ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

জয়ে ফিরলো বসুন্ধরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ জয়ের পর হঠাৎই ছন্দপতন ঘটে চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ষষ্ঠ রাউন্ডে ঐতিহ্যবাহী মোহমেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে যায় তারা। তবে পরের রাউন্ডেই জয়ে ফিরে বসুন্ধরা। গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখে তারা। এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। আর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারায় দশজনের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আগের ম্যাচের অপ্রত্যাশিত হার যেন আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েয়েছে বসুন্ধরা কিংসকে। তাই তো কাল পুলিশের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেন কিংসের ফুটবলাররা। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথাতেই লিড পায় বসুন্ধরা। এসময় মাঝ মাঠ থেকে তপু বর্মণের ক্রস পেয়ে বক্সে বাইরে দাঁড়িয়ে থাকা মিগুয়েল ফিগুয়েরা বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন (১-০)। ম্যাচের ২১ মিনিটে মাঝ মাঠ থেকে রবসন রবিনহো দারুণ একটা পাস বাড়িয়ে দেন। বিপদ বুঝতে পেরে বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বের হয়ে আসেন পুলিশের গোলরক্ষক রাসেল মাহমুদ। তবে শেষ রক্ষা হয়নি। ততক্ষণে বল নিয়ে দ্রুতগতিতে ছোট বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন কিংস ফরোয়ার্ড রাকিব হোসেন (২-০)। ২৫ মিনিটে আরও এক গোলের সুযোগ এসেছিল কিংসের। আনমার্কড ছিলেন রবিনহো । বল পেয়ে ডান পায়ে শটও নিয়েছিলেন। কিন্তু বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ২৮ মিনিটে তৃতীয় গোলটি আদায় করে নেয় বসুন্ধরা। এসময় পুলিশের কিরগিজ ডিফেন্ডার ইসুপভের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে ডান প্রান্ত থেকে সতীর্থের উদ্দেশ্যে তা বাড়িয়ে দেন রবিনহো। বল নিয়ে পুলিশের বক্সে ঢুকে তা ঠেলে দেন জালে (৩-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় বসুন্ধরা। তবে তারা গোল আর পায়নি। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবিনহোর স্পট কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে পেনাল্টি সীমানার সামান্য বাইরে রাকিবকে ফাউল করেন ইসমাইল। ফ্রি কিক পায় বসুন্ধরা। মিগুয়েলের শট প্রতিপক্ষের হিউম্যান ওয়ালে লেগে বাইরে চলে যায়। মিগুয়েলের কর্ণার এসে থামে লিটনের হাতে। নির্ধারিত সময়ে পুলিশ একটি গোলও শোধ করতে পারেনি। কিংসও আর ব্যবধানটা বাড়াতে পারেনি। তাই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতে সাত খেলায় ছয় জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে বসুন্ধরা কিংসের নাম। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও চার হারে ৭ পয়েন্ট পাওয়া পুলিশের অবস্থান সাতে।

অন্যদিকে এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ৬২ মিনিটে পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আটকে রাখতে পেরেছিল ফর্টিস এফসি। তবে ৬৩ মিনিটে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় শেখ জামাল (১-০)। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডিংবা। তবে ম্যাচের প্রায় শেষ দিকে লাল কার্ড তেমন কোন প্রভাব ফেলেনি জামালের খেলাতে। তাই ১-০ গোলের জয় পায় শেখ জামাল। সাত ম্যাচ শেষে তিন জয় ও চার হারে ৯ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে এক জয় এবং তিনটি করে ড্র ও হারে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ফর্টিস।

আর মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে ৬১ মিনিটে গোল করেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা (১-০)। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড রিয়াজ উদ্দিন সাগর (২-০)। ম্যাচের অন্তিম মূহুর্তে পেনাল্টি পায় শেখ রাসেল, বুরুন্দির ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রি পেনাল্টি থেকে গোল আদায় করে ব্যবধান কমান (২-১)। এই ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। সাত ম্যাচে দু’টি করে জয় ও হার এবং তিন ড্রতে ৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে উঠলো চট্টগ্রাম আবাহনী। সাত ম্যাচে এক জয় এবং তিনটি করে ড্র ও হারে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে নামলো শেখ রাসেল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের