গোল উৎসবে সেঞ্চুরি রাঙাল বসুন্ধরা
৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের শততম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসব করলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে সহজ জয় দিয়ে লিগের দ্বিতীয় পর্ব শুরু করলো ঢাকা আবাহনী লিমিটেড।
গতকাল বিকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গোপীবাগের ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহ ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগেইরা দামাসেনো দু’টি করে গোল করেন। অপর তিন গোল করেন যথাক্রমে স্থানীয় ডিফেন্ডার সাদ উদ্দিন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অধিনায়ক রবসন রবিনহো ও স্থানীয় মিডফিল্ডার সোহেল রানা। ব্রাদার্সের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন নাইজেরিয়ান বংশদ্ভুত স্থানীয় ফরোয়ার্ড এলিটা কিংসলে। প্রথম পর্বে ব্রাদার্সের বিপক্ষে ৫-২ গোলে জিতেছিল লিগের চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা।
২০১৮ সালে দেশের শীর্ষ লিগে নাম লিখিয়ে সব আলো যেন কেড়ে নিয়েছে বসুন্ধরা কিংস। টানা চারটি লিগ শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ার পাশাপাশি পঞ্চম শিরোপা জয়ের মিশনেও তারা এগিয়ে আছে অন্যদের চেয়ে। কাল বিপিএলের দ্বিতীয় পর্বে কিংসের প্রথম ম্যাচটি ছুঁয়েছে অনন্য এক মাইলফলক। দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান নিজেদের শততম ম্যাচ পেছনে ফেলে এসেছে আগেই। তবে এ দুই ক্লাবের শততম ম্যাচে বাড়তি কিছু চোখে না পড়লেও বসুন্ধরা কিংসের ফুটবলাররা নিজেদের শততম ম্যাচে ১০০ লেখা জার্সি গায়ে রাজশাহীর মাঠে নেমেছিলেন। শততম ম্যাচের লোগো সম্বলিত জার্সি পরে যেন বিশ্বনাথ ঘোষ-রাকিব হোসেনরা আরও বেশি উজ্জীবিত ছিলেন ব্রাদার্সের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ব্রাদার্সকে কোনঠাসা করে রাখে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে বসুন্ধরা। শুরু থেকেই গোলের জন্য মরিয়া থাকলেও বসুন্ধরা প্রথম সাফল্য পায় ম্যাচের ১৯ মিনিটে। এসময় মিগুয়েল দামাসেনোর ফ্রি কিকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে টোকায় তা জালে জড়ান ডিফেন্ডার সাদ উদ্দিন (১-০)। এরপর নিয়মিত বিরতিতে গোল এসেছে। ৩০ মিনিটে মিগুয়েলের ছোট পাসে বক্সের ঠিক উপর থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রবিনহো (২-০)। ম্যাচের ৩৭ মিনিটে রিমন হোসেনের কাট ব্যাকে রবিনহো ডামি করলে বল চলে যায় মিগুয়েলের পায়ে। দেখেশুনে ঠা-া মাথায় নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান (৩-০)। চার মিনিট পর রবিনহোর কাটব্যাকে ছোট বক্সের উপরে আনমার্কড থাকা এমফোন উদোহর ডান পায়ের শট আটকানোর কোনো সুযোগই পাননি ব্রাদার্স গোলরক্ষক শওকত হেলাল মিয়া (৪-০)। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩ মিনিট) ঘুড়ে দাঁড়ানোর কিছুটা ইঙ্গিত দেয় ব্রাদার্স। এসময় মাহবুবুর রহমান সুফিলের ক্রসে রিমন লাফিয়ে উঠে হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও বলের নাগাল পাননি, দূরের পোস্টে থাকা এলিটা কিংসলে হেডে পরাস্ত করেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে (১-৪)। বিরতির পরও গোলক্ষুধা কমেনি কিংসের। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৫১ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে বিজয়ীরা। এসময় ইব্রাহিমের নিচু আড়াআড়ি ক্রসে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল যায় সোহেল রানার পায়ে। তিনি প্লেসিং শটে গোল করে ব্যবধান ৫-১ করেন। ম্যাচের ৫৮ মিনিটে বল নিয়ে দ্রুত গতিতে ব্রাদার্সের বক্সে ঢুকে শট নেন উদোহ। বল পোস্টে লেগে ফেরত আসার পর মিগুয়েল ফিরতি শটে লক্ষ্যভেদ করেন (৬-১)। আর ৬৮ মিনিটে এমফন উদোহ নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন (৭-১)। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দশ ম্যাচ শেষে আট জয় এবং একটি করে ড্র ও হারে ২৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষেই আছে কিংস। সমান ম্যাচে তিন ড্র ও সাত হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে ব্রাদার্সের অবস্থান।
এদিন মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারায় ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে ব্রাজিলের ওয়াশিংটন, গ্রানাডার স্টুয়ার্ট ও ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ একটি করে গোল করেন। দশ ম্যাচে পাঁচ জয়, তিন ড্র ও দুই হারে ১৮ পয়েন্ট পেয়ে আবাহনীর অবস্থান তিনে। সমান ম্যাচে সাত ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে নবম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা