ্য ৪৩তম মিনিটে গিয়ে আর ভুল করেননি তিনি। প্রথমার্ধের পর আরও গুছিয়ে খেলা ইরান সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই। কাতার ডিফেন্ডার আহমেদ ফাতেহির হ্যান্ডবলের সৌজন্যে ও ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে ভুল করেননি জাহানবখশ।
অবশ্য কাতারের শেষ গোলেও আছে বিতর্ক। অফসাইড মনে হলেও সে গোল শেষ পর্যন্ত দেওয়া হয়। ৯০ মিনিটের পর প্রায় ১৭ মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও আর গোল করতে পারেনি ইরান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই হলো ১৮ দোকান
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা