যে ৫ ম্যাচ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ করে দিতে পারে
৩০ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম
প্রিমিয়ার লিগে শিরোপার দৌঁড়ে টিকে আছে তিনটি ক্লাব- আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। মৌসুমে প্রত্যেকের হাতে আছে ১০টি করে ম্যাচ।
তিন দলের পয়েন্টের ব্যবধান স্রেফ ১। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিভারপুল, দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।
এবারের মৌসুমে শিরোপা নির্ধারন করে দিতে পারে এমন পাঁচটি ম্যাচের দিকে নজর দিয়েছে বার্তা সংস্থা এএফপি :
ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল, ৩১ মার্চ :
আন্তর্জাতিক বিরতির ঠিক পরপরই ইত্তিহাদ স্টেডিয়ামে শিরোপা দৌড়ে সবচেয়ে বড় ম্যাচটি কাল অনুষ্ঠিত হবে। মৌসুমে গানার্সদের তৃতীয় পরাজয় সিটির শিরোপা ধরে রাখার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মত সিটি শিরোপা জয়ও সম্ভব।
অক্টোবরে এমিরেটস স্টেডিয়ামে পেপ গার্দিলার দলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্সেনাল। শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্টিনেলির গোলে মিকেল আর্তেতার দলের জয় নিশ্চিত হয়। এছাড়া আগস্টে কমিউনিটি শিল্ডে পেনাল্টিতে তাদের পরাজিত করে আর্সেনাল। এসবই কালকের ম্যাচের জন্য বাড়তি অনুপ্রেরনা হতে পারে।
আর্তেতার দল শেষ আট লিগ ম্যাচে অপরাজিত রয়েছে। বিপরীতে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে অপরাজিত রয়েছে সিটি। ২০২২ সালের নভেম্বর থেকে ঘরের মাঠে অপরাজিত রয়েছে সিটিজেনরা।
ম্যানচেস্টার সিটি বনাম এ্যাস্টন ভিলা, ৩ এপ্রিল :
সিটি যদি আর্সেনালের বিপক্ষে কাল জিততে পারে তারপরও তাদের জয়ের উৎসব খুব বেশীক্ষন স্থায়ী হতে দিবে না শীর্ষ চারের লড়াইয়ে থাকা এ্যাস্টন ভিলা। তিনদিন পরেই উজ্জীবিত ভিলার মুখোমুখি হতে যাচ্ছে সিটি। প্রিমিয়ার লিগে হঠাৎ করেই এবার নিজেদের প্রমান করে সবাইকে হতবাক কয়ে দিয়েছে সাবেক ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ভিলা। এই মুহূর্তে টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার এখন একটাই লক্ষ্য প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া। ডিসেম্বরে উনাই এমেরির দল সিটিকে পরাজিত করে অঘটন ঘটিয়েছিল। ৭৪ মিনিটে লিও বেইলির গোলে ভিলার ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ঐ সময় থেকে সিটি এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। টটেনহ্যামের সাথে চতুর্থ স্থানে লড়াই চালিয়ে যাওয়া ভিলাও সঠিক পথেই রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল, ৭ এপ্রিল :
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৪-৩ গোলের হতাশাজনক পরাজয়ের পর চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে ওল্ড ট্র্যাফোর্ডে যাবে লিভারপুল।
জার্গেন ক্লপের দল নিয়মিত সময় ও অতিরিক্ত সময়ে যথাক্রমে ২-১ ও ৩-২ গোলে এগিয়ে থাকলেও আমাড ডিয়ালোর শেষ মুহূর্তের গোলে রেডসদের কোয়াড্রাপল জয়ের স্বপ্নভঙ্গ হয়।
ফেব্রুয়ারিতে লিগ কাপ জয়ের পর এখনো লিভারপুলের সামনে সুযোগ আছে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ জয়ের মাধ্যমে ক্লপের বিদায়কে স্মরণীয় করে রাখার। ২০২১ সালের পর ওল্ড ট্র্র্যাফোর্ডে রেডসদের প্রথম জয় ইউনাইটেডের সাথে সমান ২০ লিগ শিরোপা জয়ের রেকর্ডের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে পারে।
টটেনহ্যাম বনাম আর্সেনাল, ২৮ এপ্রিল :
পুরনো এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সবসময়ই একটি বাড়তি উত্তেজনা বিরাজ করে। নর্থ লন্ডন ডার্বির এবারের ম্যাচটিও তার ব্যতিক্রম নয়।
এর আগে হোয়াইট হার্ট লেনেই ১৯৭১ ও ২০০৪ সালে লিগ শিরোপা জয় করেছিল আর্সেনাল। আরো একবার এই মাঠে জয়ের মাধ্যমে তৃতীয় শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যেতে পারে গানার্সরা। সর্বশেষ ২০ বছর আগে লিগ শিরোপা জয় করা আর্সেনাল এবার আর পুরোনো ভুল করতে চায়না। সর্বশেষ ছয়টি নর্থ লন্ডন ডার্বিতে মাত্র একটিতে পরাজিত হয়ছে আর্সেনাল।
সেপ্টেম্বরে এমিরেট স্টেডিয়ামে আগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। আনগে পোস্তেকোগ্লুর অধীনে প্রথম মৌসুমে খেরতে নেমে নিজেদের ফিরে পাওয়া আগ্রাসী টটেনহ্যামও অবশ্য ছেড়ে কথা বলবে না। শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যস্থির করা দলটি যেকোন মূল্যে তাদের লক্ষ্যে অবিচল থাকতে চায়।
এ্যাস্টন ভিলা বনাম লিভারপুল, ১১ মে :
সেপ্টেম্বরে এ্যানফিল্ডে ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। কিন্তু তারপরও ফিরতি লেগে কঠিন লড়াইয়ের আশা করছে রেডসরা।
লিভারপুর বস হিসেবে এটাই হতে যাচ্ছে লিগে ক্লপের সর্বশেষ এ্যাওয়ে ম্যাচ। ভিলা পার্কে তাই টানা চতুর্থ জয়ের দিকেই তাকিয়ে আছেন ক্লপ। ২০২০ সালে সর্বশেষ লিভারপুলকে পরাজিত করেছিল ভিলা। ঐ ম্যাচে ৭-২ গোলের বিধ্বস্ত হবার দু:সহ স্মৃতি এখনো ভুলতে পারেননা লিভারপুল বস। চার বছরের মধ্যে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এবার আর হাতছাড়া করতে চাইছে না লিভারপুল।
এই ম্যাচগুলোর ফলাফল যদি শিরোপা নির্ধারনে কোন পার্থক্য গড়তে না পারে তবে আগামী ১৯ মে লিগের শেষ দিন আর্সেনাল-এভারটন, ম্যানচেস্টার সিটি-ওয়েস্ট হ্যাম ও লিভারপুল-উল্ফসের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান
গোয়ালন্দে চুরির সন্দেহে ব্যবসায়ীর ১০ টি গরু থানায়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে: রিজওয়ানা হাসান
দৌলতপুরে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিজয় দিবস রাগবি শনিবার
প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি