তিন জয়ে সেরা পাঁচে ফর্টিস এফসি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় জয় পেয়ে তালিকার সেরা পাঁচে উঠলো ফর্টিস এফসি। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
শনিবার বিকালে মুন্সি গঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে ফর্টিস ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। বিজয়ী দলের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার একটি গোল করলে অন্যটি চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান মিডফিল্ডার মুরি তালা লাওয়ালের আত্মঘাতী থেকে আসে। ম্যাচের শুরু থেকে ফর্টিসের ফরোয়ার্ডরা গোল পেতে মরিয়া হয়ে লড়লেও প্রথমার্ধে সফলতার মুখ দেখেননি। চট্টগ্রাম আবাহনীও পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধেরও প্রায় আধঘণ্টা গোল হীন কাটে ম্যাচ। অবশেষে গোলের দেখা পায় ফর্টিস। ম্যাচের ৭৬ মিনিটে ফর্টিসের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন চট্টগ্রাম আবাহনীর মুরি তালা লাওয়াল। ফলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফর্টিস (১-০)। এর ছয় মিনিট পর ব্যবধান বাড়ায় বিজয়ীরা। ম্যাচের ৮২ মিনিটে সতীর্থর কাছ থেকে পাস পেয়ে বক্সে ঢুকে শটে চট্টগ্রাম আবাহনীর জাল কাঁপান গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস। ম্যাচ জিতে নয় খেলায় তিনটি করে জয়, ড্র ও হারে ১২ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিলো ফর্টিস এফসি। সমান ম্যাচে দুই জয়, চার ড্র ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা পেল চট্টগ্রাম আবাহনী।
এদিন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে কলম্বিয়ান ফরোয়ার্ড গার্সিয়া ইদিসের হ্যাট্রিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে তালিকার সপ্তম স্থানে উঠলো দশজনের পুলিশ এফসি। এবারের লিগে গার্সিয়া দ্বিতীয় হ্যাটট্রিকম্যান। এর আগে এই ব্রাদার্সের বিপক্ষেই মৌসুমের প্রথম হ্যাট্রিক করেছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড ল্যান্ডি এনডিকুমানা। পুলিশের হয়ে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম। ব্রাদার্সের পক্ষে এক গোল শোধ দেন স্থানীয় ডিফেন্ডার রাব্বি হোসেন রাহুল। ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সের রক্ষণদূর্গে চড়াও হয়ে খেলতে থাকেন পুলিশের ফরোয়ার্ডরা। তবে খেলার ধারার বিপরীতে প্রথমে গোল পায় ব্রাদার্সই। ৪৩ মিনিটে রাব্বি গোল করে এগিয়ে নেন গোপীবাগের দলটিকে (১-০)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) সমতায় ফেরে পুলিশ। এসময় সৈয়দ শাহ কাজেম গোল করে দলকে ম্যাচে ফেরান (১-১)। ড্র নিয়ে উভয় দল বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল আদায় করে নেয় পুলিশ। ম্যাচের ৫২, ৭২ ও ৭৯ মিনিটে টানা তিন গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন পুলিশের গার্সিয়া ইদিস (৪-১)। ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের মিডফিল্ডার মো. মিঠু। বাকি সময় দশজন নিয়ে খেললেও বড় জয় পেতে সমস্যা হয়নি পুলিশের। নয় ম্যাচে তিন জয়, এক ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ। সমান ম্যাচে তিন ড্র ও ছয় হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল ব্রাদার্স। এ দুই ম্যাচ দিয়েই শেষ হলো লিগের নবম রাউন্ডের খেলা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল