ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

এবার ড্র করে মান বাঁচালো আবাহনী!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে ফর্টিস এফসির কাছে হারলেও এবার দ্বিতীয় পর্বে এসে তাদের বিপক্ষে ড্র করে মান বাঁচালো ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এছাড়া নিজেদের ১১তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সহজ জয় পেয়ে অষ্টম স্থানে উঠলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

গতকাল বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিপিএলের ১১তম রাউন্ডের উদ্বোধনী দিন ফর্টিস এফসির বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ঢাকা আবাহনী। ফর্টিসের পক্ষে ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিন গোল করে দলকে এগিয়ে নিলেও ম্যাচের যোগকরা সময়ে আবাহনীর সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস গোল শোধ দিয়ে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। লিগের প্রথম পর্বে এই ভ্যালেরি গ্রিশিনের গোলেই ফর্টিস ১-০ ব্যবধানে হারিয়েছিল আবাহনীকে। কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আবাহনীর সঙ্গে সমান তালে লড়ে যায় ফর্টিস। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।

এদিন জামাল ভূঁইয়াকে ছাড়াই মাঠে নেমেছিল আবাহনী। ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল আবাহনীই। ২২ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্ট বল ফর্টিসের বক্সে ঢুকলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। তার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। বেশ কয়েকবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন কর্নেলিয়াস। ফর্টিসও পাল্টা আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল ফর্টিস। ফলে একাধিক আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করে তা কাজেও লাগায় তারা। ম্যাচের ৬১ মিনিটে সতীর্থের লং পাসের বল প্রতিপক্ষের সীমানায় পেয়ে বাঁ পায়ের টোকায় গোল করেন ফর্টিসের ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিন (১-০)। ভ্যালেরি বল আয়ত্বে নেয়ার আগে আবাহনীর ডিফেন্ডার রহমত মিয়া হেড করে তা আগুয়ান গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে দেয়ার চেষ্টা করেন। সোহেল হাত দিয়ে বল প্রতিহত করতে চাইলেও ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। এ সুযোগেই বল জালে জড়িয়ে দেন ভ্যালেরি গ্রিশিন। গোল হজম করার পর ম্যাচে ফিরতে শত চেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছিলেন আবাহনীর ফরোয়ার্ডরা। ম্যাচের নির্ধারিত সময় শেষে খেলা যখন যোগকরা সময়ে গড়ায় তখন এক গোলে এগিয়ে থেকে জয়োল্লাসের অপেক্ষায় ছিলেন ফর্টিসের ফুটবলাররা। ঠিক সেই সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে হারের হাত থেকে বাঁচিয়ে দেন আবাহনীর সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। যোগকরা সময়ের শেষ দিকে (৯০+৬মিনিট) কর্ণায় পায় আবাহনী। সেই কর্ণারে ফর্টিসের গোলমুখে জটলার সৃষ্টি হলে কর্নেলিয়াস শটে গোল করে দলের মান বাঁচান (১-১)। ম্যাচ ড্র করে ১১ খেলায় পাঁচ জয়, চার ড্র ও দুই হারে ১৯ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানেই রইল আবাহনী। সমান ম্যাচে তিন জয় এবং চারটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস।

এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন জোড়া গোল করেন। এছাড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ, রবসন রবিনহো ও উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভ একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১১ খেলায় নয় জয় এবং একটি করে ড্র ও হারে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে দুই জয়, চার ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে চট্টগ্রাম আবাহনী।

একই দিন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ। বিজয়ী দলের হয়ে মিশরের মোস্তফা হামাদ ও ঘানার আর্নেস্ট বোয়েটিং একটি করে গোল করেন। ১১ ম্যাচ শেষে এক জয়, সাত ড্র ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠলো রহমতগঞ্জ। সমান ম্যাচে তিন ড্র ও আট হারে ৩ পয়েন্ট পেয়ে সবার শেষে আছে ব্রাদার্স।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

না.গঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

না.গঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইসরাইলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা হিজবুল্লাহর

ইসরাইলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা হিজবুল্লাহর

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনার কয়রায় হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রায় হরিণের মাংস উদ্ধার