জার্মান সাম্রাজ্যে নতুন রাজা লেভারকুসেন

৪ দশকের অপেক্ষা ফুরিয়ে চ্যাম্পিয়ন বিলবাও

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম


কোনো আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ কেমন, ভুলেই গিয়েছিল আথলেতিক বিলবাও সংশ্লিষ্ট সবাই। চার দশক ধরে যে কোনো ট্রফির ছোঁয়া পায়নি তারা! অবশেষে ৪০ বছরের সেই খরা কাটিয়ে একটি শিরোপার আলোয় উজ্জ্বল হতে পারল ক্লাবটি। কোপা দেল রের রোমাঞ্চকর ফাইনালে রেয়াল মায়োর্কাকে হারিয়ে বহু কাক্সিক্ষত সাফল্যের দেখা পেল তারা। সেভিয়ায় গতপরশু রাতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে বিলবাও জিতে নেয় ৪-২ গোলে।
সবশেষ ১৯৮৩-৮৪ মৌসুমে কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিতেছিল বিলবাও। সেই সময় কোপা দেল রের সফলতম ক্লাব ছিল তারাই। সেটি ছিল তাদের ২৩তম শিরোপা। এই আসরে তখন বার্সেলোনার শিরোপা ছিল ২০টি, রেয়াল মাদ্রিদের ১৫টি। সেখান থেকে এই টুর্নামেন্টে এখন বার্সেলোনার ট্রফি ৩১টি, রেয়ালের ২০টি। ২৩ থেকে ২৪ হতে বিলবাওয়ের লেগে গেল ৪০ বছর। মাঝের এই সময়টায় ৬ বার ফাইনালে উঠে হেরে গেছে তারা প্রতিবারই। ২০১২ সালে হেরেছে ইউরোপা লিগের ফাইনালও। হৃদয়ভাঙা অনেক অভিজ্ঞতার পর অবশেষে এবার এসেছে আনন্দের জোয়ার।
এদিন, সেভিয়ার মাঠে ৬০ হাজার ধারণক্ষমতার গ্যালারি ছিল পরিপূর্ণ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ৫০ হাজার দর্শক ছিলেন বিলবাওয়েরই। তারা মাঠ ছেড়েছেন স্মরণীয় জয়ের স্বাক্ষী হয়ে। তাদের নিরাশ করেনি দল। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে বিলবাও। গোলে শট নেয় তারা ৩০টি, যা মায়োর্কার দ্বিগুণেরও বেশি। কিন্তু গোল আর হয়নি। টাইব্রেকারে অবশ্য বিলবাও ছিল নিখুঁত। চার শটের সবকটিই জালে পাঠায় তারা। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার, আরেকটি শটে গোল করতে পারেননি নেমানিয়া রাদোনিচ। খরা ঘুচে যায় বিলবাওয়ের।
বার্সেলোনার সাবেক কোচ এর্নেস্তো ভালভের্দের কোচিংয়ে চলতি মৌসুমে বেশ ধারাবাহিক ফুটবল উপহার দিচ্ছে বিলবাও। লা লিগায় তারা আছে পাঁচে। স্পেনের চতুর্থ সবচেয়ে পুরোনো ক্লাব তারা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে কেবল তারাই কখনও শীর্ষ লিগ থেকে রেলিগেশনে নামেনি। ঐতিহ্যবাহী ক্লাবটি অবশেষে বড় আনন্দের উপলক্ষ পেল দীর্ঘদিন পর।
ইউরোপিয়ান ফুটবলে শিরোপার নিষ্পত্তি হতে যাচ্ছে আরেকটি। বায়ার্ন-বরুসিয়ার সা¤্রাজ্যে হানা দিয়ে জার্মান বুন্দেস লিগার নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বায়ার লেভারকুজেন। এদিনও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছে বায়ার্ন। হেরে গেছে বুন্দেসলিগায় অভিষিক্ত হেইডেনহাইমের বিপক্ষে। একই সময়ে মাঠে গড়ানো আরেক ম্যাচে জয়োল্লাসে ভাসে লেভারকুজেন। যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ। তাতে ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল জাবি আলোন্সোর দল।
জার্মানির শীর্ষ লিগে এদিন হেইডেনহাইমের মাঠে দুই গোলে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে পথ হারায় বায়ার্ন, হেরে যায় ৩-২ ব্যবধানে। আর ইউনিউন বার্লিনের মাঠে ১-০ গোলে জয় পায় লেভারকুজেন। এতে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে লেভারকুজেন। বাকি ছয় রাউন্ডে একটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে তাদের। ২৮ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রেনে কাল থেকে গুনতে হবে বাড়তি ভাড়া

ট্রেনে কাল থেকে গুনতে হবে বাড়তি ভাড়া

মায়ের সাথে পাঁচ তারকা হোটেলে নৈশভোজের সুযোগ ফুডপ্যান্ডার ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ ক্যাম্পেইন

মায়ের সাথে পাঁচ তারকা হোটেলে নৈশভোজের সুযোগ ফুডপ্যান্ডার ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ ক্যাম্পেইন

“তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে” - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

“তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে” - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

উপজেলা নির্বাচন নিয়ে সাংগঠনিক কঠোর ব্যবস্থার হুশিয়ারি সিলেট জেলা যুবদলের

উপজেলা নির্বাচন নিয়ে সাংগঠনিক কঠোর ব্যবস্থার হুশিয়ারি সিলেট জেলা যুবদলের

ঘুরে দাঁড়িয়েও জিম্বাবুয়ে অলআউট ১২৪ রানে

ঘুরে দাঁড়িয়েও জিম্বাবুয়ে অলআউট ১২৪ রানে

অবৈধ পথে ইউরোপের মরণ যাত্রায় তিউনিসিয়ায় নৌকাডুবি: অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরছেন তারা

অবৈধ পথে ইউরোপের মরণ যাত্রায় তিউনিসিয়ায় নৌকাডুবি: অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরছেন তারা

গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

কালিয়াকৈর পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত

কালিয়াকৈর পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত

হিলি ও নবাবগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুই জন নিহত

হিলি ও নবাবগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুই জন নিহত

প্রশ্ন : পুরুষের রূপার আংটি পরিধান প্রসঙ্গে।

প্রশ্ন : পুরুষের রূপার আংটি পরিধান প্রসঙ্গে।

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশ

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশ

সহিংসতায় জড়িত ইসরাইলিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্রিটেনের

সহিংসতায় জড়িত ইসরাইলিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্রিটেনের

ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

রাফায় ইসরাইলের আসন্ন ‘গণহত্যা’ নিয়ে হুঁশিয়ারি জাতিসংঘের

রাফায় ইসরাইলের আসন্ন ‘গণহত্যা’ নিয়ে হুঁশিয়ারি জাতিসংঘের

৫০ পেরেনোর আগেই সাত উইকেট নেই জিম্বাবুয়ের!

৫০ পেরেনোর আগেই সাত উইকেট নেই জিম্বাবুয়ের!

চিনি রেখে গাড়ি ছেড়ে দিলো বিজিবি

চিনি রেখে গাড়ি ছেড়ে দিলো বিজিবি

মাওলানা মামুনুল হকের মুক্তিতে ভক্তদের মাঝে উচ্ছ্বাস

মাওলানা মামুনুল হকের মুক্তিতে ভক্তদের মাঝে উচ্ছ্বাস

কোন দুর্নীতিবাজ রাজাকারকে ভোট না দেওয়ার আহ্বান_আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন

কোন দুর্নীতিবাজ রাজাকারকে ভোট না দেওয়ার আহ্বান_আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন

প্রতিদিন ২০ মে: টন ফিটকিরি উৎপাদন করা সম্ভব হবে: সাবেক সচিব ও চেয়ারম্যান নজরুল ইসলাম খান

প্রতিদিন ২০ মে: টন ফিটকিরি উৎপাদন করা সম্ভব হবে: সাবেক সচিব ও চেয়ারম্যান নজরুল ইসলাম খান

শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ

শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ